‘বাস ভাড়া বৃদ্ধি মেনে নেয়া যায় না' | পাঠক ভাবনা | DW | 01.06.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাস ভাড়া বৃদ্ধি মেনে নেয়া যায় না'

‘‘বাসভাড়া বৃদ্ধি কোনো অবস্থাতেই যৌক্তিক হয়নি ''  মন্তব্যটি ডয়চে ভেলের একজন পাঠকের৷ ফেসবুক পাতায় অনেক পাঠক একই মত জানিয়েছেন৷

‘‘করোনাকালে দেশের জনসাধারণ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্থ আর পরিবহণ খাত তাদের ব্যবসায় কোনোভাবে ছাড় দিতে চাচ্ছে না৷ এই মহামারির সময়ে তাদের ব্যবসায়িক মনোভাব পরিবর্তন করা উচিত৷,'' এই মন্তব্য ডয়চে ভেলের পাঠক তাপস চক্রবর্ত্তীর৷

‘‘লকডাউনে কেবল পরিবহণ মালিক-শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু না৷ সাধারণ জনগণের যেখানে জীবন চালানোই দায় হয়ে পড়েছে, সেখানে কেবল একটা পক্ষের সুবিধা দেখলে হবে না৷ সরকারের এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি৷,' ডয়চে ভেলের মাধ্যমে সরকারের কাছে এই অনুরোধ পাঠক ইশতিয়াক রিয়াদের৷

আর পাঠক আতিকুর রহমান লিখেছেন, ‘‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বহুগুণ, কিন্তু দেশের বাজারে তার কোনো প্রভাব নেই৷ দেশের বাজারে তেলের দাম কমিয়ে সমন্বয় করা যেতো৷''

 আতিকুর রহমানের সাথে পুরোপুরি একমত পাঠক ফকরুল ইসলাম রাসেল৷

মো.সাদ্দাম প্রধানের মতে, দেশের নীতিনির্ধারকরা যা খুশি তাই করছেন ৷

এদিকে পাঠক হাবীব মালিক মনে করেন, এই ভাড়া বৃদ্ধি কোনো অবস্থাতেই যৌক্তিক হয়নি, এটা একটা সড়যন্ত্রমূলক সিদ্ধান্ত, যার সঙ্গে জড়িত বিআরটিএ চেয়ারম্যান এবং বাস মালিকরা৷

এক ধাক্কায় শতকরা ৬০ভাগ বাস ভাড়া বাড়ানোর প্রসঙ্গে মালয়েশিয়া থেকে মো.সাঈদ লিখেছেন, মালয়েশিয়ায় গত সাত বছর যাবত বাসের ভাড়া একই রয়েছে৷

আর ওলিউর রহমান খান রাজীব মনে করছেন, বাসভাড়া বাডানোর মধ্য দিয়ে সরকার পরিবহণ সেক্টরে একটা অরাজকতার পথ উন্মুক্ত করে দিলো৷ ‘‘অতিরিক্ত ভাড়া সাধারণ জনগণ কোথা থেকে দেবে? সরকার কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিলো? সাধারণ জনগণের প্রতি কি সরকারের কোনো দ্বায়িত্ব নেই? সরকার কি জনগণকে কষ্ট দিয়ে বাসমালিকদের স্বার্থ রক্ষা করছে?'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় প্রশ্নগুলো রেখেছেন পাঠক সাইফুল ইসলাম ৷

‘‘অফিস বন্ধ৷ ২মাস ধরে বেতন পাই না৷ বাসা ভাড়া দিতে হবে৷'' সব মিলিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন পাঠক খালেক ৷

‘‘সরকারি নির্দেশ বাস মালিকরা মানবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে বাস চলবে- এটা শুধু মুখের কথা, জনগণ দূরত্ব মানবে না৷'' এসব বিষয়ে নিশ্চিত পাঠক সবুজ মিয়া ৷

আর ‘‘কোন ক্রমেই বাস ভাড়া বৃদ্ধি মেনে নেয়া যায় না'' মন্তব্য মোস্তাক আহমেদের ৷

‘‘ ভাড়া সামান্য বাড়তি নেয়া যেতে পারে, তবে ৮০% কখনো গ্রহণযোগ্য নয়৷ বিনিময়ে সেফটি ব্যবস্থা কি দিচ্ছে পরিবহন মালিক সমিতি?'' জানতে চান ওসমান গনি৷

তবে মিজানুর রহমান মিল্কি মনে করছেন, ‘‘যারা বাস ভাডা বাডানোর সুপারিশ করেছেন, তারা কেউ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন না৷ ''

‘‘বাংলাদেশে একবার ভাড়া বাড়লে আর কমায় না'' – মন্তব্য বিনতে গিয়াসের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন