‘প্রকৃতির উপর চাপ কমাতে হবে’ | পাঠক ভাবনা | DW | 23.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রকৃতির উপর চাপ কমাতে হবে’

ডয়েচ ভেলে থেকে প্রচারিত সব অনুষ্ঠান ভাল লাগে৷ ওয়েবসাইট দেখে খুবই ভাল লাগলো৷ বিশেষ করে বিজ্ঞান ডটকম পড়ে আনন্দে আত্মহারা হয়ে যাই৷ এতো ভাল অনুষ্ঠান এবং ওয়েবসাইটের জন্য ডয়েচ ভেলেকে ধন্যবাদ, মাহমুদুল হাসান৷

- আপনার শুধু দুঃখ, ইমেল করেও কোনো জবাব পাননি৷ এই যে উত্তর পেলেন৷ এবার খুশি তো?

ডা. হুমায়ূন আখতার লেখা ভূগর্ভস্ত পানির ব্যবহার আরো কমাতে হবে পড়ে বেশ ভাল লাগলো৷ এই ব্যাপারে আমি বক্তব্য জানাতে চাই, আমরা নিজেরা বিচ্ছিন্ন হলেও প্রকৃতি তো আর বিছিন্ন হয়নি৷ প্রকৃতি দুই বাংলার উপর একই প্রভাব বিস্তার করবে৷ ওপার বাংলায় জলোচ্ছ্বাস হলে এপার বাংলায় ভূমিকম্প হবে কিম্বা এপার বাংলায় ভূমিকম্প হলে ওপার বাংলায় জলোচ্ছ্বাস হবে৷

সেইজন্য আমার বক্তব্য, আমাদের প্রকৃতির উপর চাপ কমানোর জন্য শহরের উপকন্ঠে বড় অট্টালিকা নির্মাণ করা বন্ধ করতে হবে৷ গ্রাম অঞ্চলে সেচ কার্যের জন্য অগভীর নলকূপ খনন করা বন্ধ রাখতে হবে৷ নচেৎ জলের মান এতই খারাপ হবে যা পান করার অযোগ্য হবে৷ উভয় দেশ যদি এখন থেকে কিছু সাবধাণতা অবলম্বন না করে, তবে আগামী ১০ বছরের মধ্যে দুই বাংলার রূপ-রেখা বিরাট পরিবর্তন হয়ে যাবে৷ আপনদের ওয়েবসাইটে এরকম জ্ঞান-গর্ভ তথ্য পাই সেজন্য ধন্যবাদ৷ সুহ্রিত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান৷

২৬ মার্চ আমার একমাত্র সন্তান অরিত্র সরদার প্রত্যয়-এর বয়স এক বছর পূর্ণ হবে৷ জন্মদিনের অনুষ্ঠানে DW পরিবারের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা৷

আজ সকালে রাজধানীর ভূগভস্থ পানির সংকট নিয়ে প্রতিবেদন এবং মিশরের এইডস নিয়ে প্রতিবেদন ভাল লেগেছে৷ লিখেছেন মাদারীপুর থেকে শ্রোতাবন্ধু রাসেল শিকদার৷

মস্কো রেডিও লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে শ্রোতাবন্ধু বিধান সান্যাল লিখেছেন, পশ্চিমের জানালা পর্বে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ট্যাক্স নীতি নিয়ে মতানৈক্য ও অর্থনৈতিক অবস্থার এক নিখুঁত চিত্র পেলাম৷ তাই ডয়চে ভেলেকে ধন্যবাদ৷

গ্লোবাল রেডিও ফ্যান ক্লাব, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে শ্রোতাবন্ধু প্রফেসর আশরাফুল ইসলাম বেশ কয়েকটি পরিবেশনা সম্পর্কে মতামত জানিয়েছেন ই-মেলে৷ বিশ্ব পানি দিবস পরিবেশনা সম্পর্কে লিখেছেন, এই দিনে পানির অপচয় রোধের পরামর্শগুলো খুবই উপযোগী হয়েছে৷

ই-মেল পাঠিয়েছেন ভয়েস অব জার্মানি লিসনার্স ক্লাবের সদস্য জিয়া উদ্দিন, তোফায়েল আহমেদ ও বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা থেকে৷ লিখেছেন ডয়চে ভেলের ওয়েবসাইটে ছবিঘরে অনেকগুলি আকর্ষণীয় ছবি আপনারা অনেকক্ষণ ধরে একসাথে বসে দেখেছেন এবং খুবই ভাল লেগেছে৷

- ধন্যবাদ সবাইকে৷ বন্ধুরা, জানিয়ে দিন চিঠি, ইমেল, এসএমএস, ফেসবুক, টেলিফোন অথবা ভয়েস মেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ভাল লাগা বা না লাগার কথা৷ আর আমরা সেকথা জানিয়ে দেব অনুষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমে অন্যদেরও৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ