‘ভাসানচর গৃহহীন মানুষদের দেওয়া হোক' | পাঠক ভাবনা | DW | 18.02.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভাসানচর গৃহহীন মানুষদের দেওয়া হোক'

 ‘‘ভাসানচরে রোহিঙ্গা নয়,দেশের গৃহহীন মানুষদের থাকার সুযোগ দেয়া হবে৷'' পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন অনেক পাঠক, মন্তব্য করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

‘‘আমাদের গরিব, অসহায়, যাদের থাকার জায়গা নাই তাদেরকে ভাসানচরের ঘরেগুলো দেওয়া হোক'',পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানার পর  পাঠক শাহ ইব্রাহিম সোহেল  এ কথা লিখেছেন ফেসবুক পাতায়৷ একই মত পাঠক ইসলাম সাইফ, খলিল মাহমুদ, মোহাম্মদ ফরিদ, রাজু শাহ ও ইউসুফ আলির৷ তাদেরও দাবি, ভাসানচর দেশের গৃহহীনদেরই দেওয়া হোক৷

এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত ও ভালো উদ্যোগ বলে মনে করছেন পাঠক সালেহ রাজীবও,  যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা শুধু তাঁর নিজের চিন্তা, সিদ্ধান্ত এখনো হয়নি৷

তবে এ সম্পর্কে ভিন্নমত পোষণ করেন পাঠক মুনতাসির আজিজ৷ তার মতে ভাসানচরে বাড়িগুলো নির্মিত হয়েছে আন্তর্জাতিক সংস্থার সাহায্যে, তাই রোহিঙ্গাদের অবহেলা করা হলে সরকার চাপের মুখে পড়বে৷

রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যে স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেখানে বাংলাদেশের গৃহহীনদের থাকার সুযোগ দেওয়া হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রী যে মন্তব্য করেছেন, তা জানার পর, ভাসানচরের স্থাপনাটিতে হস্তশিল্প বা দূষণমুক্ত পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন পাঠক হাসনাইন মাহমুদ৷

অন্যদিকে মোমেনা মনি বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হোক, যে কথা বাংলাদেশের নাগরিকরা শুরু থেকেই বলছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন