‘ব্লগার সহ সবার জন্যই নিরাপত্তা চাই’ | পাঠক ভাবনা | DW | 27.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ব্লগার সহ সবার জন্যই নিরাপত্তা চাই’

‘ব্লগারদের নিরাপত্তা চেয়ে থানায় জানা’ এ সম্পর্কে প্রতিবেদনটি ভাল লাগলো৷ তবে কতটুকু কি হবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে৷ কিছুটা কাজ হলেও ব্লগাররা তো একটু আশা পাবে৷ সবার সব আশা পূর্ণ হোক এই কামনা করছি৷

বেশ কয়েকদিন ছুটি নিয়েছিলাম সবার কাছ থেকে এমনকি ইন্টারনেট, ফেসবুক, টিভি ইত্যাদি৷ তবে ভাল ছিলাম, আর সাথে ছিল রেডিও৷ গ্রামের বাড়িতে ছাদে বসে সব অনুষ্ঠান শুনতে ভুল হয়নি৷ সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস থেকে লিখেছেন এই ইমেলটি৷

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসলে তিনি তাঁর শ্বশুরবাড়ি যাবেন৷ আর এ ব্যাপারে তাঁর শ্যালক কানাইলাল ঘোষের সাথে আলাপচারিতা খুব মজার ছিলো - লিখেছেন শ্রোতাবন্ধু সাইফুল ইসলাম থান্দার৷

তিনি আরো লিখেছেন তুরস্কে নারী নির্যাতন ও অনার কিলিং বিষয়ে মোনালিসা পর্বটি ছিলো সমগ্র নারী জাতির জাগরণের এক বলিষ্ঠ প্রচারণা৷ তাছাড়া বই মেলার স্টলে আগুনের ব্যাপারে প্রকাশকের সাক্ষাৎকার থেকে বাংলা একাডেমীর পরিচালকের গাফলতির কথা শুনে খারাপ লাগলো৷

ধন্যবাদ দু'জনকেই৷ বন্ধুরা, গত কয়েকদিন থেকে আমরা খুবই কম ইমেল পাচ্ছি, এর কারণ ঠিক বুঝতে পারছিনা৷ আরো বেশি বেশি মতামত জানাবেন আপনারা সবাই এই অনুরোধ করছি আমরা সবাই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন