নতুন পোপকে অভিনন্দন! | পাঠক ভাবনা | DW | 14.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নতুন পোপকে অভিনন্দন!

নতুন পোপ আর্জেন্টিনার কার্ডিনাল হর্খে মারিও ব্যার্গোগলিও-র নির্বাচনের খবর, সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোয়াঁ বের হওয়ার খবর প্রথম ডয়চে ভেলের ইংরেজি ওয়েবসাইট থেকে পেলাম৷

পোপ নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরে ‘পোপ নির্বাচনের পর যা কিছু হয়' শিরোনামে প্রতিবেদনটি থেকে অজানা তথ্য জেনে ভালো লাগলো৷ এই সব তথ্য এতদিন তো আমাদের জানা ছিল না৷ ধন্যবাদ ডয়চে ভেলে৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের পেজে নতুন পোপ নির্বাচনের খবর নিয়ে প্রতিবেদনটি ‘হাবেমুস পাপাম' ( উই হ্যাভ দি পোপ) দেখতে পেলাম৷

বলতে কোনো দ্বিধা নেই কী অসাধারণ একটি ছবির তথ্যসহ প্রদর্শনী ‘ফিরে দেখা – ডাকে আসা চিঠির যুগ' আমাদের সামনে তুলে ধরা হল৷ সুন্দর ভাবনা চিন্তার মাধ্যমে ফুটিয়ে তোলা এই অনবদ্য প্রয়াস অনেক দিন মনে থাকবে৷ কিছুক্ষণের জন্য হলেও আবার সেই পুরানো দিনে ফিরে গেলাম, যখন হাতে লেখা চিঠির মধ্য দিয়ে মনের কথা ডয়চে ভেলের কাছে পৌঁছে দিতাম৷ নতুন প্রযুক্তি হাতের নাগালের মধ্যে হলেও ইচ্ছা থাকলে এখনো আমরা চিঠি মারফত মনের কথা জানিয়ে দিতে পারি নাকি? সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

প্রিয় সুভাষ চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে প্রতিদিনই আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর জন্য৷ আশাকরি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে৷ অন্য পাঠক বন্ধুদের কাছে থেকেও আমরা মতামত চাইছি৷ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন