‘বিস্ময়ভরে শুনছি বাংলাদেশি যুবকের অবিশ্বাস্য কাণ্ড’ | পাঠক ভাবনা | DW | 22.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিস্ময়ভরে শুনছি বাংলাদেশি যুবকের অবিশ্বাস্য কাণ্ড’

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে নাফিস নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ৷ তাঁর সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে৷ অবিশ্বাস্য!

‘জার্মানির প্রায় ১৬ শতাংশ মানুষ দরিদ্র' ফিচারটি পড়লাম৷ খুবই অবাক হলাম জার্মানির প্রায় ১৩ মিলিয়ন মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে তথ্যটি জেনে৷ এই প্রতিবেদন থেকে জানলাম দেশে ধনী ও দরিদ্রের মধ্যে এই পার্থক্যের কারণ মূলত শ্রম বাজারের অস্থিরতা, মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী আর্থিক মন্দা৷ খুব জরুরি পদক্ষেপ নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে, তা না হলে এর ঢেউ উন্নয়নশীল দেশগুলিকে তলিয়ে দিতে পারে৷

লুক্সেমবুর্গের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় রাজকীয় অনুষ্ঠান হলো প্রিন্স গিলাউমে ও বেলজিয়ান কাউন্টেস স্টেফানি ডে লানয়ের বিয়ে৷ এ উপলক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাজ পরিবারের সদস্যরা ও অতিথি হাজির হয়েছিলেন লুক্সেমবুর্গে৷ ধন্যবাদ ডয়চে ভেলে রাজকীয় বিয়ে সম্পর্কে ঢাকঢোল পিটিয়ে আমাদের জ্ঞাত করানোর জন্য৷ লম্বা ই-মেলে এসব কথা লিখেছেন এস এম আনোয়ার কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে৷

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর হামলা সংশ্লিষ্ট এলাকার মানুষের করুন পরিস্থিতি নিয়ে পরিবেশনাটি শুনলাম৷ এই ভয়াবহ অবস্থার জন্য মায়ানমারের সরকার প্রধানত দায়ী বলে মনে করছি৷ এই নির্যাতিত মানুষের দুঃখ-কষ্ট লাঘভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ৷

জীবনের প্রতিটি মুহূর্তে ডয়চে ভেলের প্রতি ভালোবাসায় জড়িয়ে আছি৷ ডয়চে ভেলের ওয়েবসাইট আর অনুষ্ঠান শ্রোতাদের আরো কাছে নিয়ে এসেছে৷ ডয়চে ভেলে এমন একটি স্থানে দাড়িয়ে রয়েছে প্রতিদিনই শ্রোতা বৃদ্ধি হচ্ছে৷ ফেসবুকে শ্রোতারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করছেন৷ আমার বিশ্বাস শ্রোতারা সবসময়ই ডয়চে ভেলের সাথে থাকবেন একান্ত আপন হয়ে৷ ডয়চে ভেলের কর্মকাণ্ডকে ঘিরে শ্রোতারা আরো এগিয়ে যাবে৷ ডা.এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা৷

অ্যামেরিকাতে আটক নাফিসকে নিয়ে ড. ইমতিয়াজ আহমেদ ও ড. কামাল এই দু'জনের মতকেই আমি সমর্থন করছি, তবে বাংলাদেশ যেন তার কাছ থেকে দূরে সরে না যায়৷ তাকে কোনো দল বা কোনো গোষ্ঠির চাদরে না ঢেকে সে বাংলাদেশি এই পরিচয়ে তাকে সাহায্য করবে বাংলাদেশ৷ প্রকৃত সত্য বের করতে হবে৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপর, রাজশাহী৷

- ই-মেলে মতামত জানানোর জন্য ধন্যবাদ সবাইকে৷ এখানে যাদের পাঠানো মতামত আজ দেওয়া হয়েছে তাদের মধ্যে একমাত্র প্রফেসর সাইফুল ইসলাম থান্দার ছাড়া সবাইকে আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি৷ ধন্যবাদ৷ আরো বেশি বেশি ফেসবুকে আসুন বন্ধুরা৷ শুধু ‘লাইক'-এ ক্লিক নয়, মন্তব্য করুন বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে৷


সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ