‘মনে হয় যেন মুক্তিযুদ্ধ চলছে' | পাঠক ভাবনা | DW | 21.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মনে হয় যেন মুক্তিযুদ্ধ চলছে'

ডয়চে ভেলে থেকে প্রচারিত মোনালিসা খুবই ভালো লাগে৷ আপনাদের ভাষ্য শুনে মনে হয় যেন সেই ১৯৭১ সালেই বসে আছি এবং আমার সামনে সে সকল ঘটনা ঘটছে৷ আশাকরি এভাবেই যুদ্ধের ঘটনাগুলো প্রচার করে যাবে ডিডাব্লিউ৷

আমি আপনাদের একজন পুরাতন শ্রোতা৷ অনেকদিন ধরে আপনাদের সকল সংবাদই শুনি এবং কয়েকটা ধাঁধাতেও অংশগ্রহণ করেছি৷ আর কিছু অনুষ্ঠান সর্ম্পকেও মন্তব্য করেছি৷ কিন্তু আপনাদের কোনো উত্তর পাইনি৷ মো. কুতুব উদ্দীন ( ই-মেলে ঠিকানা লেখা নেই)

মুক্তিযুদ্ধে অনবদ্য সাহসীকতার পরিচয় দেওয়া বীর নারী রাবেয়া খাতুনের সাক্ষাৎকার শুনে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিশ্বজিৎ কুমার মৃধা, খুলনা থেকে এসএমএস-এ জানিয়েছেন৷

যে কোনো জাতীয় ইস্যুতে সংঘবদ্ধভাবে এবং নিরপেক্ষ মুল্যায়ন করার একমাত্র অধিকার রয়েছে তরুণ ছাত্রদের৷ কিন্তু এখন তাদের মধ্যে এসব বিষয় নিয়ে নিরপেক্ষ কোনো মূল্যায়ন পাওয়া যায় না৷ এটার দুই কারণ থাকতে পারে – হয় তারা সেই যোগ্যতা রাখেনা অথবা তারা নিজেদের শক্তি সম্পর্কে ধারনা রাখেনা৷

নির্বাচনে একজনই জিতবে, সুতরাং কে জিতবে তা নিয়ে পরিস্থিতি খারাপ করে লাভ কি?... যাকে দিয়ে দেশের ভবিষ্যৎ নিশ্চয়তা আসবে – তার পক্ষে ভোটের দাবি করাই হল যৌক্তিক৷ এ দাবি অবশ্যই তরুণদের কাছ থেকে আসতে হবে৷ কারণ আগামীকাল তারাই দায়িত্বশীলতার চেয়ারে বসবে৷

ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাস কেন্দ্রিক দলীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা উচিত৷ পাশাপাশি ছাত্র সংসদগুলো কার্যকরের পদক্ষেপ নেবে – এমন দলকেই তরুণরা সমর্থন দিতে এগিয়ে আসলেই সকল অস্থিরতার অবসান ঘটে৷ আমি মনে করি, আজকের তরুণ ছাত্ররাই দেশের ভিতরের সেই অরাজনৈতিক তৃতীয় শক্তি৷ এই ই-মেলটি পাঠিয়েছেন নিহন ফরিদ, ঢাকা থেকে৷

আজ আফিসে এসেই চটজলদি প্রতিদিনের অভ্যাস মতো ওয়েবসাইটের পাতায় একবার চোখ বুলিয়ে নিলাম৷ খুঁজলাম ঘটনার নতুন নতুন সংযোজন৷ বিস্তারিত সময় মতো ঠিক পড়ে নেবো৷ আপাতত মধ্য প্রাচ্যের গাজা সংকট নিয়ে ১০টি ছবির তথ্য সহ পরিবেশনা দেখে নিলাম, পাঠিয়েদিলাম এই ছোট ই-মেইল৷

(গতকাল পাঠানো ই-মেল) আপনাদের প্রত্যাশা মতো আমি প্রতিদিন ওয়েবসাইট দেখছি৷ প্রতিটি প্রতিবেদন দেয়া হলেও উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো বেশ মনোযোগ দিয়েই পড়ে নিচ্ছি৷ নজর রাখছি প্রতিটি পাতার ওপর৷

ইসরায়েলি রকেটের আঘাতে গাজায় প্রাণহানির ঘটনা খুবই মর্মান্তিক৷ জার্মান চ্যান্সেলরের যুদ্ধবিরতির আহ্বান অবশ্যই স্বাগত৷ মধ্য প্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে আরও কার্যকরী ভূমিকা নেওয়া দরকার মনে করি৷ যুদ্ধ বিরতি কার্যকরের লক্ষ্যে মিশরের তত্পরতা অবশ্যই প্রশংসনীয়৷ এভাবেই প্রতিদিন ই-মেলে তাঁর মতামত জানিয়ে দিচ্ছেন নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী৷

ডয়চে ভেলে সব শ্রোতাদের অনুরোধ করে সরাসরি ফেইসবুকে আসার জন্য৷ কিন্তু আমি ফেইসবুকে একটা প্রশ্ন করে ছিলাম ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন' শিরোনামে ঢোকা যাচ্ছে না কেন? এর উত্তর আদৌ মেলেনি৷ তাহলে ফেইসবুক নিয়ে এত বড়াই করেন কেন?

- আপনার উত্তর না দেয়ার জন্য দুঃখিত৷ তবে আমরা কিন্তু আপনার চিহ্নিত করা সমস্যাটি ইতিমধ্যেই কর্তৃপক্ষকে জানিয়েছে৷

ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেদনটি পড়লাম৷ এ সম্পর্কে আমার মত হলো, এখন বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ক্রাইম হচ্ছে ইন্টারনেটে৷ তাই ইন্টারনেট নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন৷ দক্ষিণ চীন সাগর নিয়ে এশিয়ার বিভিন্ন দেশগুলোর সাথে যে অশান্তি বিরাজ করছে৷ আশা করি চীন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তার সমাধান করতে পারবে৷ শুভেচ্ছান্তে মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

- ধন্যবাদ নতুন, পুরনো সকল বন্ধুকে৷ আমরা অত্যন্ত আনন্দিত যে পুরনো বন্ধুরা ধীরে ধীরে আবার ডয়চে ভেলেতে ফিরে আসছেন৷ এবং প্রতিদিনই ই-মেল এবং ফেসবুকে নতুন নতুন বন্ধু পাচ্ছি৷