‘পরোক্ষভাবে ধূমপায়ীদের ক্ষতিকারক দিক সম্পর্কে জানতে চাই’ | পাঠক ভাবনা | DW | 09.05.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘পরোক্ষভাবে ধূমপায়ীদের ক্ষতিকারক দিক সম্পর্কে জানতে চাই’

খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের সাথে আলাপচারিতা চমৎকার ছিল৷ সেজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷ আফজাল হোসেনের সাক্ষাৎকারটি ভালো লাগার কথা টাঙ্গাইল থেকে রুবেল হাসানও জানিয়েছেন৷

মোনালিসা পর্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধা খালেদা খানম মুক্তি আপার একান্ত সাক্ষাৎকার ভালো লেগেছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এমন সাক্ষাৎকার আরো শোনানোর অনুরোধ করেছেন খুলনা থেকে বিশ্বজিৎ কুমার মৃধা৷

মোনালিসা পর্বটি ভালো লাগার কথা জানিয়েছেন সেনহাতি, খুলনা থেকে শ্রোতাবন্ধু পলাশও৷

‘আমরা ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত উপভোগ করছি৷ অনুষ্ঠান খুবই তথ্যপূর্ণ৷ আমাদের ক্লাবটিকে তালিকাভুক্ত করে নেবার অনুরোধ করছি৷' লিখেছেন এএস ফয়সাল আহমেদ, দিকদর্শন রেডিও ক্লাব, রাজশাহী থেকে৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত হৃদরোগ কমাতে ধূমপান বিরোধী আইন নিয়ে প্রতিবেদনটি পড়লাম৷ এই প্রতিবেদনের কোথাও দেখতে পেলাম না ধূমপানকারীর কাছে থাকা ব্যক্তির কি রকম প্রতিক্রিয়া হতে পারে, সেই নিয়ে কোন তথ্য৷ আইনে যদি এরকম থাকতো যে, একমাত্র পাশে থাকা ব্যক্তির অনুমতি নিয়েই কেউ ধূমপান করতে পারবে...এই ব্যাপারে কিছু আলোচনা রাখার আবেদন জানাচ্ছি৷ আপনাদের ওয়েবসাইটে এখন সবকিছুই পেয়ে যাচ্ছি৷ সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌঁগ্রাম, বর্ধমান৷

আশা ও বিশ্বাস ভালো আছেন৷ বিভাগীও সকলে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ ডয়চে ভেলে ক্রিকেট খেলার খবরের মান যথাযত নয়৷ অন্যান্য খেলার খবরের মান ভালো হলেও, ক্রিকেট খেলার মান তেমন নয়৷ তাই আমি ক্রিকেট খেলার খবরের মান যাতে আরো ভালো হয় তার জন্য জোর আবেদন জানাচ্ছি৷ বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

আবহাওয়া খারাপ থাকার পরও খুব পরিষ্কারভাবে খুলনা কেন্দ্র থেকে ইথার তরঙ্গে ভেসে আসা ডয়চে ভেলের সকালের অনুষ্ঠান শুনলাম৷ মানুষের অঙ্গ প্রতিস্থাপন নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে৷ টাইটানিক ধ্বংসের ১০০ বছর পর হুবহু টাইটানিকের মতো তৈরি করা হবে আরেকটি জাহাজ - এটা খুবই ভালো খবর৷ কিন্তু এর নির্মাতা বলেছেন, এই জাহাজটি কখনই ডুববে না৷ ঠিক এমনই দাবি করেছিলেন টাইটানিকের নির্মাতারাও৷ আমি মনে করি, এই অহংকারের কারণেই ধ্বংস হয়েছিল টাইটানিক৷ শুভেচ্ছান্তে, মো.রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন