ফ্রানৎস লিস্ট-এর পিয়ানোর রেশ এখনো কাটেনি | পাঠক ভাবনা | DW | 21.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফ্রানৎস লিস্ট-এর পিয়ানোর রেশ এখনো কাটেনি

সুরের ভুবন নিয়মিত শুনছি, ভালো লাগছে৷ বিশ্বসংগীতের অপার ঐশ্বর্য মেলে ধরা হচ্ছে৷ আমরা বিনোদনের সঙ্গে আলোকিত হচ্ছি৷ সমৃদ্ধ হচ্ছি৷

.

সময় স্বল্পতায় আয়তন ছোট কিন্ত প্রভাবে অনেক অনেক বড়৷ কাল সকালে শুনেছি শিল্পী ফ্রানৎস লিস্ট-এর পিয়ানো বাদন, যার রেশ এখনো কাটেনি৷ সোমা সরকার, জিয়াগঞ্জ৷

মোনালিসায় চিত্রশিল্পী সুলেখা চৌধুরীর সাক্ষাৎকারে নারীর সামাজিক অবস্থার সঠিক পরিচয় পেলাম৷ নারীর প্রতি অবহেলা, লাঞ্ছনা ও বঞ্চনাপূর্ণ এ সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে৷

এছাড়া ভারতে এফ এম রেডিওর ব্যাপক বিস্তার সংক্রান্ত প্রতিবেদনে বিনোদন পিয়াসি মন আনন্দের উপলক্ষ্য খুঁজে পেল৷ ভারত সরকারের এ প্রয়াস সফল হোক এ প্রত্যাশায় - সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

গতকাল রাতের অনুষ্ঠানে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক পরিবেশনায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎকার খুব ভালো লাগলো৷ ভালো লাগলো অন্যান্য পরিবেশনাও৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

গাদ্দাফি আর নেই৷ আমরা এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম৷এবার লিবিয়ায় গণতন্ত্রের পথ সুগম হবে৷ লিবিয়ার মানুষ যত তাড়াতাড়ি প্রতিহিংসার রাজনীতি ভুলতে পারবে, দেশটার পুনর্গঠন প্রক্রিয়া তত দ্রুত শুরু হবে৷ লিবিয়ায় শান্তি ফিরে আসুক, এটাই প্রার্থনা৷

ডা.সিদ্ধার্থ সরকার আর শ্রীমতি চৈতালী সরকার, মুর্শিদাবাদ৷

শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুর এর অবস্থান নিয়ে হাসিবুর রাহমান বিলুর প্রতিবেদনটি চমৎকার ছিল, ধন্যবাদ৷ ফয়সাল আহমেদ শিপন, গোপালগঞ্জ৷

আপনাদের ওয়েব সাইটটি আমার খুব ভালো লাগে৷ সেখানে সব কিছু সুন্দরভাবে সাজানো থাকে৷ ফলে কোন কিছু খুঁজে পেতে অসুবিধা হয় না৷ এ জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ৷ তবে মাঝে মাঝে কিছু ফন্ট এলোমেলো ভাবে আসে৷ কি করতে হবে তা জানালে খুশি হবো৷ লেখাতে আমার কোন ভুল হলে আমাকে জানাবেন৷

ভালো লাগলো আজ ২০ অক্টোবর কাদের সিদ্দিকীর কথা৷ আমরা নিয়মিত ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের কথা জানতে চাই৷ প্রণব কাপালি, বিসিএএস, ভেন্নাবারী, গোপালগঞ্জ৷

পশ্চিমের জানালায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশ থেকে মানুষ ইউরোপে পাড়ি দেওয়ার সাম্প্রতিক প্রবণতা বিষয়ক প্রতিবেদনে মনে উদ্বেগের সৃষ্টি হল৷ এ ধারা অব্যাহত থাকলে ইউরোপে জনসংখ্যা বিস্ফোরণ দেখা দেবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷ তাই বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসতে হবে৷

এছাড়া বলিউডের কিং খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র রা ওয়ানের নামে হিরো সাইকেল কোম্পানির সাইকেল উদ্বোধনের খবরে আমরা অবাক হলাম৷ আমরা রা ওয়ান চলচ্চিত্র ও সাইকেলের জনপ্রিয়তা ও সফলতা প্রত্যাশা করছি৷ ধন্যবাদ এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জন্য৷ ধন্যবাদান্তে, চন্দন কুমার দে, কপিলমুনি, খুলনা৷

গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে ৪২ বছরের দীর্ঘ শাসনের অবসান হল৷ অবসান হল লিবিয়ার কালো এক অধ্যায়ের৷ এর মধ্যে দিয়েই লিবিয়ায় শুরু হবে গণতন্ত্রের শুভ যাত্রা৷ লিবিয়া এখন এগিয়ে যাবে গণতন্ত্রের দিকে৷ এনটিসির কাঁধে এখন দায়িত্ব বর্তাবে দেশে আইনের শাসন, রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার৷ লিবিয়া পরিস্থিতি নিয়ে নিয়মিতভাবে অসাধারণ সব প্রতিবেদন ও আলোচনা আমাদের উপহার দিয়ে এসেছে ডয়েচেভেলে , সে জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ ৷

আপনাদের পছন্দের একগুচ্ছ ছবিঘর শিরোনামে আপনাদের বিশেষ পাতা আমাদের অত্যন্ত মুগ্ধ করেছে ৷

ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০১১, বিশ্বে নারীর স্থান - পাতায় বিভিন্ন নারী ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচিতি, ভারতে অক্টোবর ফেস্ট, জার্মানির একত্রিকরণ, সির্তের যোদ্ধারা ইত্যাদি প্রতিটি ছবি খুবই ভালো৷ পশ্চিমের ধ্রুপদী সংগীত জগতের ইতিহাসে এক অসাধারণ সুরস্রষ্টা ও পিয়ানো বাদক হিসেবে খ্যাত হন ফ্রানৎস লিস্ট৷ জার্মানি সহ বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে এই মহান শিল্পীর দ্বিশততম জন্ম বার্ষিকী৷ ‘সুরস্রষ্টা ও পিয়ানো বাদক ফ্রানৎস লিস্ট্ এর দ্বিশততম জন্ম বার্ষিকী' শিরোনামে প্রতিবেদনটি ভীষণ ভালো লাগল৷ রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ উপলক্ষে বিশেষ পরিবেশনায় নজর আলির সাক্ষাৎকার শুনলাম৷ রিপোর্টটা খুব ভালো লাগল, সেজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , বর্ধমান৷

গতকাল পাটগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী তিস্তার একটি সেতুর কাজ শেষের পথে এবং আর ও একটি নতুন সেতুর কাজ শুরুর কথা বলেছেন৷ এই নতুন সেতুটি গংগাচড়া ও কালিগঞ্জ থানার বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি৷ তাই আপনাদের কাছে এ বিষয়ে বিস্তারিত খবর আশা করছি৷ নিবেদক মো.আব্দুর রাজ্জাক(রাজু) মহিপুর, গংগাচড়া, রংপুর৷

ফৌজা সিং-এর বুড়ো হাড়ের মাঝে এখনো তারুণ্যের ছোঁয়া পাওয়া যাচ্ছে৷ আসলে ১০০ বছর বয়সে ম্যারাথন দোড়ে অংশ নেওয়া এবং কোন পদক না পেলেও ২৬.২ কিলোমিটার দৌড়ানোটা নিঃসন্দেহে বিশেষ কিছু৷ তাই অভিনন্দন ফৌজা সিং কে৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক