বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী | পাঠক ভাবনা | DW | 25.05.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই দিল্লি থেকে শ্রোতাবন্ধু অর্ধেন্দু মুখার্জী কবির একটি ছবি এঁকে পাঠিয়েছেন৷ - বরাবরের মতো এবারের ছবিটি খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ৷

নিশাত ও মুহিতের সর্বোচ্চ চূড়া জয়ের কাহিনী শুনে খুব ভালো লাগলো৷ প্রচারের জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ দিয়েছেন রংপুর থেকে নতুন বন্ধু হুজাইফা৷

ইন্টারনেটে অনুষ্ঠান উপভোগ করে থাকি৷ আর নিয়মিত ধাঁধা প্রতিযোগিতা, ছবি খুঁজুন, পুরস্কার জিতুন-এ উত্তর পাঠাই৷ কিন্তু ডয়চে ভেলে থেকে উত্তর পাইনা৷ আমি কেমন করে জানব যে ই-মেইলে পাঠানো বিভিন্ন প্রতিযোগিতার উত্তরগুলো আপনাদের হস্তগত হয়েছে? দয়া করে প্রাপ্তিস্বীকার করলে ভগ্নোৎসাহ ফিরে পাব৷ এমবি ফয়েজউদ্দিন, হাইলা কান্দি, আসাম থেকে লিখেছেন৷

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন৷ তাই দিল্লী থেকে শ্রোতাবন্ধু অর্ধেন্দু মুখার্জী কবির একটি ছবি এঁকে পাঠিয়েছেন৷ বরাবরের মতো এবারের ছবিটি খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ৷

মোট চারটি চিঠি ডয়চে ভেলেতে লিখলাম, কিন্তু একটারও উত্তর পেলামনা৷ মোবাইল ফোনে নিয়মিত অনুষ্ঠান শুনি সকাল ও রাতে৷ এ অনুষ্ঠান আমাকে এক নতুন অধ্যায়ের সূচনা করলো৷ আমার মহল্লায় শুধুমাত্র আমার ফোনটি দিয়েই ডয়চে ভেলের অনুষ্ঠান শোনা যায়, তাই অনেকেই শুনতে আসে৷ আমি একটি শ্রোতাসংঘ গঠন করার প্রস্তুতি নিচ্ছি৷ এভাবেই লিখেছেন মোতাহার হোসেন মজনু, নিলফামারী থেকে৷

প্রেমে সাড়া না পেয়ে দশম শ্রেণির কমলময়ী ছাত্রী মোমেনার উপর যুবকের অতর্কিত হামলা৷ খেজুর গাছ কাটা ধারালো দা দিয়ে চার অঙ্গুল ও কান কাটা৷ এই খবরটি পড়ে স্তব্ধ হয়ে গেলাম৷ নিজেকে নিজে প্রশ্ন করলাম আমরা কি সৃষ্টির সেরা জীব মানুষ?এভাবে আর কতো নারীকে নির্যাতিত করলে আমাদের দেশের আইনের সুষ্ঠু বিচার হবে? ডয়চে ভেলের মাধ্যমে এই প্রশ্নটি করলাম বাংলাদেশের মহামান্য হাইকোর্টের কাছে৷ রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

শুভেচ্ছা নেবেন৷ আবহাওয়া ভাল থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে এফএম- এ আপনাদের অনুষ্ঠান খুব ভাল শুনতে পাই৷ কিন্তু কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় অনুষ্ঠান শুনতে খুব কষ্ট হচ্ছে৷ আমার ইমেল পাঠানোর সুযোগ থাকলেও ইন্টারনেটে অনুষ্ঠান শোনার কোন সুযোগ নেই৷ কারণ আমি মোবাইল দিয়ে ইমেল করি এবং ওয়েবসাইট দেখি৷ তাই আর কী উপায়ে আপনাদের অনুষ্ঠান শুনতে পারব দয়া করে জানাবেন৷ মাহবুব রহমান মামুন, দারিয়াপুর, গাইবান্ধা৷

জার্মানিতে ‘ডুয়াল সিস্টেম'এর কাঠামোর সাফল্য গোটা বিশ্বে সমাদৃত৷ খবরটা পড়ে খুব ভাল লাগলো৷ জার্মানিতে আমাদের জন্য এ রকম সুযোগ থাকলে আমিও জার্মানিতে যেতাম৷ আমি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর ছাত্র৷

পডকাস্ট-এ অনুষ্ঠান শুনলাম৷ শুধুমাত্র চেনা কণ্ঠ, চেনা আন্তরিকতার টানেই ডয়চে ভেলে থেকে দূরে থাকতে পারিনা৷ তাই বারবার ফিরে আসি পডকাস্টে অনুষ্ঠান শুনতে৷ শুনলাম নিশাত মজুমদারের এভারেস্ট জয় নিয়ে সাক্ষাৎকার৷ জানতে পারলাম নিশাত, মুহিতকে বাকী অংশে ওঠার জন্য অক্সিজেন দিয়ে সাহায্য করেছে মুহিতকে নিজে না উঠে৷ এমনি আত্মত্যাগ দুর্লভ, যা সচরাচর দেখা যায়না৷ ধন্যবাদ এমন সুন্দর ফুলের মতো মনের জন্য৷ বাঙালি বলে গর্ব বোধ করছি৷ যুগ যুগ ধরে ঘরে ঘরে এমন মানুষের জন্ম হোক৷

জার্মানিতে অধিবাসীদের চাপ বাড়ছে সে সম্পর্কে জানলাম৷ ধন্যবাদ এমন সব পরিবেশনার জন্য৷ আপনাদের চিরকালের, চিরদিনের চিরন্তন সুনীল বরণ দাস, পানপাড়া, নদীয়া৷

জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ, সিলেট থেকে মামুন লিখেছেন আমাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে তবে ছাত্র বলে সবসময় এসএমএস করতে পারেননা৷

আমগাছী, মোহনপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু কামরুল লিখেছেন, দীর্ঘ দিন থেকে সময়ের অভাবে লিখতে ও নিয়মিত অনুষ্ঠান শুনতে পারিনি যে জন্য খুব খারাপ লাগছে৷ - মতামত পাঠানোর জন্য সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ৷ বন্ধুরা, উত্তর দিতে মাঝে মধ্য একটু দেরি হয়ে যায় সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন