প্রধানমন্ত্রীর আশেপাশে কি কেউ নেই কথাগুলো তাঁকে বোঝানোর জন্য? | পাঠক ভাবনা | DW | 26.05.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রধানমন্ত্রীর আশেপাশে কি কেউ নেই কথাগুলো তাঁকে বোঝানোর জন্য?

করোনা সম্ভবত মসজিদের ভিতরে থাকে, সেজন্য ভেতরে ডিসটান্স, বাইরে দূরত্ব নেই- ফেসবুক পাতায় ঈদের নামাজ নিয়ে একজন পাঠকের মন্তব্য! অন্যদের প্রতিক্রিয়াও প্রায় একইরকম৷

ঈদের নামাজ শুরুর আগে বা পরে মুসুল্লিদের মধ্যে কোনো দূরত্ব বজায় রাখা হয়নি, অন্তত ছবিঘরের ছবিগুলোতে এমনটাই দেখা যাচ্ছে, আর সেকথাই তার মন্তব্য লিখেছেন পাঠক এএম রশিদুদ্দীন এভাবে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দুরত্ব বজায় ছিল কি?

আর ফরিদুল ইসলামের মন্তব্য মসজিদের ভেতরে ফিটফাট, বাইরে সদরঘাট৷

যদিও পাঠক জিএম কামরুল হাসান একটু মজা করেই লিখেছেন, ‘‘করোনা সম্ভবত শুধু মসজিদের ভিতরে থাকে, সেজন্য শুধুমাত্র ভিতরে ডিসটান্স, কিন্তু বাহিরে কোন ডিসটান্স নাই!’’

তবে ঢাকায় অনুষ্ঠিত ঈদের নামাজ নিয়ে করা ছবিঘরের ছবিগুলো খুব ভালো লেগেছে ফেসবুকবন্ধু মেহের মামুন মোসার কাছে, লিখেছেন অপূর্ব ! 

পাঠক হাফেজ নূর ডয়চে ভেলের ফেসবুক পাতায় করোনা নিয়ে তার আতঙ্কের কথা জানিয়েছেন এভাবে, ‘‘আমাদের এই মুহূর্তে এন্টিবডি টেস্ট প্রয়োজন৷ কারণ প্রচুর মানুষ নিজের অজান্তেই আক্রান্ত হয়ে আবার সুস্থ হচ্ছে, কিন্তু বুঝতে পারছেনা যে তারা করোনায় আক্রান্ত হয়েছিল৷ এই মানুষগুলির এন্টিবডি টেস্ট করলেই বুঝা যেত, এবং এদের প্লাজমা নিয়ে অন্যদের চিকিৎসা করা যেত৷ আফসোস, প্রধানমন্ত্রীর আশে পাশে কি একজন মানুষও নেই এই কথাগুলো উনাকে বোঝানোর জন্য?’’

নূর উন নবী মসজিদে নামাজ পড়া নিয়ে লিখেছেন, বাংলাদেশ প্রশাসনের মতে, যত করোনা সব থাকে মসজিদে আর বাজারে৷

পাঠক আরাফাত হোসেনের কাছে ছবিঘরটি পছন্দ হয়েছে লিখেছেন, সুন্দর হেডলাইন হয়েছে৷ মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে৷ পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে সুস্থ রাখে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন