ধর্ষণের কারণ সম্পর্কে পাঠকরা যা বললেন... | পাঠক ভাবনা | DW | 06.06.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ধর্ষণের কারণ সম্পর্কে পাঠকরা যা বললেন...

প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে৷ কারণ খুঁজতে গিয়ে অনেকে বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্যও করেন৷ ধর্ষণের জন্য মেয়েদের ছোট পোশাককেও দায়ী মনে করেন কেউ কেউ৷অনেক পাঠকই মনে করেন ধর্ষণের জন্য মূলত বিকৃত মানসিকতাই দায়ী৷

আশরাফুল হক পুরোপুরি নিশ্চিত যে, ছোট পোশাক পরার কারণেই এত ধর্ষণের ঘটনা ঘটছে৷ তার মতে, একজন যুবতীকে খোলামেলা পোশাকে দেখলে পুরুষরা আকৃষ্ট হবেই৷

তবে পাঠক আমিনুল ইসলাম শাহিন ফেসবুক পাতায় লিখেছেন ‘‘ধর্ষণ বলিতে কিছু নাই, বিজ্ঞানের সকল আবিস্কার এবং সকল ধর্মের ফতোয়া ও সমাজের অনুসাশনগুলোই ধর্ষণের মূল কারণ৷''

‘‘আংশিক গবেষণার ফলাফল আপনাদের এই রিপোর্ট, তবে আপনাদের চেষ্টা খারাপ ছিল না৷'' ছোট পোশাক পরা সম্পর্কে ডয়চে ভেলে থেকে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে এই মন্তব্য পাঠক জাবেদ চৌধুরীর৷

আর ইয়াসিন আরাফাত বলছেন, ‘‘ছোট পোশক পরাই ধর্ষণের আসল কারণ নয়৷ মানসিকতা বড় জিনিস, তাছাড়া সম্মানবোধ এবং শালীন দৃষ্টিভঙ্গি খুব দরকার৷''  পাঠক মোস্তাফিজ মোল্লাও এ ব্যাপারে  ইয়াসিন আরাফাতের সাথে একমত পোষণ করেন৷

তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সুদীপ ঘোষ মনে করেন ধর্ষণের জন্য কিছু পুরুষের মানসিকতা এবং কিছু নারীর সংক্ষিপ্ত পোশাক দুটোই দায়ী৷ তাঁর মতে, ‘‘এটাকে (ছোট পোশাক) একদম এড়িয়ে যাওয়া যায় না, তবে মানসিকতাও এর জন্য দায়ী৷''

অন্যদিকে ধর্ষণের জন্য নাতিশীতোষ্ণ এলাকার আবহাওয়াকে দায়ী করছেন তানভীর রায়হান যুবরাজ৷

ধর্ষণ রোধে আনিসুর রহমানের পরামর্শ– ‘‘শরীর এমনভাবে ঢেকে রাখা দরকার যেন কারো সেরকম চিন্তা মাথায় না আসে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

 

নির্বাচিত প্রতিবেদন