‘নারীর অবস্থান যা ছিল তেমনই আছে, শুধু রূপক বদলেছে' | পাঠক ভাবনা | DW | 13.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নারীর অবস্থান যা ছিল তেমনই আছে, শুধু রূপক বদলেছে'

‘বিজ্ঞান ডটকম পর্বে' টাইটানিকের অসাধারণ উদ্ধার পরিকল্পনা নিয়ে তথ্যবহুল প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ নিয়মিত নিউজলেটার পড়ে ও ওয়েবসাইট দেখে অনেকটা সময় কাটিয়ে দিতে পারছি৷

গতকাল রাতের অনুষ্ঠানে চাঁদপুরের বীর নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সাক্ষাৎকারে তাঁর সে সময়ের সাহসের এবং বর্তমান সময়ের অনেক কথা শুনে ভালো লাগলো৷

ক্যাম্পাস পর্বে আফ্রিকার মানুষদের কর্মদক্ষতা ও প্রশিক্ষণের অভাব সম্পর্কে জানলাম৷ লিখেছেন ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত ‘মোনালিসা' পর্বে মুক্তিযোদ্ধা সাহসী নারী ডা. সৈয়দা বদরুন নাহারের কথা শুনলাম৷ পরিবেশনাটি খুব ভালো লাগলো৷ রাইসুল ইসলাম রাসেল, খটখটিয়া, রংপুর থেকে জানিয়েছেন ই-মেলে৷ আর পোস্ট কার্ডে রাজশাহীর টাঙ্গন গ্রাম থেকে মো. আবদুল মান্নান সরাকার লিখেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে ডয়চে ভেলে থেকে প্রচারিত ফিচার পর্বগুলো খুব ভালো লাগে৷ তাই ডয়চে ভেলের কর্মীদের অনেক অনেক ধন্যবাদ৷ আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা৷ আমি ডয়চে ভেলে বেতারের একজন নিয়মিত শ্রোতাও৷

‘সারা বিশ্বে ২১৫ মিলিয়ন শিশুশ্রমিক' এই প্রতিবেদনটি আমার কাছে খুব ভালো লাগলো৷ শিশুদের যেভাবে কাজ করানোর কথা, সেটা কার কাছে তলব করবো? পরিবার না সমাজ? এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিৎ সে সম্পর্কে একটি প্রতিবেদন ডয়চে ভেলে থেকে আশা করছি৷ মধুমিতা ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, ঝাঁউগ্রাম, বর্ধমান থেকে ই-মেলে লিখেছেন৷

‘এ ক্রাই ইন দ্য ডার্ক – চেম্বারলেইনের কাহিনী' উল্লেখিত প্রতিবেদনটির ২য় প্যারার ২য় লাইনে পড়লাম প্রায় তিন শতক ধরে মামলা চলছিল৷ আর আগের লাইনে ৩২ বছর পর মামলার ফল... সঠিক কোনটা? ? ? আশিক ইকবাল টোকন রাজশাহী থেকে জানতে চেয়েছেন৷

‘স্বাধীনতার চার দশক পর বাংলাদেশে নারীর অবস্থান' ডয়চে ভেলের ওয়েবসাইটে এই প্রতিবেদনটি পড়ে সিলেট থেকে মো.সাইফুল আল আমিন লিখেছেন, ‘‘চার দশকে বাংলাদেশে নারীর অবস্থান জানতে আমাকে বুদ্ধিজীবী হতে হবেনা৷ আমি মনে করি, চার দশক আগে নারীর অবস্থা যা ছিল এখনও তেমনই আছে৷ আগে যেমন নারীদের ধর্ষণ করা হতো এখন করা হয় বরং এখন তা আরও বেড়েছে৷ নারী নির্যতন এখনও আগের মতোই প্রকট৷

শিক্ষার হার যা বেড়েছে তা কিন্তু মুক্তির পথ নয়, বরং এখন নারীরা লেখাপড়া করে ভালো একটা স্বামীর জন্য৷ আর নাটক, বিজ্ঞাপণ বা প্রাইভেট চাকরিতে নারীরা যেভাবে নিজেকে উপস্থাপন করে, তাতে মনে হয় নারীরা মানুষ নয় কোনো পণ্য৷

আসলে দু'একজন মহিলা এভারেস্ট জয় করলো আর একটা সুলতানা কামাল লেকচার দিল – তাতে যে নারীরা এগিয়ে গেল, এটা মনে করা বদ্ধ বোকামি৷ নারীরা আগে যেমন ছিল, এখনও তেমনই আছে৷ শুধু রূপক বদলেছে, মানসিকতা আরো নীচে নেমে গেছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ