‘প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন' | পাঠক ভাবনা | DW | 12.04.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন'

কোটা ‘সংস্কার' না করে বাতিল করা হলো৷ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেক পাঠক স্বাগত জানিয়েছেন৷ আবার অনেকের কিন্তু ভিন্নমতও রয়েছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

কোটা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে কী হতে পারে তার একটা নমুনা দিয়েছেন পাঠক রুবেল জিয়াউল হক৷ তিনি লিখেছেন, ‘‘কোটা বাতিল করা হলে কোটাধারীরা মামলা করবে৷ যেহেতু কোটাব্যবস্থার সাংবিধানিক ভিত্তি আছে, তাই হাইকোর্ট বিভাগ থেকে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে৷ তখন বর্তমান ৫৬% কোটাতেই এটি ফিরে যাবে৷ এক্ষেত্রে হাইকোর্ট বিভাগেরও করার কিছু থাকবে না, কেননা কোটার আনুপাতিক হার কত হবে সেটা নির্ধারণ করে দেয়া হাইকোর্ট বিভাগের কাজ নয়৷ তাই কোটা রাখতেই হবে, যেকোনো মূল্যে এবং তা ১০%-ই হতে হবে৷ কোনোভাবেই কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না৷''

পাঠক ইয়ামিন এটাকে উত্তেজনার বশবর্তী হয়ে দেয়া একটা অযৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন৷ তিনি লিখেছেন, ‘‘ আমরা যারা আন্দোলন করছি, তারা কেউ কোটা বাতিলের জন্য নয় বরং কোটা পদ্ধতি সংস্কার করার জন্য আন্দোলন করছি৷''

তবে রুবি আক্তার, শিশির,নজরুল ইসলামসহ অনেকেই মনে করছেন  প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন৷

আর আরফান খান হৃদয় লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী বুদ্ধিমানের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন৷'' তিনি আরো লিখেছেন, ‘‘সংস্কারের বদলে কোটা বাতিলের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি৷''

যদিও নুরুল ইসলামের ধারণা একমাত্র ‘কোটার' কারণেই নাকি দেশে এখন লক্ষ লক্ষ বেকার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন