নিরীহ মানুষ হত্যা বন্ধ করুন! | পাঠক ভাবনা | DW | 01.03.2021
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নিরীহ মানুষ হত্যা বন্ধ করুন!

‘‘যারা মানুষের বৈধ বাকস্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে রাস্তায় নামতেই হবে,’’ লেখক মুশতাক মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্রজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-এর ভিডিওটি দেখে মন্তব্যটি করেছেন৷

বেশিরভাগ দর্শকই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পক্ষে মত জানান৷

পাঠক মিঠুন মনে করেন, নিরাপত্তার নামে ডিজিটাল আইন মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে৷ তাকে সমর্থন করেছেন মীর গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার রাকিব হাসান, হাফিজুর রহমান, মিজানুর রহমানসহ অসংখ্য দর্শক৷ তবে নাজমুন নাহার শোভা আন্দোলনকে সমর্থন না করলেও কালো আইন বাতিলের পক্ষে৷

দর্শক আমির হামজা মাসরুর মনে করেন, দেশের সব পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়া জাতি দ্বারা কখনো বিপ্লব ঘটানো যায় না৷ তিনি বলছেন, ‘‘একটি দেশের ভাগ্য নির্ভর করে ওই দেশের যুবসমাজের ওপর তাই তিনি অন্যায় অবিচার রুখতে যুবসমাজের এগিয়ে আসতে হবে৷ এদেশের তরুণ সমাজ সেই ৫২ সাল থেকে রক্ত দিচ্ছে, আর নয়! আপনার হেইট স্পিচ বন্ধ করুন, জনগণকে শান্তিতে বাঁচতে দিন৷’’

হোসনে মোবারক কানন বলছেন, একতাই শক্তি, এখন আমাদের সে সময় এসেছে, আমরা লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার চাই৷

মারুফ কামাল খান বাম ছাত্রজোটকে সমর্থন করে লিখেছেন, প্রতিবাদী তারুণ্যের পক্ষে আছি৷ দর্শক মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, ‘‘মত প্রকাশের স্বাধীন চিন্তকদের বাকস্বাধীনতা রক্ষায় সরকারকে আরও বেশি সহনশীলতা আচরণ দেখাতে হবে৷ সরকার যে-কোন ভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে৷ সুতরাং কিছু বিষয়ে ছাড় দিতে কোন সমস্যা নাই৷’’

কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর সঠিক তদন্ত নিয়ে হতাশ শাহাবুদ্দিন তুহিন৷ তিনি বলছেন, সঠিক তদন্ত হবে বলে মনে হয় না, আর বিচার তো হাত পা বন্দী৷ নঈম উদ্দিনের মন্তব্য, ‘‘মানুষের বৈধ বাকস্বাধীনতা কেড়ে নিতে চায় ওদের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতেই হবে৷’’

বাম ছাত্রজোটের প্রতিবাদের সফলতা কামনা করেছেন ফরিদুল ইসলাম, মো.আলাউদ্দিনসহ অনেকে৷ বাবুল হাসানের স্লোগান, জাগো ছাত্র সমাজ গণতন্ত্র রক্ষা করো৷

দেশে এখন পুলিশ বাহিনীর অবস্থান দেখে শ্রাবন রাজীবের কাছে নাকি মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগে গেছে৷

ডয়চে ভেলের পাঠক জুয়েল আহমেদ সকল বাংলাদেশিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, ‘‘নিরীহ মানুষ হত্যা বন্ধ করুন! জেগে উঠুন সবাই, আমাদের প্রতিবাদ করার অধিকার আছে৷’’

প্রতিবাদ মিছিলে পুলিশের ভূমিকা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পাঠক মকবুল হোসেন৷ তিনি লিখেছেন, ‘‘নৈশ ভোটের সরকারের জনপ্রিয়তা তলানিতে বিন্দু পরিমান সন্দেহ নেই৷’’

মোহাম্মদ আবু তালহা মনে করেন বর্তমান সরকার আন্দোলনের ভয়ে আতঙ্কিত তাই পুলিশ বাহিনী লেলিয়ে জনতার কন্ঠ চেপে ধরছে৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত লাইভ ভিডিও গুলোর জন্য ধন্যবাদ দিয়েছেন মো. মিজানুর রহমান, মো. রফিকসহ অনেকেই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন