‘বাংলা ভাষার মোবাইল অ্যাপ্লিকেশন- অসাধারণ প্রয়াস’ | পাঠক ভাবনা | DW | 22.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলা ভাষার মোবাইল অ্যাপ্লিকেশন- অসাধারণ প্রয়াস’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপন নিয়ে বিশেষ প্রতিবেদন সম্পর্কে ফেসবুকে ফয়সাল আহমেদ শিপন আমাদের লিখেছেন৷

ফয়সাল আহমেদ শিপনের মতে, মানুষের আত্মিক মুক্তি, সৃজনশীলতার বিকাশ আর মৌলিক অধিকার রক্ষার শপথে আজ নতুন করে উদ্দীপ্ত হতে হবে আমাদের৷ ভাষার প্রতি যত্নশীল হতে হবে৷ আন্তরিক হতে হবে সর্বস্তরে বাংলা প্রবর্তনে৷ রোধ করতে হবে ভাষার বিকৃতি ও দূষণ৷

নাজমুল হক বিলাশ লিখেছেন, প্রতিবেদনটি অনবদ্য৷ পিয়াশ রায়ের কাছেও খুব ভালো লেগেছে৷ বাংলা ভাষার মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে নিজাম উদ্দিন নয়নের মন্তব্য – দারুণ অ্যাপ্লিকেশনটি৷

এটা অসাধারণ একটি প্রয়াস৷ জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন বন্ধু মনোজিৎ বসাক৷

‘শাহবাগে অমর একুশে পালন' ‘কলকাতায় একুশের শহীদ স্মরণ' নিয়ে দুইটি পরিবেশনা ভীষণ ভালো লাগলো৷ সত্যিই তো বাংলা ভাষা বাঙালির অহঙ্কার, বাঙালির প্রাণের, বাঙালির গর্ব৷ পৃথিবীতে কত মানুষ, কত ভাষা, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় মিশে আছে শুধু একটিই ভাষা – ‘বাংলা'৷

ভালো লাগলো ‘ভাষাশহীদদের স্মরণ, একুশে উদযাপন' নিয়ে ছবির অসাধারণ উপস্থাপনা৷ শুভেচ্ছা রইলো সকলের জন্য – সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

নাগেশ্বরী, কুড়িগ্রাম থেকে সৈয়দ শামীম আহসান উজ্জ্বল লিখেছেন, সেই নব্বইয়ের দশকে ছাত্রাবস্থায় নিয়মিত লিখতাম৷ এখন কর্ম জীবন- শিক্ষকতায় নিয়োজিত৷ স্থানীয় একটি কলেজে ইংরেজি বিষয়ে পড়াই৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে একটি খবর ওয়েবসাইটে পড়ে মনটা খুব খারাপ হয়ে গেলো৷ আমি জানিনা কী চিন্তা ভাবনা থেকে এমন সিদ্ধান্তে কর্তৃপক্ষ উপনীত হলেন৷ তবুও বিষয়টি নিয়ে আবারো ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি৷

আপনাদের সবাইকে ধন্যবাদ ডয়চে ভেলের সাথে থাকবার জন্য৷

নির্বাচিত প্রতিবেদন