বাংলাদেশের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র সম্পর্কে পাঠকরা যা ভাবেন | পাঠক ভাবনা | DW | 27.02.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র সম্পর্কে পাঠকরা যা ভাবেন

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় যতটা না সামর্থ্যের ঘাটতি, তার চাইতে বহুগুণ বেশি ঘাটতি হচ্ছে সদিচ্ছা, সততা ও সমন্বিত পরিকল্পনার– বাংলাদেশের বড় একটি চিকিৎসা কেন্দ্র সম্পর্কে এই মন্তব্য একজন পাঠকের৷

ওপরের মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের পাঠক সৈয়দ বাহাবুল৷ তিনি আরো বিস্তারিতভাবে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন এভাবে, ‘‘এখন বাংলাদেশে অনেকগুলি সরকারি মেডিকেল কলেজ আছে৷ এরা যদি আন্তরিকভাবে চেষ্টা করে, তবে  অসংখ্য রোগীর জীবন,অর্থ ও সময় বাঁচবে৷ এবং এই রোগীরা ঢাকামুখী হবে না৷ আর ঢাকা ও এর আশপাশের সবগুলো হাসপাতাল যদি তাদের কতগুলো সিট খালি আছে, তা একটা কমন ওয়েবে নিয়মিত আপডেট দেয়, তবে কাউকে রোগী নিয়ে অহেতুক দৌড়াতে হবে না৷''

তাছাড়া ‘‘প্যাথলজিক্যাল পরীক্ষাগুলো এরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে পাঠানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন৷ এই ক্ষেত্রে অশিক্ষিত দালাল কিংবা শিক্ষিত চিকিৎসক সবাই সমান অংশীদার৷ সামগ্রিক চিকিৎসাব্যবস্থায় একটা অস্বচ্ছ ভাব আছে৷ এর মাঝে ধীরগতি, অভদ্র ব্যবহার অন্যতম৷ এবং এর একটাই উদ্দেশ্য– রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর৷ এক্ষেত্রেও দালাল ও চিকিৎসক একই রকম ভূমিকা রাখে৷''


তিনি আরো জানিয়েছেন, ‘‘তারপরও সব কিছুই নষ্টদের দখলে সেই দাবিও করছি না৷ ভালো চিকিৎসক আছেন, চিকিৎসাব্যবস্থাও ভালো-মন্দ নিয়েই টিকে আছে৷ চিকিৎসকেরা মেধাবী৷ আফসোসের জায়গাটা হলো, নীতি, সততা ও আন্তরিকতা থাকলে বর্তমানে যতটুকু রিসোর্স আছে এটা নিয়েই খুবই উন্নত মানের চিকিৎসা বাংলাদেশের মানুষদের দেওয়া সম্ভব হতে পারে৷''

পাঠক আলি হোসেন মনে করেন, ডাক্তাররা হলেন মানুষের সেবার জন্য ‘সৃষ্টিকর্তার প্রতিনিধি'৷

বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ঢাকা মেডিক্যাল কলেজ সম্পর্কে পাঠক আফরিন আক্তার ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘আহারে, বাংলার বোকা মানুষেরা বোঝেই না, এটাই তো আমাদের ডিজিটাল চিকিৎসার উন্নয়ন৷''

অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা দানকারীদের চিকিৎসাজ্ঞান সম্পর্কেই  পাঠক মো.আবদুল মিয়ার তেমন আস্থা নেই৷

বাংলাদেশের চিকিৎসাসেবায় অব্যবস্থার কারণেই হয়তো বহু বাংলাদেশি চিকিৎসা করাতে ভারতে গিয়ে থাকেন৷ ডয়চে ভেলের ফেসবুক বন্ধু প্রণব পাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতে না যাওয়ার অনুরোধ করেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন