পরিবেশ দূষণের কারণে মানুষ অতিষ্ঠ | পাঠক ভাবনা | DW | 18.04.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পরিবেশ দূষণের কারণে মানুষ অতিষ্ঠ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ সংক্রান্ত যে বিষয়গুলো ডয়চে ভেলের পাঠকদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে, তা তাঁরা ফেসবুক পাতায় তুলে ধরেছেন৷

‘‘আছি চট্টগ্রাম শহরে৷ সবচেয়ে বড় সমস্যা শব্দদূষণ৷ এই শহরের এক শতাংশ গাড়ি চালকও হর্ন বাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম মানে না'' পরিবেশ দূষণ সম্পর্কে এই মন্তব্যটি করেছেন পাঠক ফারুক ওমর৷ 

মশা, মাছি, ডাস্টবিনের দুর্গন্ধ, অপ্রতুল গলির রাস্তা, যানজট, অপরিকল্পিত শহরের ক্রমবৃদ্ধি এগুলোই চলমান সমস্যা৷  নোয়াখালীর পৌর শহর থেকে জানিয়েছেন ডয়চে ভেলের পাঠক আবদুল হামিদ৷

বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ এবং সেটা বিনাশ করার জন্যে অগ্নিসংযোগে প্রচুর ধোঁয়া এবং দুর্গন্ধ বের হয়৷ পাঠক মিয়া মামুন কিন্তু লেখেননি তাঁর বর্ণনার চিত্রটি কোন শহরের৷

‘‘গ্রামে বাস করি, কোনো ঝামেলা নোই'' আনন্দের সাথে মন্তব্যটি করেছেন পাঠক রুদ্র মুহাম্মদ নাহিদুল্লাহ৷ 

শহরে থাকায় জীবন কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন মানিক মোহাম্মদ৷ তিনি লিখেছেন, ‘‘একে তো প্রতিটি জিনিসের দাম অনেক বেশি, তার ওপর রাস্তায় প্রচুর জ্যাম৷''

পাঠক জয়ন্ত বড়ুয়া পরিবেশ দূষণের কারণে এতটাই বিরক্ত যে, তিনি সরকারের কাছে পাসপোর্ট আর ভিসা পেলে নাকি অন্য দেশে চলে যাবেন৷ 

‘‘আমি চট্টগ্রাম শহরে বসবাস করি৷ বাসে চলাচল করলে বোঝা যায় কত দূষণের মধ্যে আমরা আছি'' এই মন্তব্য মোহাম্মদ সেলিমের৷

আর আশিকুর রহমান হৃদয় জানিয়েছেনজেলা শহরে বাস করি৷ এখানে অতিরিক্ত ধূলাবালি, বায়ু দুষণ আর শব্দ দূষণ৷

 একমাত্র পাঠক বন্ধুরুদ্র মুহাম্মদ নাহিদুল্লাহ আনন্দের সাথে মন্তব্যটি করেছেন  ‘‘গ্রামে বাসকরি, কোন ঝামেলা নাই''৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী