ফেসবুক উপভোগ করছি, বেশ স্মার্ট হয়েছে | পাঠক ভাবনা | DW | 27.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফেসবুক উপভোগ করছি, বেশ স্মার্ট হয়েছে

বর্তমানে এফ এম ব্যান্ডে প্রচারিত নতুন আঙ্গিকের অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ বিশেষকরে সময়োপযোগী বিষয় নিয়ে ফিচার পর্বগুলো খুবই শ্রুতিমধুর লাগছে৷ মন্তব্য ফাতেহাবাদ, চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু এম ফোকরানের৷

ডয়চে ব্যাঙ্কের শীর্ষ পদে এক ভারতীয়, অংশু জৈন'এর আসীন হওয়ার খবর শুনলাম৷ সত্যিই এ এক অসাধারণ অর্জন! ভারতীয় মেধার প্রতি জার্মানদের আন্তরিক আস্থার এ এক দূর্দান্ত নিদর্শন৷ আশা করবো অংশুর হাত ধরে ডয়চে ব্যাঙ্ক উন্নতির চড়মতম শিখরে পৌঁছবে৷ ডা. সিদ্ধার্থ ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ থেকে লিখেছেন৷

জাতীয় ইস্যু দলীয় রাজনীতির উর্ধে রাখা উচিৎ: ড. নজরুল ইসলাম৷ উন্নতির পথে কি আণবিক শক্তির উপর নির্ভর করার প্রয়োজন নেই? মসুদ মান্নান৷ অটিস্টিক শিশুরা দেশের সম্পদে পরিণত হতে পারে: ডা. সালমা আকরাম৷ নারী মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের দাবি ফরিদার৷একে একে হারিয়ে যাচ্ছে পাপুয়া নিউ গিনির ভাষা৷ কবিতা ছাড়াও রবীন্দ্রনাথের অন্যান্য সৃষ্টি তুলে ধরা উচিৎ: মার্টিন কেম্পশেন৷নিজের সফল সৃষ্টিকে বড় পর্দায় আটকাতে নারাজ: অরুন্ধতী৷ মাংস কম খান, পরিবেশ বাঁচান - সুপারিশ বিজ্ঞানীদের৷এই তথ্যগুলো জেনে বেশ ভালো লেগেছে জানিয়েছেন শ্রোতাবন্ধু মো.মিজানুর রহমান, সুচনা সমাজ কল্যাণ সংঘ, মশীপুর, শাহাজাদপুর, সিরজগঞ্জ থেকে৷

মোনালিসা পর্বে নারী মুক্তিযোদ্ধা ফরিদা খাতুনের সাক্ষাৎকার শুনলাম৷ মুক্তিযুদ্ধে তাঁর অবদানের মূল্যবান কথা জেনে খুব ভালো লাগলো৷

ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ক্যাম্পাস পর্বটিও ভালো লেগেছে৷ ডয়চে ভেলের কাছে আমরা কৃতজ্ঞ যে অংশু জৈন-এর ডয়চে ব্যাঙ্কের প্রধান হওয়ার মত সুখবর জানানোর জন্য৷ এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়৷ জানিয়েছেন পিয়ালী মুখার্জী, চৈতক লিসনার্স ক্লাব, নবোদয় পল্লী, মেদিনীপুর থেকে৷

বড় আকারের ইনবক্স শুনছি পডকাস্ট-এ, ভালো লাগছে৷ বাংলা ওয়েবসাইট পড়ছি প্রতিদিন৷ ফেসবুক উপভোগ করছি, বেশ স্মার্ট হয়েছে৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান কি বন্ধ হয়ে যাবে? হতাশ হবো, দুঃখ পাবো৷ ডয়চে ভেলে, তোমায় বড় ভালোবাসি৷ লিখেছেন পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ থেকে৷

আমি ডয়চে ভেলের একজন নতুন শ্রোতা৷ আমি শুধুমাত্র আপনাদের অনুষ্ঠান শোনার জন্য একটি রেডিও কিনেছি৷ কিন্তু আমার এইচ এস সি পরীক্ষার কারণে অনেকদিন অনুষ্ঠান শুনতে পারিনি৷ তাই আপনাদের অনুষ্ঠানের বিভিন্ন ফিচার (যেমন মোনালিসা, ইনবক্স) এসব কি বাদ দিয়ে দিয়েছেন৷ দয়া করে আপনাদের এসব ফিচার সম্পর্কে জানাবেন৷ মো.আজাদুল কবির, পুখরিয়া, ছাতিয়ান তলা, বাঘার পাড়া, যশোর থেকে৷

আমি অনেকদিন থেকেই অনুষ্ঠান শুনছি কিন্তু কখনো কোন সমস্যায় পড়িনি৷ গত ২৬ জুলাই ২৪মিনিট অনুষ্ঠান শোনা যায়নি৷ ব্যাপারটি আমাকে আহত করেছে৷ আমি আপনাদের অনুষ্ঠান মিস করতে চাইনা৷ প্লীজ খোঁজ নিয়ে দেখুন কি হয়েছে৷ পরেশ চন্দ্র দাস, এম সি কলেজ, সিলেট৷

আমাদের ক্লাবের সদস্য মোস্তাফিজুর উপ-নির্বাচনে মেম্বার হয়েছে৷ আপনাদের সব অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ ধন্যবাদ বড় আকারে ইনবক্স প্রচার করার জন্য৷ লিখেছেন আবদুর রজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাই দিঘী, ছাতিয়াননতলা, বগুড়া থেকে৷

সংকলন : নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক