বন্ধুদের গলার জড়িয়ে রাখে | পাঠক ভাবনা | DW | 16.12.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুদের গলার জড়িয়ে রাখে

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রাণের বিনিময়ে হলেও রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব৷ আসুন সবাই মিলে দেশমাতাকে গড়ে তুলি৷

এ আহ্বান জানিয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শ্রোতাবন্ধু সোহেল রানা হৃদয়৷

বাংলাদেশের মহান বিজয়ের ৪০তম বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এ কে এম নূরুজ্জামান, সিরোইল, ঘোড়ামারা, রাজশাহী থেকে৷ আফ্রিকার কঙ্গো'র বুনিয়া থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শ্রোতাবন্ধু মোস্তফা কামাল৷ জিয়াগঞ্জ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চৈতালী ও তপন ব্যানার্জী, সিদ্ধার্থ ও চৈতালী সরকার৷ কলকাতা থেকে তাপস নাথ সহ অনেকে৷

ডয়চে ভেলে থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশেষ পরিবেশনা কামনা করেছেন শ্রোতাবন্ধু অসিত কুমার দাশ মিন্টু, চট্টগ্রাম থেকে৷

জাফর ইকবালের সাথে আলাপচারিতা শুনে দারুণ ভালো লাগলো৷ তাঁর কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷ লিখেছেন হাট শিমলা, বর্ধমান থেকে শ্রোতাবন্ধু কল্যাণী বসাক৷

জানিনা ইন্টারনেট, ইমেলের যুগে আমার এই ক্ষুদ্র চিঠি স্থান পাবে কিনা? তবুও লিখলাম৷ অনেকদিন অনুষ্ঠান শুনতে পাইনি৷ তবে এখন এফএম তরঙ্গে মোটামুটি ভালোভাবে শুনতে পাচ্ছি৷ ভালো লাগছে প্রতিটি পরিবেশনা৷ এই চিঠিটি ডাকে পাঠিয়েছেন ফাতেহাবাদ, চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু এম ফোকরান৷

শহীদ মুক্তিযোদ্ধা ডি-এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা থেকে পরের ইমেলটি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু বাপি দেবনাথ৷ শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি ডয়চে ভেলের মাধ্যমে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সরকারের কাছে৷

সেতুবন্ধু ডি-এক্সিং ক্লাব, খরিতলা, কালিগঞ্জ থেকে শ্রোতাবন্ধু শেখ জিয়াউর রহমান লিখেছেন, ডয়চে ভেলে কাউকেই ভোলেনা, এক পরিবারের সদস্য হিসেবে সবার কথাই পুতির মালার মতো গলায় জড়িয়ে রাখে৷ ভীষণ ব্যস্ত থাকায় তেমন লেখা হয়না৷ তাছাড়া ডয়চে ভেলে থেকে পাওয়া পুরস্কার মোবাইলটি হারিয়ে গেছে৷ তবে অফিসের কম্পিউটারে মাঝে মঝে আমাদের ওয়েবসাইট দেখেন এবং অনুষ্ঠান শোনেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক