ডয়চে ভেলের ওয়েবসাইটে কি যাদু আছে বুঝিনা | পাঠক ভাবনা | DW | 11.11.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ওয়েবসাইটে কি যাদু আছে বুঝিনা

একটি প্রতিবেদন দেখলে আমার মনে হয় সবগুলো প্রতিবেদন না পড়া পর্যন্ত আরাম পাইনা৷ এ যেন এক নেশার জগৎ৷ বিজ্ঞান ডটকম হোক বা মোনালিসাই হোক৷

যতক্ষণ পড়ে শেষ না করি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে যেন অপূর্ণতা থেকে যায়৷ এটাই ডি-ডব্লিউ'এর বড় যাদু৷ তার চাইতে বড় যাদু আমার কাছে মনে হলো ঈদের দিন বিকেলে ফোন করে রাতেই উত্তর পেলাম৷ তার জন্য বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ৷

এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া৷

আজ ১১ই নভেম্বর সকালের অনুষ্ঠানে জার্মানির দুই অংশ পূর্ব এবং পশ্চিমের মধ্যকার বিভিন্ন পার্থক্য জানলাম৷ সবুজ পৃথিবী পর্বে সমুদ্রের তলদেশে পাইপ লাইনের নির্মাণ সম্পর্কে প্রতিবেদনটিও ভালা লেগেছে৷ মন্তব্য আজমপুর, কুষ্টিয়া থেকে শ্রোতাবন্ধু খালিদ হাসানের৷

জার্মানিতে ৭৫ লাখ মানুষ নিরক্ষর একথা আজ সকালের অনুষ্ঠানে জেনে অবাক হলাম৷ লিখেছেন শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

রংপুর থেকে আমাদের একেবারে নতুন শ্রোতাবন্ধু রিমনের কাছে ডয়চে ভেলের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ তার অনুরোধ ফুটবলের পাশাপাশি ক্রিকেটের খবর জানানো হোক৷

চলমান সার্ক সম্মেলন-এর খবর নিয়মিত প্রচার করার জন্য ধন্যবাদ৷ বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলের সংবাদ আমার কাছে খুবই ভালো লাগে৷ বিশেষকরে রাতের অধিবেশন খুবই চমৎকার৷ সকালের অধিবেশন আরো তথ্যপূর্ণ হলে ভালো হয়৷ শরীফুল ইসলাম৷

চন্দনী মহল, খুলনা থেকে শ্রোতাবন্ধু মিষ্টি লিখেছেন, আপনার কাছে প্রতিটি ফিচার পর্বই ভালো লাগে তবে বেশি ভালো লাগে ছাত্রছত্রীদের জন্য পরিবেশনা ক্যাম্পাস পর্ব৷

পশ্চিমের জানালা পর্বে দুই জার্মানির পার্থক্য শুনে মনে হলো, ভালো খারাপ সবদেশেই আছে৷

খুলনা থেকে শ্রোতাবন্ধু লাকী লিখেছেন অনুষ্ঠান খুব ভালো লাগে তবে আরো ভালো লাগবে যদি প্রতিদিন বাংলা সংবাদপত্রের শিরোনাম থেকে কিছুটা পড়া হয়৷

ঐতিহাসিক ৯ই নভেম্বর বার্লিন প্রাচীর ধ্বংসের ২২ বছর পূর্তি উপলক্ষে বার্লিন প্রাচীর ধ্বংসের নেপথ্য কাহিনী জানতে পারলাম যা আগে আমাদের জানা ছিলনা৷ এছাড়াও কোকেন আসক্তি রোধে টিকা ব্যবহার ফিচারটি ভাল লাগল৷ এ কে এম নূরুজ্জামান, ফ্রেন্ডস অনলাইন ডিএক্স এসোসিয়েশন, সিরোইল, ঘোড়ামারা, রাজশাহী ৷

ডয়চে ভেলের ওয়েবসাইট দেখে খুব ভালো লাগলো৷ জানতে পারলাম সার্ক সম্মেলন সম্পর্কে অনেক তথ্য৷ লিখেছেন নিমাইদিঘী, বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক৷

চুপী, বর্ধমান থেকে মো.হাফিজুর রহমান লিখেছেন ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট দারুণ উপভোগ্য৷

আমি বর্তমানে নিয়মিত অনুষ্ঠান শুনছি৷ আমার কাছে দারুণ লাগছে৷ নিয়মিত ওয়েবসাইট দেখি আগামীতেও দেখবো৷

ভূপেন হাজারিকা আর নেই কিন্তু রয়ে গেলো তাঁর অসংখ্য গান৷ তাঁর মৃত্যুতে আমরা সকল ভারতবাসী মর্মাহত, আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

সংগীত জগতের মহানায়ক ভূপেন হাজারিকার স্মৃতিচারণ ডয়চে ভেলে থেকে যতবার শুনি ততবারই ভালো লাগে৷ আফজাল আলী খান, ফরিদপুর থেকে লিখেছেন৷

সকালের অনুষ্ঠানে ভূপেন হাজারিকাকে নিয়ে পরিবেশনাটি ভালো লাগলো৷ ‘মানুষ মানুষের জন্য' গানটি বাজালে আরো ভালো হতো৷ প্রদ্যুৎ কুমার বারিক, সাতৈল, নওগাঁ৷

আশাকরি ভালো আছেন৷ আমি আপনাদের নতুন শ্রোতা৷ আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে৷ আমি আপনাদের নিয়মিত শ্রোতা হতে চাই এবং ম্যাগাজিন পেতে চাই৷ প্লীজ আমাকে সাহায্য করুন৷ রিদওয়ান তারেক, কমলনগর, চট্টগ্রাম৷

ভূপেন হাজারিকার মৃত্যুতে আমরা শোকাহত৷ তাঁর আত্মার শান্তি কামনা করছি৷ আমার অনুরোধ আগামী সুরের ভুবন পর্বে ই মহান শিল্পীর জীবনকথা আলোচনা করবেন৷ সজল রঞ্জন ঘোষ, খুলনা৷

ভূপেন হাজারিকার মৃত্যুতে আমরা শোকাহত৷ তিনি সাধারণ মানুষের জন্য গান করতেন, ডয়চে ভেলে থেকে তাঁর সম্পর্কে জানলাম৷ সুব্রত সরকার, মোহনপুর, রাজশাহী৷

প্রয়াত হলেন ভূপেন হাজারিকা, তাঁর প্রতি ডয়চে ভেলের বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদ৷ হোসেন আবেদ আলী, রংপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক