‘ভাষার জন্য টান আর অনুভূতি’ | পাঠক ভাবনা | DW | 20.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভাষার জন্য টান আর অনুভূতি’

এবারের নন্দন পর্বের সুন্দর বিষয়টি আমাদের তৃপ্তি দিয়েছে বৈকি৷ হান্ড্রেড মাইলস-এর পরিচালনায় বাংলাদেশে সাইকেল ট্যুরের কথা জেনে ভালো লাগলো৷ ভালো লাগলো শুনে, ‘ভাষার জন্য রক্ত ঝরাতে পারিনি, অন্তত কিছুটা ঘাম তো ঝরাতেই পারি’৷

‘এই বক্তব্যের মধ্যে ভাষার প্রতি যে টান রয়েছে, বাঙালি জাতিসত্ত্বার যে অনুভূতি আছে - তা কোন্ বাঙালির ভালো লাগবেনা বলুন?' - বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছেন৷

- ভাই বিধান, আপনার এই মন্তব্যও আমাদের হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ৷

বিরোধী দলের সংসদে যোগ দান নিয়ে ঢাকা থেকে পাঠানো রিপোর্টটি খুব তথ্যপূর্ণ ছিল৷ সেজন্য ধন্যবাদ দিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

ভারতে দুধ সবজি ফলমুলসহ অন্যান্য খাদ্যে ভেজাল মেশানো হয়৷ আর তা খেয়ে মানুষের কি দশা হতে পারে জানলাম হেল্থলাইন পর্বে৷ আরো জানলাম এশিয়ার কোন দেশ কতো অস্ত্র আমদানি বা রপ্তানি করছে তারও একটা খতিয়ান৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন মাইকেল হালদার ও বিকাশ ভট্টাচার্য, বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে৷

Fahrrad Rennen Kalkutta-Dhaka 2012

হান্ড্রেড মাইলস-এর পরিচালনায় বাংলাদেশে সাইকেল ট্যুর

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মত শ্রোতা৷ ডয়চে ভেলের সব অনুষ্ঠানই যুগোপযোগী৷ ডয়চে ভেলে যা প্রচার করে, তার সবটাই আমার কাছে মধুময় ও মনোরম৷ এফএম আঙ্গিকে সাজানো প্রতিটি পরিবেশনা আমার ভীষণ ভালো লাগে৷ বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ, চলমান বিশ্ব পরিস্থিতির উপর বিশ্লেষণ ও আলোচনা, সুরের ভুবন, পশ্চিমের জানালা, মোনালিসা, ইনবক্স, খেলার খবর, শ্রোতা মতামত, বিষয়গুলি অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয়৷ ভাষা শিক্ষার আসর সকালে এবং ইনবক্স রাতে প্রচারের ব্যবস্থা করলে খুব ভালো হয়৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ৷ অনেক অনেক ভালো থাকবেন৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

আজ সকালে অনুষ্ঠান শুনলাম অত্যন্ত পরিষ্কার এবং জোরালোভাবে৷ এজন্য খুবই ভালো লাগছে৷ আসলে দীর্ঘদিন পর নিজের বাড়িতে বসে পুরনো বন্ধুকে পাশে পেয়ে খুবই আনন্দ পেয়েছি৷ আমার মনে হয়, ট্রান্সমিটারের পাওয়ার একটু বাড়ালে পুরো দেশটাকেই কভার করা সম্ভব৷ নিয়মিতই ওয়েবসাইট দেখছি এবং ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' কুইজে অংশ নিচ্ছি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হচ্ছেনা৷ ভালো থাকুন এ আশায়, আপনার স্নেহধন্য এসএম আবদুল্লাহ রানা, প্রেসিডেন্ট ডয়চে ভেলে ফ্যান ক্লাব, ডাকঘর সুজানগর, পাবনা৷

- মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন