প্রযুক্তির প্রাণ পুরুষ স্টিভ জবস | পাঠক ভাবনা | DW | 07.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রযুক্তির প্রাণ পুরুষ স্টিভ জবস

ডয়চে ভেলের ওয়েবসাইট-এ ‘ফিউচার নাউ’ নামে বিজ্ঞান বিষয়ক পাতাটি এই প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য খুবই ভালো৷ আমি পছন্দ করি৷ জানিয়েছেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন৷

প্রযুক্তির প্রাণ পুরুষ স্টিভ জবস'এর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত৷ তিনি স্বরণীয় হয়ে থাকবেন প্রযুক্তির মধ্যে৷ লিখেছেন চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু অসিত কুমার দাস মিন্টু৷

গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ, স্টিভ জবস সম্পর্কে আরো বেশি জানানোর অনুরোধ করেছেন তাঁর ই-মেলে৷

ডয়চে ভেলে থেকে যে গান বাজানো হয় তাতে বৈচিত্র আছে, এটা খুবই ভালো দিক৷ তবে মাঝে মাঝে বেটোফোন বা মোৎসার্টের সুর বাজানোর অনুরোধ করছেন তিনি৷ কারণ এঁদের সিডি ইচ্ছে করলেই বাজারে কিনতে পাওয়া যায়না৷ শুধু ডয়চে ভেলে থেকেই বাজিয়ে শোনানো হয়৷ সম্প্রতি বেটোফেনকে নিয়ে অনুষ্ঠান খুব ভাল লেগেছে৷ এবার মোৎসার্টকে নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ  রাজশাহী থেকে শ্রোতাবন্ধু জসীম উদ্দিনের৷

আমরা কিভাবে ধাঁধার উত্তর পাঠাবো অর্থাৎ উত্তরে যে ঠিকানা লিখব তাতে কি শুধু ই-মেল ঠিকানা বা ফোন নম্বর থাকলে হবে, না পূর্নাঙ্গ পত্র যোগাযোগ ঠিকানা লিখতে হবে? জানতে চেয়েছেন রাজশাহী থেকে মো, জসীম উদ্দিন৷

- বন্ধুরা, যে কোন  ধাঁধার উত্তর পাঠাতে নিজেদের পুরো ঠিকানা অর্থাৎ ডাকে যোগাযোগের ঠিকানা লিখবেন, কেমন?

ডয়চে ভেলের অনষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি কিন্তু লেখা ততোটা হয় না৷ ইদানিং ডয়চে ভেলের রাতের অনুষ্ঠান আর সকালের অনষ্ঠানে একই খবর, ফিচার প্রচার করা হচ্ছে৷ এটা আমার কাছে খারাপ মনে হচ্ছে৷ মো.কামরুল হাসান, আমগাছী, হাটরা, মোহনপুর, রাজশাহী৷

আগে রেডিওতে অনুষ্ঠান শুনতম, কিন্তু এফএম চালু করায় কপাল পুড়েছে৷ এখন মোবাইলের মাধ্যমে খুব কষ্টে অনুষ্ঠান শুনছি৷  কারণ আমার এলাকা থেকে এফএম'এর শ্রবণমান খুবই নিম্নমানের৷ সেতুবন্ধ বদ্ধ হওয়ায় খবুই দুঃখ পেয়েছি জানিয়েছেন মো. লিয়াকত আলী, রহিম পুর, গয়েশপুর, পাবনা থেকে৷

ডয়চে ভেলের ওয়েবসাইট খুবই আকর্ষণীয়৷ নানা বিষয় নিয়ে থাকে ছবি ও প্রতিবেদন৷ থাকে শীর্ষ  সংবাদ, চলতি ঘটনা, খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি, সমাজ জীবন, সংস্কৃতি বিনোদন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়৷ জার্মান ভাষা শেখবার জন্য আছে জার্মান ভাষা শেখা, জার্মান ভাষা পড়ানো, জার্মান ভাষা চর্চা নামে আলাদা পাতা৷ আছে প্রতিদিনের বেতার ও ডয়চে ভেলের টিভি অনুষ্ঠান শুনবার সুযোগ৷ আর আছে আপনাদের মতামত, যোগাযোগের ঠিকানা, নিউজলেটার, পডকাস্ট, মোবাইল, আরএসএস  ইত্যাদি৷ বিভিন্ন পাতায় আছে নানা ধরনের ফোটো-গ্যালারি৷ প্রতিটি ফটো গ্যালারির সবকটি ছবি খুব ভালো, ছবিগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ উপভোগ্য ফটো গ্যালারিগুলির জন্য৷ 

 মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল'এর সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস আর নেই৷ মাত্র ৫৬ বছর বয়সেই বৃহস্পতিবার চলে গেলেন প্রযুক্তি দুনিয়ার ‘আইগড'৷ স্টিভ জবস'এর কর্ম জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে ডয়চে ভেলের ফটো গ্যালারির মাধ্যমে৷ স্টিভ জবস'কে নিয়ে প্রতিবেদনটিও খুব ভালো লাগল, ধন্যবাদ৷ মোহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান থেকে লিখেছেন এসব কথা৷ 

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ