বাংলাদেশে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি আনন্দের | পাঠক ভাবনা | DW | 13.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি আনন্দের

বাংলাদেশের মন্ত্রিসভা হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ায় ঢাকা, বাংলাদেশ থেকে সাধুবাদ জানিয়েছেন ডয়চে ভেলের পাঠক বন্ধু রঞ্জু খালেদ৷ লিখেছেন স্বীকৃতি সব সময়েই আনন্দের৷

তিনি আরো লিখেছেন, ওরা মানুষ হয়েও বিশেষ কিছু পরিবর্তনের কারণে কখনই স্বাভাবিক জীবনযাপনের অধিকারটুকু পায় না৷ একইসাথে ঘৃণা আর দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে বাধ্য করা হয় ওদের৷ তাই সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতি তাদের অনেক বড় পাওয়া এবং এ পদক্ষেপের কারণে ওদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন হবে বলে আশা করছেন তিনি৷

একই বিষয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে লিখেছেন সুহৃত ব্যানার্জি৷ তিনি লিখেছেন, বাংলাদেশ হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়ে এক মহৎ কাজ করেছে৷ পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের এটা করা দরকার৷ হয়ত এমন দিন আসবে, যখন কোনো রাষ্ট্রের কর্ণধার কোনো এক হিজড়াও হতে পারেন৷

- অনেক ধন্যবাদ ভাই রঞ্জু এবং সুহৃত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য৷ আশা করছি, এখন থেকে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখবেন৷ পুরোনো বন্ধুরা, আপনারাও আমাদের লিখুন, জানান সুচিন্তিত মন্তব্য৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন