নরওয়েতে শোকের ছায়া | পাঠক ভাবনা | DW | 25.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নরওয়েতে শোকের ছায়া

প্রতিবেদনটি পড়লাম৷ এ ধরনের হত্যালীলার নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছিনা৷ নিহতের পরিজনদের জানাই সমবেদনা৷ হামলাকারী যে ধর্মেরই হোক না কেন তার চরম শাস্তির ব্যবস্থা করতে হবে৷

মনে রাখতে হবে মানুষ হত্যাকারী সন্ত্রাসবাদীদের কোন ধর্ম থাকতে পারেনা৷ তারা ধর্মের নামে কলঙ্ক৷ বালুর ঘাট, দক্ষিণ দানাজপুর থেকে জানিয়েছেন শ্রোতাবন্ধু বিধান সান্যাল৷

রগড়া, পশ্চিম মেদিনীপুর থেকে আমি সৌতিক হাতি৷ আজ আমার ২৩তম জন্মদিন৷ অনেক ঘাত প্রতিঘাত কাটিয়ে একটু একটু করে জীবনটা সাজিয়ে তুলছি৷ আমি ইংরেজিতে অনার্স নিয়ে পড়ছি৷ সাফল্যের সাথে যেন পাশ করতে পারি সেজন্য আপনারা আশীর্বাদ করবেন৷ আমার জন্মদিনে আপনাদের সবার নিমন্ত্রণ রইলো৷

ইনবক্স-এর সময় বাড়ানোর জন্য ধন্যবাদ৷ আপনাদের ওয়েবসাইট নিয়মিত দেখছি৷ খুব আনন্দ পাচ্ছি৷ আমি আমার ফেইসবুক অ্যাকাউন্টে শ্রোতাসংঘের কিছু ছবি দিয়েছি, দেখার জন্য অনুরোধ রইল৷

কবিগুরুর সার্ধশত বর্ষ উপলক্ষ্যে ধারাবাহিক পরিবেশনা অত্যন্ত সময়োপযোগী ও জ্ঞানগর্ভ৷ তারপর মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার জন্য বিশিষ্ট বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎকার সময়োপযোগী ও মনোমুগ্ধকর৷ এই বিশেষ পরিবেশনাটি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷ কারণ আমিও একজন গর্বিত মুক্তিযোদ্ধা৷ আপনাদের এ দু'টি বিষয় নিয়ে যে বিশেষ পরিবেশনার ব্যবস্থা করছেন তা অত্যন্ত সফলদায়ক৷ এজন্য আপনারা পুরস্কার পাওয়ার অধিকারী৷ ই-মেইলটি প্রাপ্তি স্বীকার করলে আমি খুশি হব৷ আপনাদের শুভ কামনায়, তুষার রায় রনি, কচুয়া, বাগেরহাট থেকে৷

নাক ডাকা নিয়ে পরিবেশনাটি খুব ভালো লাগলো এবং অনেককিছু জানতে পারলাম, ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ অমিত বসু, ঘোষনগর, তালা, সাতক্ষীরা থেকে জানিয়েছেন একথা৷

আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেককিছু জেনে জ্ঞানের পরিধি বাড়াতে পারছি৷ জানতে পারছি বিভিন্ন দেশের রাজধানীর নাম৷ রাষ্ট্রপ্রধানদের নাম৷ আরো জানতে পারছি বিভিন্ন দেশের সংস্কৃতি৷ গতকাল নাক ডাকা নিয়ে পরিবেশনাটি খুবই ভালো লেগেছে৷ লিখেছেন পরেশ চন্দ্র দাস, বসুন্ধরা, রায়নগর, সিলেট থেকে৷

আপনাদের পুরনো এবং নিয়মিত শ্রোতা৷ আমাদের এলাকায় আরও অনেকে নিয়মিত ডয়চে ভেলের অনুষ্ঠানের শ্রোতা আছেন৷ আমরা ঠিক করেছি একটি রেডিও ক্লাব গঠন করবো৷ ডয়চে ভেলে ফ্যান ক্লাব গঠনের নির্দিষ্ট নিয়ম থাকলে আমাদের তা জানাবেন৷ রাফী মো. নাজমুস সা'দাৎ, নাচোল, চাপাইনবাবগঞ্জ থেকে৷

বৃহত্তর শ্রোতা স্বার্থে ইনবক্স রাতে প্রচারিত হোক-লিখেছেন চৈতালী সরকার, জিয়াগঞ্জ থেকে৷

অনুষ্ঠানে এই প্রজন্ম বাদ দেয়া মোটেও ঠিক হয়নি, আশাকরি আবার পর্বটি প্রচার করবেন৷ শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল, পলাশ বাড়ী, গাইবান্ধা থেকে৷

শিল্পোন্নত দেশগুলিতে শতকরা ৫০ জন পুরুষ আর ৩০ জন মহিলা নিয়মিত নাক ডাকেন ঘুমের সময়ে৷ তাঁদের মধ্যে জটিল নিঃশ্বাসের সমস্যায় ভোগেন ২০ শতাংশ পুরুষ আর ১০ শতাংশ মহিলা৷ এর প্রতিকারে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়াটা জরুরি৷ ঘুমের আগে কোন অবস্থাতেই অ্যালকোহল পান না করা দরকার এবং সেইসঙ্গে চিকিৎসা তো বটেই ! প্রতিবেদনটি খুবই সুন্দর, ভালো লাগলো৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান, ভারত৷

মিডিয়াম ওয়েভের শ্রোতাদের ইনবক্স থেকে বঞ্চিত করা হলো কেন? লিখেছেন অজয় সরকার, বর্ধমান থেকে৷

আসন্ন ড. মনমোহন সিং এর বাংলাদেশ সফর উপলক্ষ্যে আমাদের আকুল আবেদন আমাদের মৃত পদ্মা নদীতে একটু পানি দিন৷ আমাদের বর্তমান সরকার এবং ভারত সরকারের মধ্য সুসম্পর্ক আছে৷ আমরা আশা করছি এখন এটা সম্ভব হবে৷ ডা.মোশাররফ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক