ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ | পাঠক ভাবনা | DW | 21.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ

ক্ষমতাসীন সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে৷ বিরোধী দল একমাস আগে ২৫শে অক্টোবর ঢাকায় সমাবেশ ডেকেছিল৷ আর এবরা, ক্ষমতাসীন সরকারও বিরোধী দলের প্লাটা সমাবেশ ডেকেছে ঐ একই দিন!

এভাবে সরকার নিজেই রাজনৈতিক কোন্দল সৃষ্টি করতে পাল্টা সমাবেশ ডেকেছে৷ শুধু তাই নয়, এখন আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে সরকার! এভাবেই লিখেছেন বন্ধু নবী নেওয়াজ, বাংলাদেশ থেকে৷

তিনি লিখেছেন, সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি তাঁর ভাষণে নতুন কিছু বলেন নাই! প্রধানমন্ত্রী অতি মাত্রায় আবেগপ্রবণ ছিলেন, কারণ দিনটা ছিল ছোটভাই শেখ রাসেলের জন্মদিন! এত আবেগ নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নেওয়া যায় না!! আসলে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রী ও সাংসদরা ভয় পাচ্ছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে৷

পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র রক্ষায় পদক্ষেপ শিরোনামের লেখাটি পরলাম৷ এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ৷ বিধান চন্দ্র টিকাদার,গুলশান, ঢাকা থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন