নেকড়েরা আবার ফিরে আসছে | পাঠক ভাবনা | DW | 31.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নেকড়েরা আবার ফিরে আসছে

গতকাল প্রচারিত হেল্থলাইন পর্বে মাশরুমের উপকারিতা ও এর ভেষজগুণ বিষয়ে বিস্তারিত বিবরণ পেলাম, ভাল লাগল৷ এ বিষয়ক গবেষণার অগ্রগতি কামনা করি৷

এছাড়া জার্মানিতে নেকড়ের আবার ফিরে আসা বিষয়ক প্রতিবেদনে নেকড়ের মত বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর পরিবেশের ভারসাম্য রক্ষায় সুদিনের আগাম বার্তা জানিয়ে দিল৷ বিলুপ্তপ্রায় প্রাণীকুলের ফিরে আসার ফলে মানুষ ও বন্যপ্রাণী যেন অনাবিল শান্তিতে বসবাস করতে পারে সেই সুদিনের প্রত্যাশায়-চন্দন কুমার দে ও তুষার কুমার দে, কপিলমুনি, খুলনা থেকে৷

রোগ নিরাময়ে ছত্রাকের ভুমিকা নিয়া পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো জানিয়েছেন ফয়সাল আহমেদ৷

শিবপুর, দৌলতপুর, দিনাজপুর থেকে নতুন বন্ধু আসাদুল ইসলাম লিখেছেন স্মার্ট ফোন সম্পর্কে পরিবেশনাটি খুব ভালো লাগলো৷ ফোনে সহজে মানব দেহে বিভিন্ন রোগ পরীক্ষা করা যাবে জেনে খুশি হলাম৷ বন্ধু আসাদুল ইসলামের অভিযোগ আপনার এসএমএস নাকি পড়া হয়না৷

- এই যে আজ পড়া হলো৷ মাঝে মাঝে উত্তর দিতে একটু সময় লেগে যায় সেজন্য মন খারাপ করবেন না বন্ধুরা, আবারও লিখবেন কেমন৷

হেল্থলাইন পর্বে মাশরুমের কার্যকারিতা ও এর উপর গবেষণা সম্পর্কে তথ্য জানলাম৷ জার্মানিতে নেকড়ের ফিরে আসা নিয়েও খবরটি খুব ভালো লাগলো৷ এছাড়া ৩০ তারিখ রাতের প্রচারিত সবকিছুই খুব ভালো লেগেছে৷ জানিয়েছেন বিধান চন্দ্র টিকাদার, জলির পাড়, গোপালগঞ্জ থেকে৷

রাতের অনুষ্ঠানে রেকর্ড সম্পর্কিত প্রতিবেদনটি শুনে ভাল লাগলো৷ তথ্য প্রযুক্তির যুগে ষাট ও সত্তর দশকের রেকর্ড বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় স্পর্শিত হচ্ছে তা সত্যিই অবাক ও বিস্ময়ের বিষয়৷ তবুও বিজ্ঞানের অগ্রযাত্রায় সবকিছু আজকাল সম্ভব হয়ে যাচ্ছে৷ আমরা সৌভাগ্যবান যে এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমরা জন্মগ্রহণ করেছি৷ ধন্যবাদান্তে সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক