‘ধর্ষণে পাকিস্তান, ভারত আর বাংলাদেশ প্রায় একই অবস্থায়' | পাঠক ভাবনা | DW | 17.04.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক মতামত

‘ধর্ষণে পাকিস্তান, ভারত আর বাংলাদেশ প্রায় একই অবস্থায়'

ভারতে মাত্র ৮ বছরের এক শিশুকন্যার গণধর্ষণের ঘটনাটি জানার পর একজন পাঠক ডয়চে ভেলের ফেসবুক পাতায় জানতে চেয়েছেন,‘‘এভাবে আর কত নারী ও শিশু ধর্ষণের শিকার হবে?'' আরো অনেক পাঠকই এ বিষয়তে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাঠক মারুফ মনে করেন, স্বাধীনতা ছাড়া কোনো উপায় নেই কাশ্মীরীদের৷মোহাম্মদ রহিমও চাইছেন কাশ্মীর স্বাধীন হোক৷ তাঁর প্রশ্ন, ‘‘এভাবে আর কত নারী ও শিশু ধর্ষণের শিকার হবে?'' অন্যদিকে সাগর আহমেদ মনে করেন, ভারতে একরম সবকিছুই সম্ভব৷তিনি ধর্ষকদের কুকুরের চরিত্রের সাথে তুলনা করে লিখেছেন, ‘‘এদেশে অনেক কুকুরের বসবাস৷''

তবে প্রতিনিয়ত এরকম ধর্ষণের ঘটনা ঘটায় পাঠক মোহাম্মদ আলী খুবই আতঙ্কিত৷ খুবই হতাশ কাজল ইসলাম৷ তিনি মনে করেন, এসব ব্যাপারে বলার কেউ  নেই৷ 

 মাত্র ৮ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করার মতো ঘটনা শুধু ভারতের মতো দেশেই সম্ভব বলে মনে করেন আবদুল্লাহ আল হাসান৷ 

তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আলী হোসেন লিখেছেন, ‘‘ধর্ষণের দিক দিয়ে পাকিস্তান, ভারত আর বাংলাদেশের অবস্থা একই রকম নোংরা৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী 

 

নির্বাচিত প্রতিবেদন