‘ভালো খবর বোধহয় একেই বলে' | পাঠক ভাবনা | DW | 24.01.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘ভালো খবর বোধহয় একেই বলে'

বাংলাদেশে পাটের পাতা থেকে ‘সবুজ চা' উৎপাদন শুরু হয়েছে৷ এবং সেই চা জার্মানিতে রপ্তানিও হচ্ছে৷ এই সুখবরে পাঠকদের অনেকেই বেশ গর্বিত আর সেকথাই লিখেছেন তাঁরা ফেসবুক পাতায়৷  তাছাড়া  ‘চা' নিয়ে তাঁদের কিছু প্রশ্নও রয়েছে৷ 

পাট পাতা থেকে চা উৎপাদন ও তা রপ্তানি সম্পর্কে মোহাম্মদ মুনিজ লিখেছেন, ‘‘ নতুন দিগন্তের সূচনা হয়েছে৷ এদেশটাকে আমরাই এভাবেই সাজাবো৷''  আর ওয়ালীনূর খানের ভাষায়, ‘‘ভালো খবর বোধহয় একেই বলে৷''

আর ‘‘মাশাআল্লাহ'' মন্তব্য আনোয়ার রহমান ও শামসুল আলমের৷ 

তবে পাট পাতার সবুজ চা দেশের বাজারে কখন পাওয়া যাবে জানতে খুবই আগ্রহী সুনিল চক্রবর্তী৷ আর জুনাইদ চৌধুরী জানিয়েছেন,  ‘‘পাট পাতা (পাটশাক)এমনিতেও আমাদের পছন্দনীয় একটা খাদ্য উপাদান৷''  তাছাড়াও  পাঠক তানভির ও কানিজ ফাতেমা শেফালির কাছে খবরটি খুব ভালো লেগেছে৷

তবে ফজলে মনির চৌধুরী একটু দ্বিধায় পড়েছেন, তিনি ঠিক বুঝতে পারছেন না ওটা চা, নাকি পাট পাতার রস৷

আর পাট পাতার সবুজ চায়ের স্বাদ নিতে চান ডয়চে ভেলের ফেসবুক বন্ধু  মুস্তাফিজুর রহমান৷ এই চা কোথায় পাওয়া যাবে তা জানতে চেয়েছেন তাঁরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন