নতুন বছর শুভ হোক | পাঠক ভাবনা | DW | 30.12.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নতুন বছর শুভ হোক

সেতুবন্ধ ডি-এক্সিং ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে ই-মেলে শেখ জিয়াউর রহমান লিখেছেন নতুন বছরের আন্তরিক শুভ কামনা থাকলো বাংলা বিভাগের সবার জন্য৷

ডয়চে ভেলে পরিবারে আগে ছিলাম, ভবিষ্যতেও থাকার আন্তরিক অঙ্গীকার করছি৷

লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, ঘোড়াদইর, গোপালগঞ্জ থেকে বিএম ফয়সাল আহমেদও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন৷ রেডিও লিসনার্স ক্লাব, পুরান তাহিরপুর রাজশাহী থেকে প্রফেসর সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, নতুন বছরে সবার শুভ কামনা করছি৷ তিনি আরো জানিয়েছেন সকাল ও রাত দু'বেলার অনুষ্ঠানই ভীষণভাবে উপভোগ করছেন৷

নববর্ষ সবার জীবন যেন সব সময় আনন্দে ভরে থাকে এই কামনায় করছেন মো. সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব,চাঁদনী বাজার, বগুড়া থেকে৷

গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহূনী, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সালাউদ্দিন ডলার পুরনো দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে নতুন স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন৷ শ্রোতাবন্ধু ডলার ২০১২ তে ডয়চে ভেলে তথ্যমূলক, শিক্ষণীয় ও বিনোদনমূলক অনুষ্ঠান আশা করছেন৷

ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, কুষ্টিয়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রশীদ চৌধুরী লিখেছেন ৩১শে ডিসেম্বর রাতে ক্লাবের সবাই একত্রিত হয়ে নতুন বছরকে স্বাগত জানাবেন আর ১লা জানুয়ারি তাদের ক্লাবের এক যুগ পূর্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন৷

দক্ষিণ দিনাজপুর থেকে শ্রোতাবন্ধু রতন কুমার পাল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন৷

নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়েছেন, এসএম আনোয়ার কবির, কম্পিউটার অপারেটর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক৷ হবীগঞ্জ সিলেট থেকে রিয়াজুল হক৷ হাট শিমলা, বর্ধমান থেকে শ্রোতাবন্ধু প্রদীপ বসাক৷ রাজশাহী থেকে ইসমাইল হোসেন৷

নন্দনগাছী , রাজশাহী থেকে আশফাকুল আলম৷ সোনাপুর, কলকাতা থকে শুভ নববর্ষ কামনা করেছেন শ্রোতাবন্ধু খোকন নস্কর৷ নন্দন বেতার শ্রোতাসংঘ, ফরিদপুর থেকে আফজাল আলী খান৷

ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি-শুভেচ্ছা-ভালোবাসা৷ সাত্যকী সরকার, সিদ্ধার্থ, চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

মান্দা, নওগাঁ থেকে মো.ফিরোজ৷ এস,এম,আবদুল্লাহ রানা, সুজানগর, পাবনা৷ মাহফুজ, ঝাকুনীপাড়া কুমিল্লা৷ আল -হাসান সরকার, রংপুর৷ কে এম মারুফ, ঢাকা৷

আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা৷ শামীম আহমেদ, রংপুর৷ মিজানুর রহমান , আবদুল মান্নান, সিরাজগঞ্জ৷ আবদুর রাজ্জাক, ছাতিনগ্রাম, বগুড়া৷ দেওয়ান রফিকুল ইসলাম, পাটালীর মোড়, নওগাঁ৷ শ্যামল কুমার পাল, সিলেট থেকে৷ এছাড়াও আরো অনেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে৷

সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

২০১২ সালের প্রতিটি দিন আমাদের শ্রোতা ও পাঠক বন্ধুদের শান্তিতে কাটুক, আনন্দে কাটুক এবং ডয়চে ভেলের সঙ্গে কাটুক - বাংলা বিভাগ৷

ইন্দোনেশিয়ায় সুনামীতে অনেক লোক মারা যায়৷ বড়দিন উপলক্ষে আশিয়া শহরে অনেক লোক মৃত স্বজনদের প্রতি সমবেদনা জানাতে উপস্হিত হয়েছেন৷ তাদের মধ্যে আলিয়া ও ওয়াতির কাহিনী খুব ভাল লাগল৷ রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ উপলক্ষে বিশেষ পর্বে, তার গল্পে ও কবিতায় নদী বারবার এসেছে৷ বিশেষ পরিবেশনাটি খুব ভাল লাগল৷ সারা বছরে চিকিত্‍সা ক্ষেত্রে যে সব ঘটনাবলি ঘটেছে তার বিবরণও শুনলাম৷ অনুষ্ঠান যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি৷ যেন অভ্যাসে পরিণত হয়েছে৷ সে জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আসাদুল ইসলাম, গ্রামীণ নীট ওয়ার লিমিটেড, গণক বাড়ি, সাভার, ঢাকা৷

আন্তরিকতাপূর্ণ প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আশা ও বিশ্বাস ভাল আছেন সকলে৷ গত কয়েকদিন আপনারা ওয়েবসাইটে আপনাদের মতামত কলাম আপডেট করেন নাই৷ এমনকি সাপ্তাহিক ছবি খুঁজুন পুরস্কার জিতুন পর্বেও বিজয়ী শ্রোতাবন্ধুর নামও লিপিবদ্ধ করেন নাই৷ আমরা যে কয়মাস ওয়েবসাইট নিয়মিত দেখে আসছি এমনটি কখনও নজরে পড়ে নাই৷ কেন এমনটি হলো ? জানতে ইচ্ছা করছে, জানাবেন কি ? ভাল থাকুন সকলে৷ ধন্যবাদান্তে ডা. বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রাণী ঘোষ, সন্ধ্যা মেমোরিয়াল ডিএক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷

রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম বার্ষিকীর ধারাবাহিক পরিবেশনায় রবীন্দ্রনাথের লেখায় নদীর বর্ণনা সম্পর্কে জানলাম৷ হেল্থলাইন পর্বে চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো খবর জানলাম৷ আমাদের ক্লাবের মাইকেল হালদার, বিকাশ ভট্টাচার্য্য, কৃষ্ণপদ বাইন, শম্পা রানী বালা সহ অনেকে ২৭ তারিখের সকালের অনুষ্ঠান শুনেছেন বলে ফোনে খবর পেলাম৷ খুলনা থেকে সম্প্রচারিত এফএম তরঙ্গের অনুষ্ঠান গোপালগঞ্জ থেকে রাতের চেয়ে সকালে ভালো শোনা যায়৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ছুটির কথা শুনলাম৷ ছুটি মিত্র৷ অসাধারণ৷ ‘বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়' কবিগুরুর এই অমোঘ বাণীকে পাথেয় করে এ এক অবিশ্বাস্য স্বপ্নসাধন৷ মার্কিন মুলুকে হিউম্যান রিসোর্সের মতো জীবিকায় সফল হওয়া! সত্যি কষ্টকল্পিত ভাবনার বাস্তবায়ন৷ সাবাস ছুটি৷ সোমা চৌধুরী সরকার, জিয়াগঞ্জ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক