ফেসবুকে আমাদের প্রশ্ন, আপনাদের উত্তর | পাঠক ভাবনা | DW | 02.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফেসবুকে আমাদের প্রশ্ন, আপনাদের উত্তর

বাংলাদেশে রিয়্যালিটি শো’র শুরু ২০০৫ সাল, অর্থাৎ ইন্ডিয়ান আইডলের যাত্রা শুরুর ঠিক পরের বছর থেকে৷ সাত বছরে প্রাপ্তি কতটুকু? ফেসবুকে এই ছিল আমাদের প্রশ্ন৷

রবিউল প্রধান লিখেছেন, ‘‘ইন্ডিয়ান রিয়্যালিটি শো থেকে যারা আসে, তারা সবাই প্রতিষ্ঠিত হয়৷ আমাদের গুলো হারিয়ে যায় কেন? উত্তর: আমাদের জাজ'দের কোয়ালিটি৷''

সুনীলবরণ দাস লিখেছেন, ‘‘ভারতের রিয়্যালিটি শো'তে বেশ কয়েকজন বাংলাদেশের শিল্পীর কাজ দেখেছি - ভারতের শিল্পী থেকেও অনেক উঁচুদরের৷ সেখানে বাংলাদেশের জয়জয়কার৷''

রোবট ও মানুষ

গবেষকরা বলছেন, মানুষের কাজের বিকল্প হওয়ার চেষ্টা করলেও জরুরি অবস্থাতে মানুষ রোবটের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে৷ তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের জন্য রোবটই অগ্রাধিকার পাচ্ছে৷ কারণ তাতে করে প্রাণহানি এড়ানো সম্ভব৷ ফেসবুকে আমাদের প্রশ্ন ছিল, প্রিয় পাঠক, আপনিও কি এ'বিষয়ে একমত?

মোহাইমিনুল ইসলাম লিখেছেন, ‘‘রোবটের ব্যবহার ভালো কিন্তু সঙ্গে একজন অপারেটর বা চালক থাকা উচিত৷ বিপদ দেখলে চালক রোবটটাকে নিযন্ত্রণ করতে পারবে৷''

রাসেল শিকদার লিখেছেন, ‘‘এটা খুব ভালোই তো৷ এটা মানতে হবে যে, সমস্ত পৃথিবীটা এক সময় যান্ত্রিক হয়ে যাবে৷ আর সমস্যাটা বাঁধবে তখনি মানুষ এবং রোবট কুলের মধ্যে বেঁচে থাকার যুদ্ধ৷''

সংকলন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন