ভিআইপিদের জন্য আলাদা লেন করার বিষয়ে পাঠকরা যা বললেন | পাঠক ভাবনা | DW | 07.02.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ভিআইপিদের জন্য আলাদা লেন করার বিষয়ে পাঠকরা যা বললেন

‘‘ভিআইপিদের জন্য শুধু সড়ক না, শূন্যে ভাসমান একটা শহর তৈরির আবেদন করছি–'' ঢাকার সড়কে  ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় বেশিররভাগ পাঠকই এ ধরনের মন্তব্য করেছেন৷ 

‘‘ভিআইপিদের জন্য শুধু সড়ক না, শূন্যে ভাসমান একটা শহর তৈরির আবেদন করছি, যেখানে কোনো মাটির মানুষ বা মাটির সংস্পর্শ থাকবে না, কারণ, বাংলাদেশের মাটিতে মিশে আছে অজস্র শহিদের রক্ত৷ এই কথিত ভিআঅপিদের দাপটে প্রতি মুহুর্তে অপবিত্র হচ্ছে রক্ত মাখা এই মাটি৷'' এই মন্তব্যটি করেছেন পাঠক জিনাত মহল মিশর৷

‘‘ভিআইপি লেন না বানিয়ে ভিআইপি ব্যাংক তৈরি করুন, যেখানে শুধু ভিআইপিরাই হোল্ডার আর ভিআইপিরাই লোন লেনদেন করবেন৷'' এ কথা লিখেছেন জলিলুর রহমান৷

‘‘ভিআইপিরাই দেশের মানুষ, তারাই দেশে থাক৷ আর আমাদের মতো সাধারণ মানুষকে রোহিঙ্গাদের মতো দেশের বাইরে তাড়িয়ে দিলেই হয়''' মন্তব্য মুকুল সরদারের৷

আর পাঠক আমানুলের মতে, ‘‘  বাংলাদেশের যানজট দূর হবে, যদি ভিআইপিরা বাসে চড়েন লন্ডনের মেয়রের মতো৷ অথচ  আমাদের দেশে সাধারণ উপজেলা চেয়ারম্যানের জন্যও গাড়ি দেয়া হয়, আর এটাই হলো আমাদের সরকারের নীতি৷'' 

আর  ‘অবৈধ সরকারের চিন্তা ভাবনা ও অবৈধ' ভিআইপিদের জন্য আলাদা লেন করা নিয়ে এই মন্তব্য করেছেন ডয়চে ভেলের পাঠক ফোকরান আলম৷

ভিআইপিদের জন্য আলাদা লেন করার জন্য সরকারের এ রকম প্রস্তাব দেওয়া মানেই নাকি সরকারের নিজের পায়ে কুড়াল মারার মতো৷ এমনটা মনে করেন জাকির হোসেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন