বৃদ্ধাশ্রম নিয়ে সাক্ষাত্‌কার খুব ভালো লাগলো | পাঠক ভাবনা | DW | 08.09.2008
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বৃদ্ধাশ্রম নিয়ে সাক্ষাত্‌কার খুব ভালো লাগলো

আন্তর্ধর্মীয় সংলাপ, ধর্মে ধর্মে সম্প্রীতি সৌহার্দ ও মানবিক সুচেতনার উন্মেষ এবং বিকাশে সেতুবন্ধ অনুষ্ঠানটি দারুণ কার্যকর ও অনন্য ভূমিকা পালন করে চলেছে৷ এই অনুষ্ঠানটি আমাদের নিরন্তর ও সম্প্রীতিবোধে উজ্জীবিত করেছে৷

বৃদ্ধদের প্রতি সহনশীল আচরন জরুরী

বৃদ্ধদের প্রতি সহনশীল আচরন জরুরী

৫ই সেম্টেম্বরের সেতুবন্ধ তেমনই একটি সমৃদ্ধ ও মূল্যবান প্রযোজনা৷ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ৷

প্রিয় ডয়চে ভেলের সুবাদে এক মুহুর্তেই জেনে ফেল্লাম আজকের পাক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, বাংলাদেশের রাজনৈতিক সংলাপ নিয়ে রিপোর্ট, প্যারা অলিম্পিক সংবাদ- এক কথায় অনবদ্য৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম৷

নতুন আঙ্গিকে তথ্য পূর্ণ অনুষ্ঠান অনবদ্য ও আকর্ষণীয় খুব ভালো লাগছে৷ মোনালিসাতে পরিবারে সন্তানের চাহিদা প্রসঙ্গে রিপোর্টটি খুব ভালো লাগলো৷ অনেক কিছু জানতে পারলাম৷ জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানে বৃদ্ধাশ্রম নিয়ে সাক্ষাত্‌কার খুব ভালো লাগলো৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান৷

নির্বাচিত প্রতিবেদন