‘ডয়চে ভেলে, তুমি আমার স্বপ্নের কারিগর’ | পাঠক ভাবনা | DW | 20.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে, তুমি আমার স্বপ্নের কারিগর’

স্বপ্নই তো মানুষকে সামনের দুর্গম পথে এগিয়ে চলতে সাহায্য করে, স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে অনুপ্রেরণা জোগায়৷ আবার স্বপ্নই মানুষের জীবনকে সুন্দর করে৷

জার্মানির ডয়চে ভেলে আমার স্বপ্নের কারিগর, ডয়চে ভেলে আমাকে স্বপ্ন দেখায়, আমি স্বপ্নের পিছু পিছু ছুটি তবে ধরতে পারি না৷ গ্রুন্ডিগ রেডিও-র পিছু ছুটেছি দুই বছর, ধরতে পারিনি৷ তারপর আইপড, এই বস্তুটির পিছু ছুটেছি একটানা তিন বছর, তবুও ধরতে পারিনি৷ আর এখন উহ! বলতেই যেন বুকের ভিতর কেমন করে ওঠে! তার নাম ‘ল্যাপটপ'৷ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, ল্যাপটপ যেন আমার কাছে স্বপ্ন৷ এখন ডিএক্সিং করি মোবাইল থেকে৷ ল্যাপটপ পেলে হয়ত ডিএক্সিং-এ এক ধাপ এগিয়ে যাব৷ কেনার সমর্থ এখনো হয়নি৷ তাইতো স্বপ্নের ঘোর একটু গাঢ়৷ এবার সাফলতা দেখা দিবে হয়ত বা ব্যর্থতা৷ তবে ব্যর্থতার গ্লানি নিয়ে আমি পিছু হটার পাত্র নই৷ স্বপ্নের পিছনে এগিয়ে যাব বহু দূর৷ স্বপ্ন আমাকে একদিন ধরা দেবেই৷ মো.রাসেল শিকাদার, মাদারীপুর থেকে লিখেছেন৷

- ধন্যবাদ ভাই রাসেল৷ শুধু অনুরোধ করবো, নিয়মিত ডয়চে ভেলের সাথে থাকলে একবার অবশ্যই পেয়ে যাবেন আপনার স্বপ্নের ‘সোনার হরিন'-কে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন