বাংলাদেশে গ্রুপ থিয়েটারের অবস্থান খারাপ নয় | পাঠক ভাবনা | DW | 24.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশে গ্রুপ থিয়েটারের অবস্থান খারাপ নয়

বাংলাদেশে গ্রুপ থিয়েটার আন্দোলন নিয়ে অভিনেতা শহিদুজ্জামান সেলিমের সাথে সাক্ষাৎকার ভিত্তিক পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ তবে এই যান্ত্রিক সময় বিবেচনায় বাংলাদেশে গ্রুপ থিয়েটার একেবারে খারাপ স্থানে নেই বলে মনে করছি৷

অ্যাপলের আইফোন-৫ এর বাজারজাতকরণ নিয়ে পরিবেশনাটি ব্যতিক্রমী ছিল৷ বাংলাদেশের বিজ্ঞানীদের বিরাট এই সাফল্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারের অনুরোধ করছি৷ বেশ কয়েকটি ই-মেলে এভাবেই নিজের মত প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

দরিদ্র শিশুদের মনে আশা জাগাচ্ছে ‘বস্তি ফুটবল' -প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো মো. আব্দুল মান্নান মশীপুর, থেকে৷

ইউনূসকে প্রধান করে বাছাই কমিটি করতে হবে', বিজ্ঞান প্রযুক্তিতে চিনির বিকল্প হতে পারে স্টেভিয়া৷ কুমিল্লায় বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের অপারেশন, সংস্কৃতি বিনোদনে কিশোরীর জন্মদিনে দাঙ্গা কারণ ফেসবুক নিমন্ত্রণ! এই ফিচারগুলো পড়ে অনেক তথ্য জানলাম৷ লিখেছেন শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে মো.মিজানুর রহমান৷

-ভাই মিজানুর রহমান ও আবদুল মান্নান ,কোন প্রস্তাব বা পরামর্শ বা সমালোচনা থাকলেও জানাবেন, কেমন৷ শুধু ভালো লাগছে তে কিন্তু আমরা সন্তুষ্ট নই৷

প্রীতিময় ভালবাসা ও শুভেচ্ছা নিবেন৷ আমি ও আমাদের শ্রোতাক্লাবের বেশ কয়েকজন শ্রোতা মিলে ডয়চে ভেলের এফএম এ ওয়েবসাইট উপভোগ করি ‘পাঠক ভাবনায়' এক শ্রোতা যৌনতা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করায় বিরূপ মন্তব্য করেছেন, এ বিষয়ে আমি একমত নই৷ যৌন বিষয়ে খুটিনাটি জ্ঞানের অভাবই এসব সমস্যার মুখ্য কারণ৷ এই সমস্যার কারণে বহু বিয়ে ভেঙে যাচ্ছে৷ ডা. এস এম এ হান্নান, প্রতিষ্ঠাতা ও সম্পাদক পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর চাটমোহর পাবনা৷

শ্রদ্ধেয় ডয়চে ভেলের পরিচালক ও সকল কর্মকর্তাবৃন্দ৷ প্রীতি নিন, শুভেচ্ছা নিন৷ কেমন আছেন সবাই? আপনাদের অনুষ্ঠান যদি শর্টওয়েভে প্রচার করেন তাহলে শ্রোতা সংখ্যা বাড়বে

বলে আমি মনে করি৷ কারণ আমাদের এখান থেকে এফ এম এ অনুষ্ঠান শোনা যাচ্ছে না৷ আমার ক্লাবের সকল শ্রোতা এই দাবি জানিয়েছেন৷ শুভেচ্ছান্তে, মো. নাঈমুর রহমান সভাপতি

ইয়ং রেডিও লিসেনার্স ক্লাব, কামালপুর, আলমডাঙ্গা৷

ডয়চে ভেলের সবকিছু আমার ভাল লাগে৷ আমি খবরে শুনলাম যে নবীজিকে ঠাট্টা করেছেন একজন ছবির পরিচালক৷ আমি তার যথাযথ বিচার চাই৷ আমি লালমনির হাট থেকে খায়রুন...

বিধান চন্দ্র টিকাদারের স্ত্রী কানন রাণী টিকাদারের আরোগ্য কামনা করি৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা৷

-মতামতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷ আবারও লিখবেন, কেমন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন