‘‘তৃতীয় মাত্রা সেরা টক শো'' | পাঠক ভাবনা | DW | 24.10.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘তৃতীয় মাত্রা সেরা টক শো''

বাংলাদেশের প্রথম এবং জনপ্রিয়  টক শো ‘তৃতীয় মাত্রা' সম্পর্কে প্রশংসাসহ নানা মন্তব্য উঠে উসেছে  ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ সকলেরই এক কথা– খুবই জনপ্রিয় টক শো৷

যেমন পাঠক সালাউদ্দিন লিখেছেন, ‘‘বাংলাদেশের গণতন্ত্রের দুঃসময়ে জিল্লুর রহমানের মতো সঞ্চালককে দেশের প্রয়োজন৷''

আর কাজি ফিরোজ লিখেছেন, ‘‘জিল্লুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকই থাকেন, নিজে কোনো আলোচককে বিব্রতকর প্রশ্ন করেন না৷ এটা তাঁর সব চাইতে বড় গুণ৷''

আজিজুল ইসলাম সজীবের মতে  জিল্লুর রহমান  টক শো সঞ্চালকদের মধ্যে অন্যতম সেরা৷ তিনি কারো পক্ষ না নিয়ে টকশো সঞ্চালনা করেন৷ তিনি দর্শকদের আস্থা অর্জন করেছেন৷

তবে বিষ্ণু রায়ের মত একটু ভিন্ন, তিনি মনে করেন,  ‘‘কথাটা ভুল, আমি মনে করি  কথা কম বলবেন তো আপনার উপরে অন্যদের কথা বলার সাহস আরো বেড়ে যাবে৷''

মো.শাকিল হোসেনের মতে,তৃতীয় মাত্রা তাঁর দেখা সেরা টক শো৷

তুষার ইমরান এবং ইয়াসমিন আলমও মনে করেন  তৃতীয় মাত্রা খুব ভালো টক শো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী