বন্ধুরা, বেশি বেশি ফেসবুকে আসুন! | পাঠক ভাবনা | DW | 21.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুরা, বেশি বেশি ফেসবুকে আসুন!

অবশেষে কলোম্বিয়ার সংগীত শিল্পী শাকিরা নিজেই তাঁর ওয়েবসাইটে জানালেন তিনি মা হতে যাচ্ছেন৷ খবরটি জেনে আমাদের ফেসবুকের পাতায় লাইক করেছেন ৩৫জন বন্ধু৷ আর মন্তব্য করেছেন ১৫জন৷

এস এম আনোয়ার কবীর লিখেছেন, প্রিয় সংগীত শিল্পী বিশিষ্ট মানবাধিকার কর্মী, অপরূপা সুন্দরী শাকিরা মা হতে যাচ্ছেন- অত্যন্ত আনন্দময় ও কৌতূহলী এ সংবাদটি জানলাম ডয়েচে ভেলের মাধ্যমে৷

নাইমুর রহমান শাকিরার কাছে মিষ্টি খাওয়ার আবদার করেছেন৷

শেখ আবদুল রশিদ নিজেই পার্সেল করে মিষ্টি পাঠাতে চান৷

শিপনের প্রশ্ন শাকিরা বিয়ে করলো কবে?

আর চৈতালী মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনা করেছেন৷

গত ২১ তারিখ অর্থাৎ শুক্রবার সকালে নাট্য ব্যক্তিত্ব আর নাটক নিয়ে পরিবেশনাটি বেশ প্রাণবন্ত ছিলো৷ অনুষ্ঠানে বাড়তি বিনোদন যোগ করতে প্রতি শুক্রবার সকালে এমন বৈচিত্র্যময় আরো অনেক নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, লেখকদের কথা ও গান শুনতে চাই৷ এভাবেই অনুরোধ করেছেন পুরান তাহিরপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু প্রফেসর সাইফুল ইসলাম থান্দার৷

ইংরেজি বা অন্য ভাষার গান বাদ দিয়ে আবার সংবাদপত্র পর্যালোচনা শুরু করার অনুরোধ করেছেন আবদুল্লাহ৷ তিনি আরো লিখেছেন সেলিব্রেটিদের যৌন কেলেংকারি নিয়ে আলোচনা না করলেই ভালো কারণ তাতে পরিবার নিয়ে অনুষ্ঠান শোনা যায় না৷

কেমন আছেন আপনারা? আশাকরি অনেক কুশলে আছেন৷ আমি কিন্তু মোটেও ভাল নেই৷ কারণ আগে আমি প্রতিদিন আমার প্রিয় অনুষ্ঠান ডয়চে ভেলে বাংলা আমার রেডিওর সাহায্যে শুনতাম৷ কিন্তু খুব পরিতাপের বিষয় ইদানিং আমি আমার এই প্রিয় অনুষ্ঠানটি আমার রেডিওতে শুনতে পাচ্ছি না৷ কারণটা কি জানাবেন? আমি আপনাদের অনেক মিস করি প্লিজ এর উত্তরটা দিলে খুশি হব৷ মো.রেদওয়ান উল্লাহ তারেক, কমলনগর, রামগতি, লক্ষীপুর থেকে লিখেছেন৷

বেশ কয়েকদিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ডাকে চিঠি পাঠিয়েছেন ডাব্লু আনোয়ার ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, গ্রিন রোড ঢাকা থেকে৷

-ভাই ডাব্লু আনোয়ার আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিতভাবে মতামত জানানোর জন্য৷ আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে মাঝে মধ্যে ইমেল এবং এসএমএস করবেন৷ কারণ আজকাল অনুষ্ঠানে এবং ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে পাঠানো মতামতগুলোই বেশি স্থান দেওয়া হয়৷ সেখানে মাসখানেক আগে প্রচারিত অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানে আলোচনা করলে কারো কাছেই আর তেমন ভালো লাগেনা৷ তারপর শ্রেষ্ঠপত্রলেখকের ক্ষেত্রেও কিন্তু ঝটপট সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসের শ্রেষ্ঠ পত্রলেখকের নাম জানানো হবে নভেম্বর মাসের প্রথম ইনবক্স-এ৷ বন্ধুরা, হাতে লেখা চিঠি পেতে আমাদের ভালো লাগলেও এ ব্যাপারে ইমেল বা এসএমএস'কে অগ্রাধিকার দেওয়া হবে৷

প্রথমবার কুইজের উত্তর দিয়েই বিজয়ী হয়েছি৷ আমার একটা দাবি,আমার কম্পিউটার আছে তাই যদি পুরস্কার হিসাবে একটি পেনড্রাইভ দেন তাহলে খুব উপকারে আসে৷ কারণ জার্মানির জিনিসগুলো খুব উন্নত মানের সেই জন্য পেন ড্রাইভ চেয়েছি আর অন্য পুরস্কার একটা ছাতা বা টি-শার্ট দিলেই হবে - ঠিক এভাবেই লিখেছেন সুমনা, জননী রেডিও লিসনার্স ক্লাব, প্রযত্নে অমিত বসু, কাশিমনগর, খুলনা থেকে৷

-বোন সুমনা কে বলছি, বাংলা বিভাগ থেকে পেনড্রাইভ পাঠানো হয়না৷ তাছাড়া একজনকে একটি পুরস্কারই শুধু পাঠানো হয়, দুটো নয়৷ তাছাড়া আপনি খুবই ভাগ্যবতী যে প্রথমবার অংশগ্রহণ করেই বিজয়ী হয়ে গেলেন৷ আগে কখনো ই-মেল করেননি অথচ দেখুন এখন পুরস্কারের কারণে দু'টো তিনটা ই-মেল করেছেন ৷ আগামীতে অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে এভাবে লিখুন না!

ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার জানিয়েছেন তাঁর স্ত্রী আমাদের শ্রোতাবন্ধু এবং পত্র লেখক কানন রানী টিকাদার খুব অসুস্থ৷ তার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন৷

-আমরা সবাই প্রাণভরে দোয়া করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন৷ আবার আমাদের অনুষ্ঠানে এবং ওয়েবসাইটে ফিরে আসুন৷ তাঁকে আমাদের শুভেচ্ছা জানাবেন৷

পানপাড়া, নদীয়া থেকে আরবিআই লিসনার্স ক্লাবের সদস্যরা লিখেছেন তারা এসএমএস এ ভালোভাবে মতামত জানাতে পারেন না৷ তাই তাদের প্রশ্ন, ক্লাবের সভাপতির ইমেল আইডি থেকে মতামত পাঠাতে পারবেন কি না?

-অবশ্যই পারেন, কোন সমস্যা নেই৷ মতামতের শেষে যার মতামত তার নামটা লিখে দেবেন, কেমন৷

দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছেন শ্রোতাবন্ধু রতন কুমার পাল লিখেছেন,

অক্টোবর থেকে মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন করা হবে শুনে খুব খুশি কিন্তু মতামতের বেলায় চিঠি, ইমেল, এসএমএস এর কথা বলা হলেও ভয়েস মেলের কথা বলা হয়নি, কিন্তু কেন?

-এক বা দুই মিনিটের ভয়েস মেলে আর কতটুকু মতামতই বা জানানো সম্ভব? আর কেউ যদি লম্বা ভয়েসমেল পাঠায়ও সেটা তো আর বাজিয়ে শোনানো সম্ভব হবেনা তাইনা? তবে চিঠি বা ই-মেল বা এসএমএস-এর বক্তব্য ইনবক্স ও ওয়েবসাইটের মাধ্যমে সবাই জানতে পারবেন৷

রাজশাহী থেকে মুন্নি আক্তার লিখেছেন, আমি গত সপ্তাহের ঘোষণা করা রেডিও বিজয়ী৷ কবে রেডিও পাঠানো হবে আগে জানিয়ে দিলে পুরস্কার হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে৷

-রেডিও এবং আইপড পোষ্ট করার পরপরই অনুষ্ঠানে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷ তবে মনে হয় কয়েক সপ্তাহের আগে হয়তো হবেনা৷

-অনুষ্ঠান, ওয়েবসাইট, ফেসবুক সম্পর্কে মতামত জানিয়ে আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন