‘ডয়চে ভেলের ছবিঘর যেন পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র’ | পাঠক ভাবনা | DW | 05.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলের ছবিঘর যেন পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র’

‘‘প্রিয় বন্ধুরা, ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে ছবিঘরে ঢুকে পড়লাম৷ এ যেন অজানা সমুদ্রে রত্ন ভাণ্ডারের সন্ধান পেয়েছি৷ এর মধ্যে যে অমূল্য সম্পদ লুকানো আছে আগে তা জানতাম না৷ তাই ছবিঘর ছেড়ে উঠতেই ইচ্ছে করছেনা৷’’

‘‘তবুও দু'দণ্ড সময় নিয়ে কিছু কথা লেখার ইচ্ছা জাগলো৷ আজ যে ছবিঘরটির কথা বলছি সেটি ‘পূর্ব ইউরোপের চলচ্চিত্র'৷ প্রথমে তো ভেবেছিলাম এ এক সাদামাটা ছবিঘর৷ পরে একের পর এক ছবি দেখে মনে হলো, এ যেন পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, যা আমাকে ইতিহাসের একটা পুরনো সময়ে ফিরে যেতে বাধ্য করেছে৷'' এভাবেই লিখেছেন মঞ্জু দাস, পানপাড়া, নদীয়া৷

‘‘আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা ও পাঠক৷ আমি নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করি৷ তত্ত্ব ও তথ্যের বৈচিত্রপূর্ণ উপস্থাপনার জন্য ডয়চে ভেলে আমার খুবই প্রিয়৷ যেমন, ‘হজ – মুসলমানদের সম্মিলন' শীর্ষক ছবিসহ প্রতিবেদনটি আমার খুব ভালো লেগেছে৷ ধর্মীয় একটি বিষয় এমন সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করায় তা সকল পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে, ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

Pilgerreise nach Mekka - Arafat

হজ যাত্রার একটি মুহূর্ত

‘‘অন্যদিকে ‘বিদেশ যাত্রার স্বপ্নের ভরাডুবি' প্রতিবেদনটি আমার হৃদয়কে বেশ নাড়া দিয়েছে৷ অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে ১২২ জন বাংলাদেশি নিখোঁজের ঘটনায় আমি ব্যথিত৷ কিন্তু তার চেয়েও বেশি ব্যথিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোনো চেষ্টা করছে না দেখে৷ এ প্রতিবেদনটি হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করায় আপনাদের ধন্যবাদ জানাই৷'' জানিয়েছেন মো. শাহাদত হোসেন, প্রভাষক, ভূগোল বিভাগ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ থেকে৷

‘‘শিক্ষাই জাতির মেরুদণ্ড৷ যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত৷ বিশ্বে নামকরা অনেক সাহিত্যিক, কবি রয়েছেন৷ এর মধ্যে অনেকে নোবেল পুরস্কারও পেয়েছেন, তা আমরা অনেকেই জানি৷ আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কবি-সাহিত্যিকদের কথা জানতে পারছি৷ ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য সাহিত্য একটি মাইলফলক৷ সাহিত্য হচ্ছে অথই সাগর আর এ সাগরে অসংখ্য মনিমুক্তা খুজে পাওয়া যায়৷ এবারে চীনা সাহিত্যিক সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন৷ যা বিশ্ব সাহিত্যে নানা জীবন, চরিত্র সংযোজন করবে৷'' ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা৷

‘‘‘ইনবক্স' সকালের পরিবর্তে রাতের অনুষ্ঠানে প্রচার করার অনুরোধ করছি৷ কারণ আমার মতো অনেক শ্রোতাই রয়েছেন, যাঁরা সকালে ব্যস্ততার কারণে প্রায় সময়ই অনুষ্ঠান শুনতে পারেন না৷'' মো. কামরুল হাসান, আমগাছী, হাটরা, মোহনপুর, রাজশাহী৷

‘‘আজ ইন্টারনেটে আমাদের রাষ্ট্রপতিকে যেন খুব চিন্তার সঙ্গে জড়োসড়ভাবে বসে আছেন বলে মনে হলো৷ তারপর দেওয়ালে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও খালেদা জিয়ার ছবি দেখে অবাক হলাম৷ খালেদা জিয়ার সফর ভারতের রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য৷ তবে কেন খালেদা জিয়া দেওয়ালে শোভা পাবেন বুঝতে পারলাম না৷

‘‘আজকের প্রতিবেদনে ইটালির ইঞ্জিনিয়ারদের আগাম বার্তা জানানোর জন্য দণ্ড প্রাপ্তির খবর শুনে বড়ই মর্মাহত হলাম৷ সুফিবাদ সম্পর্কে আলোচনাও বেশ মর্মস্পর্শী ছিল৷ যাই হোক আপনাদের ওয়েবসাইট প্রশংসার যোগ্য বলে আমার মনে হয়৷ যদিও জানি আপনারা এই বক্তব্য প্রকাশ করবেন না, আপনাদের থেকে আরো কিছু জানবার জন্য লিখলাম৷ আপনাদের কুশল কামনায়,'' সুহৃত বন্দোপাধ্যায়, বর্ধমান৷

‘অক্টোবর মাসের আমরা'

গত মাসে শ্রোতাবন্ধু রতন কুমার পাল কম করে হলেও বড় আকারের ১০টা ই-মেল, ৬/৭টা ভয়েসমেল এবং টেলিফোনও করেছেন বেশ কয়েকবার৷ প্রতিটি ই-মেলে অনুষ্ঠান, ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন এবং ছবিঘর সম্পর্কে মন্তব্য করেছেন, দিয়েছেন পরামর্শ ও প্রস্তাব৷ ফেসবুকেও করেছেন বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য৷ ই-মেল এবং ফেসবুকের সে সব মন্তব্য অনুষ্ঠানেও নেওয়া হয়েছে৷ গঠনমূলক সমালোচনা ও মতামত জানানো ভয়েসমেলগুলোও অনুষ্ঠানে বাজিয়ে শোনানো হয়েছে৷ যাঁরা নিয়মিত ‘ইনবক্স' শোনেন তাঁরা অবশ্যই এগুলি শুনে থাকবেন৷ লম্বা ই-মেলগুলোর কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে৷

Pakistan Malala Yousufzai Foto

বিশ্বের মানুষের সহানুভূতি পেয়েছেন মালালা ইউসুফজাই

‘‘ডয়চে ভেলের সবাইকে জানাই শিউলি ফুলের শুভেচ্ছা৷ অক্টোবর মাসে অনুষ্ঠানে থেকে রামুর ঘটনা, ক্যান্সার ও ডায়বেটিস সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি৷ আফগান মহিলা মালালা ইউসুফজাই, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও নোবেল প্রাইজ প্রাপ্তদের নিয়ে পরিবেশনা প্রসংশনীয়৷

‘‘বাংলাদেশে বার্ড ফ্লু'র প্রভাব নিয়ে আরো বেশি করে সংবাদ থাকা প্রয়োজন ছিল৷ তবে গরুর হাটের প্রচারের প্রয়োজন ছিল না৷ এর থেকে বরং সাধারণ মানুষ কিভাবে উৎসবে সামিল হয়েছেন, তাঁদের সুবিধা-অসুবিধার কথা স্থান পেলে ভালো হতো৷

‘‘তবে ছবিঘরের ছবিগুলো দারুণ প্রশংসার দাবি রাখে৷ নানা বিষয়ের ওপর সংগৃহিত ছবিগুলো এক অমূল্য সম্পদ৷ তাই আকর্ষণীয় ওয়েবসাইট ভিজিট করছি, উপভোগ করছি অনুষ্ঠানও৷

‘‘২রা অক্টোবরের ক্যাম্পাস পর্বটি ছিল খুবই তথ্যবহুল৷ জার্মানিতে বিদেশিদের পড়াশোনা বিষয়ে বিশ্লেষণধর্মী এই পরিবেশনাটি খুব ভালো লেগেছে৷ এতে অনেকেই উপকৃত হবেন৷ অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে ইউটিউব বন্ধ করা নিয়ে আলোচনা ভালো লেগেছে৷ আন্তর্জাতিক রাজনীতির খবরে সিরিয়া সম্পর্কে অ্যামেরিকার দৃষ্টিভঙ্গি ছিল খুবই জরুরি খবর৷

Internationale Austauschstudenten HHL Leipzig

জার্মানিতে বহু বিদেশি ছাত্র-ছাত্রী পড়াশুনা করেন

‘‘খেলাধুলার খবরে বুন্দেসলিগা, স্প্যানিশ লা লিগার খবর এবং ছবিগুলো ছিল অসাধারণ৷ তবে খেলার খবরে টি২০ বিশ্বকাপের কোনো খবর রেডিও বা ওয়েবসাইটে থাকে না – এটা সুবিচার নয়৷

‘‘১১ই এবং ১২ই অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী সম্পর্কে অনেক খবর পেলাম৷ দু'বেলা অনুষ্ঠান শুনছি, ওয়েবসাইট দেখছি আর ফেসবুকে কমেন্ট করছি৷''

বন্ধুরা, অনুষ্ঠানে সীমিত সময়ের কারণে পুরো চিঠি বা লম্বা আকারে জানানো মতামত পড়া সম্ভব হয়ে ওঠে না৷ কিন্তু আমাদের ওয়েবসাইটে জায়গার অভাব নেই, সবগুলো ই-মেলই হয়ত দেওয়া যেত৷ কিন্তু শ্রোতাবন্ধু রতন কুমার পাল ল্যাটিন অক্ষরে লেখার কারণে তা সম্ভব হলো না৷ আগামীতে যাঁরা সরাসরি বাংলায় মতামত জানাবেন, সেগুলো তুলে দিতে আমাদের সত্যিই অনেক সুবিধা হবে৷

অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ পত্র' লেখক দক্ষিণ দিনাজপুরের বন্ধু রতন কুমার পালকে আমাদের সবার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ৷

আরও যাঁরা মতামত জানিয়েছেন তাঁদের সবাইকেও ধন্যবাদ৷

নির্বাচিত প্রতিবেদন