‘বিকট শব্দ থেকে এবার মুক্তি' | পাঠক ভাবনা | DW | 03.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিকট শব্দ থেকে এবার মুক্তি'

ঢাকা থেকে শ্রোতাবন্ধু নাজমুল হক বিলাশ লিখেছেন ‘বিকট বিজ্ঞাপনের শব্দ থেকে মুক্তি পাচ্ছে জার্মানির মানুষ' এই শিরোনামের প্রতিবেদনটি পড়ে জার্মানির জনগণ এবং জার্মান সরকারকে আমার আন্তরিক অভিনন্দন৷

এই উদ্যোগ বিশ্ববাসীর জন্য মডেল হয়ে থাকবে৷ বিশ্বের প্রায় সকল মানুষ এই সমস্যায় আক্রান্ত৷ একজন পরিবেশ গবেষণাকারী ও সাধারণ নাগরিক হিসাবে আমার একান্ত ইচ্ছা, প্রতিটি মানুষ বিশেষত শিশু, রোগাক্রান্ত ও বৃদ্ধ ব্যক্তিদের এই কঠিন দুঃসহনীয় অবস্থা থেকে উদ্ধার করা৷ অনুষ্ঠানে আমার নাম শুনে খুব ভালো লাগলো৷ ডয়চে ভেলের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা৷

এই একই বিষয়ে চট্টগ্রাম থেকে মোহাম্মদ ফজলে রাব্বী লিখেছেন জার্মানিতে এটা নিয়ন্ত্রণে আনা হচ্ছে জেনে খুশি হলাম৷ আমাদের সরকার কখন এটা করবে সে অপেক্ষায় আছি৷

বিশ্ব উষ্ণায়ন ও তার ফলাফল সাম্প্রতিক কালে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তা সত্যি ভয়ঙ্কর, এ সম্বন্ধে ডয়চে ভেলের কয়েকটি সাম্প্রতিক প্রতিবেদন দেখলাম ও পড়লাম৷ প্রতি বছর সুমেরু অঞ্চলের বরফের আয়তন কমছে বাংলাদেশের সমান আয়তনের৷ উন্নত বিশ্বের দেশগুলি বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের মাত্রা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে , সেই পথ অনুসরণ করছে এখন তৃতীয় বিশ্বের দেশগুলি৷ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে গরমের রেকর্ড ভেঙে যাচ্ছে৷ (ডি ডাব্লু-এর প্রতিবেদন) পড়ে জানতে পারছি যে শুধু আমরাই (তৃতীয় বিশ্বের দেশগুলি ) যে জলবায়ু পরিবর্তনের ফল ভোগ করছি তা নয়, ইউরোপের ৫০০ বছরের ইতিহাসে এত দীর্ঘস্থায়ী হয়নি গ্রীষ্মকাল৷ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ আমাদের কৃষির ভিত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, কেননা বর্ষার অনিয়মিত বৃষ্টিপাত, যার ফলে মার খাচ্ছে চাষবাস৷ এর ফলে বাড়বে খাদ্যের সংকট ও কৃষিকাজে জড়িত মানুষের কাজ হারানোর আশঙ্কা৷ এ সম্বন্ধে ডয়চে ভেলে-এর প্রতিবেদনগুলি সময় উপযোগী৷ আপনাদের এর জন্য ধন্যবাদ৷ কলকাতা থেকে এই ই-মেলটি লিখেছেন স্বপন চন্দ্র৷

শনিবার সকালের ইনবক্স শুক্রবার পডকাস্টে শুনেছিলাম৷ শনিবার সকালে আবার শুনলাম৷

রোবট নিয়ে পরিবেশনা দারুণ লাগলো৷

একটা আমন্ত্রণ পত্র পাঠাচ্ছি ডয়চে ভেলে জার্মান বেতারের বাংলা বিভাগের সকলের জন্য –

আশা করছি সবাই দাওয়াত কবুল করবেন... আমার ছেলে রওশন মুরাদ মুগ্ধর ৪র্থ জন্ম বার্ষিকী আগামী ৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে৷ আমার বাসায় সবার দাওয়াত রইলো৷ মুগ্ধর জন্য দোয়া করবেন....ভাল থাকবেন সবাই৷

ও আর একটা কথা... গতকাল সকালে পডকাস্টে পুরানো কিছু অনুষ্ঠান শুনছিলাম আর মন্তব্য পাঠিয়েছিলাম সাথে সাথে...ডয়চে ভেলে কাল রাতের অনুষ্ঠানেই তা পড়ে শোনালেন... দারুণ ব্যাপার! এই না হলে... ডয়চে ভেলে জার্মান বেতার ! জয়তু.... ডি ডাব্লু৷

শুভকামনায়, সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট-ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার/পরিদর্শক

আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

- শুভ জন্মদিন মুগ্ধ !

বস্তুনিষ্ঠ প্রতিবেদনটি আমাদের মতো গ্রামবাসীদের উপলব্ধি করার বিশেষ প্রয়োজন আছে৷ আপনারা বাংলাদেশের পানীয় জল সম্পর্কে উল্লেখ করেছেন, কিন্তু ভারতের অন্যান্য প্রদেশের চেয়ে পশ্চিমবঙ্গের জলের গুণগত মান খুবই খারাপ৷ তাই আমার প্রশ্ন হলো, এই বাংলার একশ ভাগ চাষী জমিতে অতিরিক্ত ফলনের জন্য রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশক ওষুধ ব্যবহার করেন৷ এই বিষাক্ত পদার্থ মাটির গভীরে গিয়ে জলে আর্সেনিকের প্রবণতা ঘটাতে পারে? যদি তাই হয়, কীভাবে রোধ করা যেতে পারে? আবার কৃষি জমির কাছে যাদের ঘরবাড়ি, তাদের টিউবওয়েলের জল কি পান করার যোগ্য? তারপর জলে যদি আর্সেনিক দেখা যায়, তবে তাকে কীভাবে শোধন করা যায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই৷ যাই হোক বাঁচার জন্য পৃথিবীতে জলের অবদান সর্বাগ্রে৷ আপনাদের মাধ্যম থেকে এরকম তথ্য প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জনাই৷ আশা রাখি আপনারা সকালেই কুশলে আছেন৷ সুহৃৎ বন্দ্যোপাধ্যায় , জৌগ্রাম, বর্ধমান থেকে পাঠিয়েছেন এই ই-মেল৷

২রা সেপ্টেম্বর সকালের অধিবেশনে অনেক দিন পর বাংলা গান শুনে ভীষণ ভালো লাগলো৷ মাঝে মধ্যে এমন হলে মন্দ হয় না৷ বিশ্ব পানি সপ্তাহ-এর প্রাক্কালে পানি শোধন গবেষণা নিয়ে বিজ্ঞান ডট কম পর্বের রিপোর্টটি শুনলাম৷ গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল পরিবেশনাটির জন্য ধন্যবাদ৷ বাংলাদেশ টেলিভিশন ডটকম পর্বের তথ্যগুলোও গুরুত্বপূর্ণ ছিলো বলে মনে করেন গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ৷

সুর সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা৷ জনগণের রাজকুমারী ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকীতে সুর সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি৷ এক আকস্মিক এবং অপ্রত্যাশিত করুণ মৃত্যু সারা বিশ্ববাসীকে হতবাক করেছিলো৷ সকলের ভালোবাসার সে মানুষটি এমনভাবে চলে যাবে এমনটি কেউ কখন ভাবতেও পারেনি৷ অশ্রুসিক্ত নয়নে তাই এদিনে শত কোটি ফুলেল শ্রদ্ধায় তাঁকে চির বিদায় জানানো হয়৷ মো. ফজলুল করিম (প্রচার সম্পাদক)সুর সংলাপ রেডিও ক্লাব, এনএস টাউন, যশোর৷

বর্তমান বিশ্বে এইডস একটি আতঙ্কের নাম এইডস৷ মানব জাতির জন্য এটি একটি মারাত্মক হুমকি৷ উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল কোনো দেশের মানুষই এইডস্-এর মারণ ছোবল থেকে রেহাই পায়নি৷ এর কবলে পড়ে এক দিকে যেমন লাখ লাখ লোক প্রাণ হারাচ্ছে, তেমনি আক্রান্ত দেশগুলোর সার্বিক উন্নয়নের গতিতেও ব্যাপক প্রভাব ফেলছে৷ ইউএন এইডস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা যায় এইডসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ৮২০০ জন মানুষ৷ বর্তমান বিশ্বের এ পরিস্থিতিতে বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের মতো মারণ ব্যাধি এইডসের মুখোমুখী৷ ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা৷

-ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন ও অনুষ্ঠানে প্রচারিত বিভিন্ন পরিবেশনা সম্পর্কে মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন