‘ভুল অস্বীকার করে নিজেদের প্রশংসা ম্লান করছে ব়্যাব’ | পাঠক ভাবনা | DW | 20.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভুল অস্বীকার করে নিজেদের প্রশংসা ম্লান করছে ব়্যাব’

ডিডাব্লিউ’র ওয়েবসাইটে ‘মেঘকে জিজ্ঞাসাবাদ ‘অবৈধ’: রিপোটার্স উইদাউট বর্ডার্স’ প্রতিবেদনটি পড়ে ঢাকা থেকে সোহাইল খান লিখেছেন, ব়্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন৷

এ ধরণের প্রশিক্ষণের অভাবে তারা বুঝে উঠতে পারে না কোথায় কি করতে হয়৷ সাদা পোষাকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মেঘের বাসায় গিয়েও পারিবারিক পরিবেশে তার সাথে সুন্দরভাবে কথা বলা যেত (যদি একান্তই দরকার হয়)৷ আমাদের সামাজিক নিরাপত্তায় ব়্যাবের ভূমিকা প্রশংসনীয়৷ কিন্তু কিছু ভুল অস্বীকার করে তারা নিজেদের সব ভালো কাজকে ম্লান করে দিচ্ছে৷

ব়্যাবের নামে যারা চুরি ডাকাতি করছে তাদের রোধ করার একটা প্রক্রিয়া বের করে তা বাস্তবায়িত করা অপরিহার্য৷ ব়্যাবের নিজের এ ব্যাপারে পদক্ষেপ নেয়া উচিত৷ এ ব্যাপারে ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পরামর্শ নেয়া যেতে পারে৷ সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড ইত্যাদি দেশের পুলিশ বাহিনী মানবাধিকার রক্ষা করতে পারদর্শী৷ এছাড়া কঠোর হয়েও মানবাধিকার রক্ষায় ব্রিটিশ, ইউএস আইন প্রয়োগকারী বাহিনীগুলো বেশ দক্ষ৷ বিদেশি সংস্থার পরামর্শ নিয়ে তা বাংলাদেশে প্রয়োগোপযোগী করে তোলার জন্য সাধারণ মানুষের পু্লিশ, অ্যাডভোকেট, এমন কি অপরাধীদেরও পরামর্শ নেয়া যেতে পারে৷

সেরা ব্লাগার আবু সুফিয়ানের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে৷ তাঁর কাছ থেকে অনেক অজানা তথ্য জানলাম৷ সুনীল কৃষ্ণ বিশ্বাস, মহীষা, ডাঙ্গা, সাতক্ষীরা৷

আমরা কিছু দিন থেকে লক্ষ্য করছি ‘আপনাদের মতামত' পাতায় আমাদের কথা নেই৷ কারণ কি? আরবিআই লিসনার্স ক্লাবের সদস্য, পানপাড়া, নদীয়া থেকে জানতে চেয়েছেন৷

- গতকালের মতামত পাতায়ও আপনাদের ক্লাবের সদস্য মঞ্জু দাসের নাম উল্লেখ করা হয়েছে৷ আমরা আগেই বলেছি যে ল্যাটিন হরফে লেখা চিঠিগুলো বাংলায় লিখে ওয়েবসাইটে দেওয়া অনেক সময়সাপেক্ষ৷ তাই বাংলায় লেখা মতামতগুলো ঝটপট ‘আপনাদের মতামত' পাতায় দিয়ে দেওয়া হয়৷ তাই বলে যে ল্যাটিন হরফে লেখা মতামত মাঝে মাঝে ওয়েবসাইটে দেওয়া হচ্ছেনা – তা কিন্তু নয়৷ এরপরও নিয়মিত না দিতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত৷

আর যারা ফেসবুকে প্রতিটি প্রতিবেদন সম্পর্কে মতামত জানাচ্ছেন, তাঁদের মতামত সরাসরি ফেসবুক থেকেই বাই পড়ছেন৷ আপনাদের ক্লাবের সদস্যদের ফেসবুকে নিয়মিত মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ৷ আশা করছি অন্য বন্ধুরাও ফেসবুকে আসবেন এবং মন্তব্য করবেন৷

প্রিয় ডয়েচে ভেলে...আজ কিছু কথা বাংলাতে বলতে চাই৷ জানিনা এই মেলটা আপনারা পড়তে পারবেন কিনা৷ অনেক দিন পর আবার লিখছি আপনাদের৷ মাঝে বেশ কিছুটা সময় খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করলাম৷ ফল পেয়েছি খুব খুব ভালো৷ এমএ শেষ হল৷

- আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন!

মাঝে অনেক ক'টা দিন রেডিওতে অনুষ্ঠান শুনতাম না৷ মোবাইল ফোনের মাধ্যমে এফএম অনুষ্ঠান শুনতাম৷ এখন আবার বাক্স থেকে আমার রেডিওখানা বের করলাম৷ এটা মাস তিনেক আগের কথা৷ ‘এলটা' রেডিওটার দিকে তাকিয়ে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেলো৷ কারণ, এই রেডিওটা প্রায় বছর চারেক আগে ডয়চে ভেলে থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলাম৷ তারপর থেকে ওটাতেই অনুষ্ঠান শুনে আসছি৷ গত চার মাস নিয়মিত অনুষ্ঠান শুনলেও অনভ্যাস বসত নিয়মিত লিখিনি৷ কিন্তু আজ যেটা নতুনভাবে আবিষ্কার করলাম তা না জানিয়ে পারছি না৷

‘ডয়চে ভেলে'-কে যে আমি খুব ভালোবাসি তা আজ আবার বুঝতে পারলাম৷ মা-বাবার কোলে শুয়ে শুয়ে রেডিও শোনা শুরু করে আজ প্রায় ২০-২২ বছর পার হয়ে গেছে৷ এতটা দিন একসাথে থাকলে তো ভালোবাসা আপনা থেকেই আসে৷ আমি সেটা বলতে চাইছি না৷ যেটা বলতে চাই সেটা বেশ মজার...

‘এই চার মাস অনুষ্ঠান শুনছি আমার রেডিও'র মাত্র পাঁচটা বাটন ব্যবহার করে৷ যাঁরা ভাবছেন রেডিওতে ওই পাঁচটা বাটনই আসে, তাঁদের বলি এলটা রেডিওতে বাটন সংখ্যা ২৪টা৷ কি? ভাবছেন ওই পাঁচটার বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না? আসল বিষয় হলো, পাঁচটা বাদে বাঁকিগুলো সব নষ্ট হয়ে গেছে৷ কিন্তু তাতে আমার অনুষ্ঠান শোনাতে কোনো বাঁধা বা অসুবিধা সৃষ্টি হয় নি৷

আমি ১/অফ-অন, ২/ডাউন অ্যারো, ৩/মিটার ব্যান্ড ও ৪/চ্যানেল চেঞ্জ (এমএম টু শর্টওয়েভ বাটন) – এই চারটা বাটন ব্যবহার করেই দিব্বি সুন্দরভাবে অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি৷ এটা কেবল ভালোবাসার জন্যই সম্ভব৷

অনুষ্ঠান শুনছি....অনুষ্ঠান শুনতে থাকব...

সুস্থ সুন্দর থাকবেন সকলে

সে কামনায়, সুমন্ত কুমার, ১৩৫/আলুপটটি, রাজশাহী৷

- মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে৷

নির্বাচিত প্রতিবেদন