ডয়চে ভেলের ওয়েবসাইটের এই ছবিটি ইতিহাস হয়ে থাকবে | পাঠক ভাবনা | DW | 18.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ওয়েবসাইটের এই ছবিটি ইতিহাস হয়ে থাকবে

ডয়চে ভেলের প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট জাপানি সম্রাটের কাছে নতজানু হয়ে প্রণাম করছেন সে ছবিটি আমায় মুগ্ধ করেছে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের এই ছবিটি ইতিহাস হয়ে থাকবে৷

আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীর একজন মহান প্রেসিডেন্ট৷

পা হারিয়েও মনোবল হারান নি সনু সিনহা – ডয়চে ভেলের ওয়েবসাইটে ভারতের এই বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ, ডয়চে ভেলে এজন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ আপনাদের ওয়েবসাইট যতই দেখছি, মুগ্ধ হচ্ছি৷ সুহৃত ব্যানার্জী, ভারত৷

নতুন বছরে সবাইকে জানাই সালাম ও শ্রদ্ধা৷ আমরা আশা করবো এ বছরেও আপনাদের কাছ থেকে পাবো নতুন নতুন তথ্য সমৃদ্ধ পরিবেশনা৷ সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ৷ মিজানুর রহমান, মশিপুর, শাহাজাদপুর, সিরাজগঞ্জ৷

নববর্ষের শুভেচ্ছা সবাই তো বছরের শুরুতে দেয় কিন্তু আমি দিলাম একটু দেরিতে যাতে সবাই মনে রাখে৷ কি, আমার বাসি শুভেচ্ছা গ্রহণ করবেন না?... আপনাদের জন্য একটা কবিতা আছে শুনুন,

‘‘যদি তুমি আমায় বাসতে পারো ভালো, দেবো তোমায় একশো কোটি জোনাক ফুলের আলো, আরো দেবো নাম না জানা সেই আকাশের দেখা সিমান্তহীন যেই আকাশের মালিক আমি একা৷ অনেক কথা জমেছে বুকে বন্ধু, খোঁজে মন - হে প্রিয় ডয়চে ভেলে তোমার মত একটি বন্ধু আমার প্রয়োজন৷'' মোঃ রাসেল শিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর, বাংলাদেশ৷

তিমি মাছের গান গাওয়া নিয়ে ডয়চে ভেলের ওয়েবসাইটের প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ তিমি মাছদের গান যদি আপনারা পান তাহলে শোনাবেন আমি রেকর্ড করে নেবো বার বার শোনার জন্য৷ কারণ মনুষ্য জাতির মধ্যে মহিলা পুরুষ সবাই গান ভালোবাসেন এবং গান করেন৷ কিন্তু তিমি মাছেরা একটু আলাদা৷ শুধু পুরুষরাই গান করে৷ ভাবতে ভালো লাগছে৷ রিঙ্কু মিত্র, এন এইচ পা সা লিমিটেড, রঙ্গিত নগর, ভারত৷

আজ সকালের অনুষ্ঠানে ঢাকার বুড়িগঙ্গা নদীর দূষণ ও দখল বিষয়ে পরিবেশনাটি শুনলাম৷ যেখানে লাগাম ছাড়া মানুষ বৃদ্ধি হয়ে চলেছে সেখানে এরকম হবে তাতে আবার অবাক হবার কি আছে? কোন পরিকল্পনা না থাকার জন্য গায়ের জোরে যার যা খুশি করছে এখন তার ফল ভোগ করতেই হবে৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া৷

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা৷ অনুষ্ঠান ভালো লাগে, ধন্যবাদ৷ অসিত কুমার মিন্টু, চট্টগ্রাম৷

নতুন বছরের শুভেচ্ছা রইলো৷ ডয়চে ভেলে থেকে অত্যন্ত উঁচু মানের বিশ্বসংবাদ প্রচার হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বাংলাদেশ একটি গরিব দেশ তাই আমরা অনুরোধ করবো ডয়চে ভলে থেকে যেন একটি কেরিয়ার গাইড লাইন বিষয়ে ফিচার প্রচার করা হয়৷ আমি আপনাদের কাছ থেকে পজিটিভ সাড়া পাবার আশা করছি৷ শাহ নেওয়াজ রাজু, কারমাইকেল কলেজ, রংপুর, বাংলাদেশ৷

বিহারীদের সমস্যা নিয়ে ১২টি ছবি দেখলাম আপনাদের ওয়েবসাইটে৷ এই ছবিগুলো তাঁদের সমস্যা বুঝতে সহায়তা করলো৷ হ্যানোফার মেসে ২০১১ শিরোনামের ১২টি ছবি দেখলাম ও মেসেজ পড়লাম৷ খুব ভালো লাগলো৷ বাংলা বিভাগের ওয়েবসাটের বিভিন্ন পাতায় বিভিন্ন ছবিগুলো যে দেয়া হচ্ছে সেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে৷

বিশেষ ধাঁধার ফলাফল শুনলাম, আগেই ভেবেছিলাম লটারীতে আমাদের নাম আসবেনা তাই নিরাশ হইনি৷ তাছাড়া আমাদের কারো মোবাইল সেটের অভাব নেই৷ কানন রানী ও বিধান চন্দ্র টিকাদার, ভয়েস আফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

আপনাদের বাংলা অনুষ্ঠান আমি নিয়মিত শুনি এবং প্রতিটি পরিবেশনাই খুব ভালো লাগে৷ বিশ্বসংবাদ, সংবাদপত্রের শিরোনাম, হেল্থলাইন, মোনালিসা ইত্যাদি৷ ঢাকায় কবে কখন শ্রোতা সম্মেলন হবে আমাকে অবশ্যই জানাবেন৷ নাসির উদ্দিন, নবাবগঞ্জ, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক