‘ভিন্ন ধর্ম সম্পর্কে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গি আরো ভালো’ | পাঠক ভাবনা | DW | 19.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভিন্ন ধর্ম সম্পর্কে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গি আরো ভালো’

‘ভিন্ন ধর্ম সম্পর্কে জার্মানদের দৃষ্টিভঙ্গি’ শিরোনামে পরিবেশনাটি ব্যাতিক্রমী ছিল৷ তবে অন্য ধর্মের মানুষ সম্পর্কে তাদের মনোভাব আরও ইতিবাচক হওয়া উচিত ছিল বলে মনে করছি৷

এ ক্ষেত্রে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি তাদের চেয়ে আরও উন্নত বলে আমার বিশ্বাস৷ জানিয়েছেন মো. জিয়ারুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে৷

আসসালামু আলাইকুম৷ আমাদের ভালবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আজ সকালের ইনবক্স দারুণ লাগলো৷ মোবাইলে প্রত্যেকটি অনুষ্ঠানের রেকর্ড করে রাখি৷ প্রয়োজনে বারবার শুনি আর কম্পিউটারে স্টোর করে রাখি৷ পরে যদি লাগে কোন কারণে....

আজকের বিশ্ব সংবাদ ছিল নানা রকম তথ্যে ভরপুর৷ বেশ ভাল লাগলো৷ আসলে বর্তমানে সারা বিশ্বে যে হানাহানি চলছে তাতে নিজেকে সবসময় সজাগ থাকতে হয়৷ না জানি এই বুঝি কোন দুঃসংবাদ এলো৷ বিজ্ঞানের নব আবিষ্কারে আরো বেশি শঙ্কিত থাকে সারা বিশ্বের মানুষ৷ যেখানে ক্ষণে ক্ষণে চালক বিহীন বিমান হামলার মতো ঘটনা ঘটছে নিরাপদ বাসস্থানে, সেখানে মানুষ নিজেকে নিরাপদ বলে মনে করবে কী করে? এ সকল কারণেই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হয় ডয়চে ভেলের মতো বিশ্বস্ত গণমাধ্যমের দিকে৷ ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে৷

আমার কয়েকটি কথা বলার আছে৷ ওয়েবসাইটের প্রথম পাতায় ছবিঘরের মতো করে প্রতিদিনের অনুষ্ঠান সূচি প্রদর্শন করা হোক৷ যেদিন যে বার সেদিনের অনুষ্ঠানসূচি একটি ছবি আকারে এমনকি সাতদিনে সাতটি ছবি আকারে থাকলে তা ওয়েবসাইটে দেখে রেডিও শোনার প্রতি একটু হলেও শ্রোতা পাঠকরা আগ্রহী হবে বলে আমি মনে করি৷

আগের মতো প্রতিটি প্রতিবেদন পড়ার পরে মতামত জানানোর জন্য একটি নিদিষ্ট ফর্ম সংযোজন করতে হবে৷ যাতে করে শ্রোতা পাঠকরা সহজেই প্রতিবেদন পড়ে তাৎক্ষণিক মতামত দিতে পারে৷

ওয়েবসাইট নিয়মিতভাবে আপডেট হচ্ছে এই নিয়ে কোন কথা নেই,বরং মাঝে মাঝে রেডিওতে শোনার আগেই ওয়েবসাইটে দেওয়া হয়, সেটাও দারুণ ব্যাপার৷

‘পাঠক মতামত 'পাতায় অনেক পুরাতন শ্রোতাকেও লিখতে দেখছি৷ কিছু ছোট খাট উপহার সামগ্রী পাঠানোর কথা – আমি যে এর ব্যতিক্রম তা নই, তাহলে আপনারা কেনই বা করছেন না পাঠকদের কথা ভেবে এইটুকু? কতই আর খরচ হবে? এতে আপনাদের অনেক শ্রোতাই খুশি হবেন৷ দেখুন না চেষ্টা করে৷

‘চলে গেলেন সুভাষ দত্ত' শিরোনামের প্রতিবেদনটি পড়ে জানতে পারলাম সুভাষ দত্ত সম্পর্কে নানা তথ্য৷ শুক্রবার সকালে টিভিতে প্রথম খরবটি শুনে খারাপ লাগলো৷ আগে থেকেই জানতাম তার বার্ধক্যজনিত অসুস্থতার কথা তাই খবরটি শুনে বেশি হতবাক না হলেও কষ্ট লাগলো৷ ভাল থাকবেন ডয়চে ভেলের সবাই৷ মো. সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার/পরিদর্শক, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

রাইন ইউরোপের দীর্ঘতম ও সুন্দর এবং গুরুত্বপূর্ণ নদীগুলির অন্যতম৷ দৈর্ঘ্যে ১,৩২০ কিমি এই নদীতে প্রতি সেকেন্ডে দু'হাজার ঘন মিটার পানি প্রবাহিত হয়৷ এই প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে এখনই রাইনস্টাইন থেকে ঘুরে আসি৷ প্রতিবেদনটি খুব ভাল লাগল, এটি খুব সমবায় উপযোগী প্রতিবেদন হয়েছে৷ আগামীতে এরকম আরও প্রতিবেদন পাব বলে আশা করছেন শ্রোতাবন্ধু মো. মাসুদুর রহমান, নতুন মূলগ্রাম,কেশবপুর ,যশোর থেকে৷

এই প্রতিবেদনটি খুবই পছন্দ করেছেন পানপাড়া নদীয়া থেকে বোন মঞ্জু দাস এবং বিলাশী ভবন, খুলনা থেকে শ্রোতাবন্ধু নিজাম উদ্দিন নয়ন৷

লেখার শুরুতে ডয়চে ভেলের পরিবারকে জানাই বাংলার মাঠে ঘাটে ফুটে থাকা কমলি আর হরেক রং-এর ঘাস ফুলের শুভেচ্ছা৷ পড়ালেখার ব্যস্ততার কারণে বেশ কয়েক সপ্তাহ লিখতে পারিনি৷ তবে যখনই সময় পেয়েছি তখনি অনুষ্ঠান শুনেছি৷ আর মাঝে মধ্যে ফেসবুকের উঁকিঝুঁকি কি আপনাদের চোখে পড়েনি? ভালোবাসার টানে আবার ফিরে এলাম সেই চেনা ঠিকানায়৷ গ্রহণ করবেন তো? আগের মতো ঠাঁই দেবেন তো অনুষ্ঠানে? যখনই আমার চিঠি পড়তেন অনুষ্ঠানে তখনই চিঠি লেখার উৎসাহ আরো দ্বিগুণ বেড়ে যেত৷

১৮ তারিখের ইনবক্স শুনছিলাম খুলনা ১০২ এফ এমে কিন্তু ঐ দিন খুলনা কেন্দ্র খুব ডিস্টার্ব করেছে দু'এক মিনিট পর পর অনুষ্ঠান বন্ধ হয়ে ৪-৫ মিনিট পর আবার শোনা যেত৷ ভাগ্য ভাল ছিল যে ঐ দিন ঢাকা এফ এম ৯৭.৬ এর শ্রবণ মান খুব ভালো ছিলো৷ তাই পুরো অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে শুনেছি৷

বারাক ওবামার মিয়ানমার সফর নিয়ে প্রতিবেদনগুলো আমি মনযোগ দিয়ে শুনেছি৷ আমার দৃঢ় বিশ্বাস শান্তিতে নোবেল জয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর অত্যাচার রক্তপাত বন্ধে অনেক বড় ভূমিকা পালন করবে৷ হাজারীবাগের বস্তিতে আগুন লেগে ১১ জনের মৃত্যুর খবরটি আমাকে মর্মাহত করেছে৷ এদিকে সরকারের সুনজর আমাদের সবার কাম্য৷

জার্মান তরুণদের বিয়ার পান আমার কাছে ভালো লাগে না৷ কারণ বিয়ার পান করলে মস্তিষ্কের বিকৃতি ঘটে৷ শুভেচ্ছান্তে, মো.রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন