বেশি বেশি মাছ খান | পাঠক ভাবনা | DW | 04.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বেশি বেশি মাছ খান

স্ট্রোক এড়াতে খাদ্য তালিকায় মাছ! এই প্রতিবেদনটি দেখে আমাদের মনে ভালো লাগার কথা৷ কারণ বাঙালিরা মাছ প্রায় প্রতিদিন খায়৷ আমদের ভাতে মাছের তরকারি না থাকলে, সেদিন খাওয়া মনের মতো হবে না৷

এই প্রতিবেদনটি বাঙালিরা দেখে খুব খুশি হবে৷ তাই ধন্যবাদ আপনাদের৷ সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌঁগ্রাম, বর্ধমান৷

আইপিএল'এর সম্মান-পুরস্কার পাননি অনেক ক্রিকেটার৷ বর্তমানে আইপিএল বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয় হলেও, অনেক সমস্যা আছে এই ক্রিকেট লীগে৷ ক্রিকেটার তাদের প্রাপ্ত সম্মান পাচ্ছেনা৷ তাছাড়া ভারতের যে কোন খেলোড়ার এই লীগে অংশ নিতে পারলেও অন্য অনেক দেশের ক্রিকেটার যেমন পাকিস্তানের ক্রিকেটার এই লীগে অংশ নিতে পারেনা৷ যে কারণে এই দুই দেশের ক্রিকেটাদের মধ্যে ও দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েই চলছে৷ যা ক্রিকেট এবং  দুই দেশের জনগণের জন্য মোটেও কল্যাণকর নয়৷ আমি মনে করি খেলাধুলা যে কোনো বিতর্ক অবসানের একটি মহাসৌধ তাই এই দু'দেশের উচিত খেলার মাঠের মাধ্যমে সম্পর্ক শীতল করা৷

 ২ অক্টোবর সকালে অনুষ্ঠানে নতুন সিল্ক রুট সম্পকে প্রতিবেদন এবং ইনবক্স পরিবেশনা খুব ভাল লেগেছে৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া৷ 

‘জার্মানির জাতীয় দিবস তথা, পুনরএকত্রিকরণ দিবস'৷ আধুনিক বিশ্ব ইতিহাসে এই বিশেষ দিনটার গুরুত্ব, তাৎপর্য অসীম৷ আমরা মনে করি এই দিনটাকে সামনে রেখেই অখন্ড ইউরোপ ভাবনার শুরু৷ এই মহান দিনে জার্মানির সমস্ত নাগরিককে জানাই আন্তরিক উষ্ণ অভিনন্দন৷ ‘সৌদি আরবে ইংরেজি শিক্ষকের চাহিদা' নিয়ে মাহবুবুল আলমের সাক্ষাৎকার শুনলাম, আকর্ষণীয়৷  বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জন্য ইংরেজি শিক্ষা এখনো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে, বিশেষকরে যারা আরব মুলুকে যেতে চায়৷

‘ভারতের কেন্দ্রীয় স্কুলে জার্মান ভাষা শিক্ষা' নিয়ে ক্যাম্পাস ছিলো অসাধারণ৷ ভারত-জার্মানি সম্পর্ক সু-প্রাচীন, সু-মহান, সু-গভীর৷ তাই জার্মানি আরো ভালোভাবে জানতে, জার্মান সংস্কৃতিকে আরো ভালোভাবে বুঝতে জার্মান ভাষা শেখার একটা স্বাভাবিক আগ্রহ ভারতীয়দের মধ্যে রয়েই গেছে৷ তাছাড়াও জার্মানিতে পড়াশোনা করতে তথা কর্মসংস্থানের তাগিদে জার্মান ভাষা শেখার একটা ট্রেন্ড বেশ কিছু দিন যাবৎ পরিলক্ষিত হচ্ছে৷ এছাড়া, ‘স্টোক এড়াতে খাদ্য তালিকায় মাছ' অসাধারণ৷ মাছ প্রিয় বাঙালি মাছ খেতে আরো বেশি উৎসাহিত হবে৷ ডা.সিদ্ধার্থ সরকার ও চৈতালী সরকার৷

সৌদি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বিষয়ে মাহবুব আলমের সাক্ষাৎকারটি ছিলো বেশ জরুরি৷ এই তথ্যগুলো আমাদের কাজে আসবে৷ আমরা এসম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই৷ ফয়সাল আহমেদ শিপন, গোপালগঞ্জ৷

রাতের অনুষ্ঠানে জার্মান জাতীয় দলের গোল কিপার নেয়রের কথা ভালো লেগেছে ৷ তাছাড়া রাতে অনুষ্ঠানে আর কিছু ভালো লাগেনি৷ শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল, পলাশবাড়ি, গাইবান্ধা৷ 

গতকাল রাতের অনুষ্ঠানে বিজ্ঞান ডটকম এবং হেল্থলাইন এই দু'টি অসাধারণ পরিবেশনা শুনলাম৷ খুব ভাল লাগল৷ আর সকালের অনুষ্ঠানে গান্ধীজিকে নিয়ে অসাধারণ একটা পরিবেশনা শুনে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ বিজ্ঞান ডটকম পর্বে গণ্ডারকে বাঁচানোর উরদেশে নতুন বিষ উদ্ভাবন নিয়ে  পরিবেশনাটি আরো ভাল লাগল৷ এমন সব অসাধারণ পরিবেশনার আয়োজন করে আমাদের মত শ্রোতাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডিএক্সিং ক্লাব, তালা, সাতক্ষীরা৷ 

৩ অক্টোবর জার্মানির পুনরএকত্রীকরণদিবস উপলক্ষে সকল জার্মানকে জানাই প্রণঢালা শুভেচ্ছা৷ সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন এটাই আমার কামনা৷ এম আবদুর রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, বগুড়া৷

সমাজ উন্নয়নে ও গঠনে নারীর ভূমিকা ক্রমশ বাড়ছে৷ বিভিন্ন পেশায় এগিয়ে আসছেন তাঁরা সগৌরবে৷ এইসব পেশাজীবী মহিলাদের কথা জানা গেলে বোঝা যায়, তাঁদের সংগ্রাম আর সাফল্যের কথা৷ জানা যায় তাঁদের পরামর্শ, পরবর্তী প্রজন্মের জন্য৷ সেইরকম একজন সফল নারী সুপ্রীতি ধর৷ বাংলাদেশের অন্যতম সাংবাদিকদের একজন তিনি৷ তাঁর সাংবাদিকতা জীবনের কথা জানতে পারলাম একটি একান্ত সাক্ষাত্কার থেকে৷ খুব ভালো লাগল৷

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদান, জার্মানির সর্বোচ্চ আদালতের ৬০ বছর পূর্তি, পদ্মা বিধৌত অঞ্চলের মানুষের কণ্ঠস্বর রেডিও পদ্মা , চলে গেলেন নোবেল বিজয়ী পরিবেশবাদী নেত্রী ওয়াঙ্গারি মাথাই, ব্যাকটেরিয়ার সাহায্যে ডেঙ্গু জ্বরের ভাইরাস দমন ইত্যাদি বিষয়ে প্রতিবেদনগুলি বেশ তথ্য সমৃদ্ধ ছিল৷ সুন্দর ও আকর্ষণীয় পরিবেশনাগুলির জন্য আন্তরিক ধন্যবাদ৷ মহ. হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ