‘মহান স্বাধীনতা দিবসে বন্ধুদের জানাই রক্তিম শুভেচ্ছা’ | পাঠক ভাবনা | DW | 26.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মহান স্বাধীনতা দিবসে বন্ধুদের জানাই রক্তিম শুভেচ্ছা’

আশা করি আপনারা ডয়চে ভেলে পরিবারের সবাই ভাল আছেন৷ আজ সাইবার ক্যাফেতে এসে ডয়চে ভেলে’র বাংলা অনুষ্ঠানটি শুনলাম৷ স্বাধীনতা দিবসের এই আসরটি চমৎকার লাগলো৷

আমরা বগুড়াবাসী কি কোনদিনই ভালভাবে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এফএম'এ শুনতে পারবো না? আমরা প্রতিনিয়ত দারুণভাবে মিস করি আপনাদের৷ আর নিয়মিতভাবে সম্ভব হয়না ইন্টারনেটে এসে অনুষ্ঠান শোনার৷ কিন্তু আমরা নিয়মিতভাবে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতে চাই৷ মো.সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া৷

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বন্ধুদের জানাই রক্তিম শুভেচ্ছা৷ প্রফেসার আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা৷

বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো৷ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফজলে হাসান আবেদ, মোহাম্মাদ জাফর ইকবালের সাক্ষাৎকার খুব ভাল লাগলো৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

২৫ তারিখের বিজ্ঞান ডট কম পর্বটি ভালো লেগেছে৷ সেদিনের ইংরেজি গানটিও ভাল লেগেছে৷ এমএইচ রনি, শম্ভুপুর, ভোলা৷

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শ্রোতাবন্ধু মাহমুদুল হাসান জানিয়েছেন পুরো অনুষ্ঠানই ভাল লাগছে৷

প্রিয় ভাইয়া ও আপু, আশা করি আপনারা ভালই আছেন৷ ডয়চে ভেলে'র পুরো বাংলা অনুষ্ঠান আমার কাছে খুবই প্রিয়৷ বিশেষ করে সুরের ভুবন পর্ব৷ শাহিনুর খাতুন, বসুনিয়াপাড়া, ফুলবাড়ি, কুড়িগ্রাম থেকে লিখেছেন৷

ডয়চে ভেলে'র বাংলা অনুষ্ঠান আমার খুবই ভাল লাগে৷ তাই মোবাইলে না শুনে এখন ৫ ব্যান্ডের একটি রেডিও কিনেছি এবং ডয়চে ভেলে'র অনুষ্ঠান শুনছি৷ জগদীশ্বরপ্রেমভক্ত, নওদাবাস চন্দ্রপুর, কালিগঞ্জ, লালমনিরহাট থেকে৷

স্বাধীনতা দিবসে লেখার শুরুতে জানাই বিজয়ের উল্লাসের শুভাচ্ছা৷ নতুন প্রজন্মের কাছে স্বাধীনতাকে আরো উজ্জীবিত করার জন্য আজ আমাদের ক্লাবের পক্ষ থেকে আয়োজন করছি একটি বিশেষ অনুষ্ঠানের৷ স্কুলের ছেলেমেয়েদের নিয়ে ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী এবং বিকেলে স্থানীয় দু'জন মুক্তিযোদ্ধা ৭১ এর সেই দিনগুলোর কথা তুলে ধরবে নতুন প্রজন্মের কাছে৷ আশা করি অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উদযাপন করতে পারবো৷

সকালের অনুষ্ঠানে জার্মানির বৈদ্যুতিক বাই-সাইকেল নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে৷ ভারত বাংলাদেশে তুলা রপ্তানি বন্ধ করে দিয়েছে৷ এখন যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পোশাক রপ্তানি করে বাংলাদেশ বিশ্বে যে সুনাম আর্জন করেছে, তা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই৷ সিপাঞ্জী সম্পর্কে প্রতিবেদন এবং বিড়ালের ডাক ভালো লেগেছে৷ মো. রাসেল সিকদার, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক দুর্নীতি মুক্ত স্বনির্ভর দেশ গঠনের৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা৷

বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার দুর্নীতি মুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ৷ এবং সুস্থ রাজনীতি৷ আফজাল আলী খান, নন্দন বেতার শ্রোতাসংঘ, ফরিদপুর৷ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন