বেশি করে বাংলা ব্লগ চাই | পাঠক ভাবনা | DW | 26.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বেশি করে বাংলা ব্লগ চাই

সকালের অনুষ্ঠানে যাত্রা শুরু করল বাংলা ব্লগ শিরোনামে প্রতিবেদনটি শুনলাম খুব ভালো লেগেছে৷ আশাকরি আগামী দিনগুলোতে আরো নতুন নতুন বাংলা ব্লগ আসবে৷

ব্লগে মডারেশন থাকাটা বাঞ্চনীয়৷ ব্লগে মডারেশন না থাকলে দুষ্টু লোকেরা যা ইচ্ছে তাই ব্লগে লিখতে পারবে আর তাতে নামি ব্লগারদের ক্ষতি হবে৷ আমাদের আগামী জাতীয় নির্বাচনেও এই ব্লগের জয়জয়কার দেখতে চাই৷ লিখেছেন, মাহফুজ,ঝাকুনীপাড়া , কুমিল্লা থেকে৷

চিত্রশিল্পী মারুফ আহমেদ, বাংলা ব্লগ এবং সুনামি সম্পর্কে তথ্য খুব ভালো লেগেছে তাই ধন্যবাদ দিয়েছেন পূর্ব গোয়ালু, বুড়িরহাট ফার্ম, রংপুর থেকে শ্রোতাবন্ধু মোস্তাফিজুর রহমান৷

মুক্তিযুদ্ধে ইলা দাসের অংশগ্রহণ সম্পর্কে সাক্ষাৎকার খুব ভালো লাগলো৷ মন্তব্য গজঘন্টা, রংপুর, মো.সাবিরুল ইসলামের৷

ডয়চে ভেলের সবগুলো ফিচার পর্বই খুব ভালো লাগে৷ যে কোন একটির নাম করে অন্যটিকে খাটো করতে চাইনা৷ আমগাছী, হাটরা, মোহনপুর, রাজশাহী থেকে মন্তব্য শ্রোতাবন্ধু কামরুল হাসানের মন্তব্য৷

প্রতিটি পরিবেশনা খুবই ভাল লাগে৷ কিন্তু আমার এসএমএস না পড়ায় ভীষণ খারাপ লাগলো৷ এই যে পড়লাম৷ কিন্তু এসএমএস-এ যে নাম লেখেন নি৷ সবাইকেই অনুরোধ করছি, এসএমএস করার সময় একটু লক্ষ্য রাখবেন নিজের নাম লেখা হয়েছে কিনা, কেমন?

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটি শুনে খুব ভাল লাগল৷ বিদেশি গানের পাশাপাশি বাংলা গান শুনতে খুব ভাল লাগে৷ জানিয়েছেন, আনন্দ দেবনাথ, ঘোষনগর, তালা,সাতক্ষীরা, থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক