ব্লগ সম্পর্কে জানায় শুধু ডয়চে ভেলে | পাঠক ভাবনা | DW | 09.02.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ব্লগ সম্পর্কে জানায় শুধু ডয়চে ভেলে

ভাষার মাসে ব্লগারদের মিলন মেলা এবং বই প্রকাশ নিয়ে প্রতিবেদনটি শুনলাম৷ ব্লগ নিয়ে যা কিছু জানতে পারছি তা সবই এই ডয়চে ভেলে থেকে৷ অন্য কোন বেতার থেকে ব্লগ বা ব্লগারদের নিয়ে কোন তথ্য প্রচার করে না৷

আশাকরি আগামীতেও ডয়চে ভেলে এই ধারাবাহিকতা রক্ষা করবে৷

ওয়েব সাইট আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে৷ তবে পেইজ ওপেন করতে একটু বেশি সময় লাগে, আর একটু দ্রুত ওপেন হলে আরো ভালো হতো৷ নতুন লোগো সম্পর্কে বলতে চাই, সুন্দর হয়েছে৷ ঝাকুনীপাড়া, কুমিল্লা থেকে জানিয়েছেন শ্রোতাবন্ধু মাহফুজ৷

ধন্যবাদ মতামতের জন্য৷ বন্ধুরা আগামী শনিবারের ইনবক্স প্রায় পুরোটাই সাজানো হবে নতুন ওয়েবসাইট সম্পর্কে পাঠানো মতামত দিয়ে৷ শোনার আমন্ত্রণ রইলো৷ আর আপনাদের মতামত জানানোর অনুরোধ রইলো৷

আপনাদের নুতন ওয়েব সাইট দারুণ, সত্যি চমৎকার৷ তাইতো বলি আমরা কেন ডয়চে ভেলেকে এত ভালবাসি ? কেন ডয়চে ভেলে সকলের এত আপন৷ ধনবাদ চির নুতন ডয়চে ভেলেকে৷ অসিত কুমার দাশ মিন্টু , ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম থেকে জানিয়েছেন৷

গতকাল রাতের অধিবশনে বিভিন্ন আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে৷ টারসিয়ার নামক এক অদ্ভুত প্রাণীর কথা জানতে পেরে খুবই ভালো লাগলো৷ সুরের ভুবন পর্বে লেনার্ট কোহেন'এর বর্ণাঢ্য সংগীত জীবনের আদ্যোপান্ত জানলাম৷ একজন লেখক ও কবির মধ্যে গায়ক সত্তার প্রকাশ ও বিকাশ আমাদের অবাক করেছে৷

এছাড়া বাংলাদেশে প্রমীলা ফটো সাংবাদিকদের অগ্রযাত্রার খবর আমাদের মুগ্ধ করেছে৷ আর এবিষয়ে কাকলী প্রধান, বিলকিস আক্তার সুমি ও ইয়াছিন কবির জয়ের সাক্ষাৎকার দিয়েছে নতুন মাত্রা৷ ধন্যবাদ এ ধরনের পরিবেশনার জন্য৷ নন্দনের নান্দনিক দোলা লাগানো আয়োজনটি খুবই তথ্যবহুল ছিল৷ সজল রঞ্জন ঘোষ, খুলনা থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক