‘বালাক আমার প্রিয় খেলোয়াড়’ | পাঠক ভাবনা | DW | 31.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বালাক আমার প্রিয় খেলোয়াড়’

নারায়ণগঞ্জের সিটি কর্পরেশন-এর নির্বাচন নিয়ে যেসব তথ্য জানানো হলো আমাদের ভালো লেগেছে৷ আশাকরি এ রকম খবর আগামীতেও পাবো৷ এম আবদুর রাজ্জাক, নিমাইদিঘী, বগুড়া৷

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন'এর নির্বাচন বিষয়ক বিস্তারিত খবর খুব তথ্যবহুল ছিল, ধন্যবাদ৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলে ভেলে থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে৷ বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়াও সবই ভালো লাগে৷ সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য বাংলা বিভাগের সবাইকে অনেক ধন্যবাদ৷ সুশীল চন্দ্র রায়, জলঢাকা, নীলফামারী৷

আশা ও বিশ্বাস ভাল আছেন সকলে৷ ক্লাবের পক্ষ হতে প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন৷ সামনে আমার টেষ্ট পরিক্ষা৷ যার কারণে নিয়মিতভাবে অনুষ্ঠান শুনলেও ঠিকভাবে মতামত পাঠাতে পারছিনা৷ তারপরও মাঝে মাঝে মতামত পাঠাচ্ছি৷ ডয়েচে ভেলের সকল কর্মকর্তা এবং সকল শ্রোতাদের কাছে আমার আনুরোধ তারা সবাই যেন আমাকে আশীর্বাদ করে আমি যেন পরীক্ষায় ভাল ফলাফল করি৷ শুভেচ্ছান্তে বাপি দেবনাথ, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

জাপানের মত কম জনসংখ্যা বৃদ্ধির দেশে রোবটের প্রয়োজনীয়তা বিষয়ক প্রতিবেদনে আমরা অবাক, আমরা মুগ্ধ৷ আমাদের মত তৃতীয় বিশ্বের দেশের মানুষ যেখানে মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে সেখানে এ ধরণের চিন্তাভাবনার কোন অবকাশ নেই৷ তবে অদূর ভবিষ্যতে আমরাও এক্ষেত্রে সফলতা লাভ করতে পারব বলেই আমাদের বিশ্বাস৷ ধন্যবাদ এ রকম বাস্তবধর্মী ও গুণগত মান সম্পন্ন প্রতিবেদন প্রচারের জন্য৷ ধন্যবাদান্তে,ডা. কমল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

এই প্রতিবেদন দেখে বিশ্ব তো খালি মানুষ উত্পাদন করবে না তার সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি আরো উন্নতি হবে৷ খাদ্যদ্রব্য উত্পাদনে চাষের কিছু বিকল্প ব্যবস্থা হবে৷ কারণ মানুষ তখন চাষের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারবে না৷ বিজ্ঞান মঙ্গল গ্রহ যেতে পারবে, বিকল্প খাদ্যের ব্যবস্থা করতে পারবে না? তাই আপনাদের বলছি, এই প্রতিবেদনটি আমাদের খুব হতাশায় ফেলে দিয়েছে কারণ পৃথিবীর বুক থেকে মানুষের সংখ্যা কমানো যাবে না৷ অন্য উপায়ে খাদ্যের উত্পাদনের কথা মাথায় রাখতে হবে৷ সুহৃত বন্দোপাধ্যায় ,জৌঁগ্রাম , বর্ধমান৷

ডয়চে ভেলে থেকে জানতে পারলাম জার্মানির বাণিজ্য প্রদর্শনীর কথা৷ আমরা এই প্রদর্শনীর সাফল্য কামনা করছি৷ অসিত কুমার দাশ মিন্টু , ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম৷

জার্মান বাণিজ্যমেলা সম্পর্কে খবর ভাল লেগেছে৷ ঢাকায় থাকলে যেতে পারতাম৷ তুর্কী অধিবাসীদের জার্মানিতে আত্মিকরণ প্রসঙ্গে আপনারা হয়ত কিছুদিন আগেও একটা প্রতিবেদন প্রচার করেছিলেন৷ প্রতিবেদনটি আর একটু তথ্যবহুল হতে পারত যেমন তুরস্কের এ অধিবাসীদের জার্মারা কেমনভাবে নিয়েছে, তাদের বর্তমান সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থান কি? তুরস্কের এ অধিবাসীরা জার্মানিকে কতটা আপন করতে পেরেছে ইত্যাদি৷

মিশায়েল বালাক আমার প্রিয় খেলোয়াড়দের একজন৷ জার্মানির পক্ষে তিনি আর মাঠে নামবেন না৷ এটা ভেবে খুব খারাপ লাগল৷ তবে ক্লাব কাপে দেখতে পারব এটাই সান্ত্বনা৷ মো.জসীম উদ্দিন , রাকাব শ্রোত সংঘ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী৷

বিজ্ঞান ডটকম পর্বে মানুষের কণ্ঠস্বর পরীক্ষা করে অপরাধী ধরার অভিনব কৌশলের কথা শুনে বেশ ভাল লাগলো৷ আশা করবো এর মাধ্যমে অপরাধকে অনেকাংশে দমন করা সম্ভব হবে৷ এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক