মাতৃভাষা বাংলা আমাদের গৌরব | পাঠক ভাবনা | DW | 10.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মাতৃভাষা বাংলা আমাদের গৌরব

বাংলা ভাষার বিকৃত উচ্চারণের জন্য গণমাধ্যম দায়ী, শিরোনামে সাক্ষাৎকারসহ প্রতিবেদনটি শুনে খুব দুঃখ লাগলো৷

এফ এম রেডিওতে যেভাবে বাংলা ভাষাকে বিকৃত করা হচ্ছে তা সত্যিই ভয়াবহ৷ ফিলিপাইনের ঘটনাটা আরো দু:খজনক এবং মর্মান্তিক৷ যে ভাষার জন্য আমাদের এতো ত্যাগ সেই ভাষা এফ এম রেডিওর বদৌলতে একদিন হারিয়ে যাবে তা ভাবতেই অবাক লাগে৷ প্রশাসনকে এই বিষয়ে এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ আমরা এই মাতৃভাষাকে হারাতে চাই না, হারাতে চাই না মাতৃভাষার গৌরব৷ লিখেছেন শ্রোতাবন্ধু মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা থেকে৷

বাংলা উচ্চারণকে রক্ষা করতে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সে বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু সুঋত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম ,বর্ধমানথেকে৷

জার্মানিতে ছাদে বাগান করার অভিনব পদ্ধতির কথা জেনে ভালো লাগলো৷ বিদেশি গান প্রতিদিন ভালো লাগেনা তাই মাঝে মাঝে বাংলা গান চাই৷ অনুরোধ গোপালগঞ্জের বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

চকোলেট নিয়ে প্রতিবেদন খুব ভাল লাগলো৷ ‘হেল্থ লাইন' পর্বে মস্তিস্কে রক্তক্ষরণ নিয়ে প্রতিবেদনটি অসাধারণ লাগলো৷ ‘বিজ্ঞান ডটকম' পরিবেশনায় বার্লিন শহরে শাক সবজি চাষ বিষয়ে জানতে পারলাম, ভালো লাগলো৷ ‘বিজ্ঞান ডটকম' পর্বে ডয়চে ভেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ লিখেছেন, মো. শাহিনূর আলম, শান্তি বেতার শ্রোতা সংঘ, আলতাফনগর,বগুড়া থেকে৷

অনেক দিন পর ইমেল করলেও আপনাদের ভুলিনি বা অনুষ্ঠান শোন বন্ধ করিনি৷ আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি এবং আমি নিজে এবং আমার ক্লাবের সব শ্রোতারা নিয়মিত ধাঁধায় অংশ গ্রহণ করি৷ রাজশাহীতে অনুষ্ঠান প্রসারের অগ্রণী ভূমিকা পালন করছি৷

নতুন বছরের শ্রোতাদের জন্য ক্যালেন্ডার বা ডায়েরি অথবা ম্যাগাজিন পাঠালে বাধিত হব৷ অনুষ্ঠান পুনঃপ্রচার বিরক্তিকর, নতুন অনুষ্ঠান না থাকলে গান প্রচার করবেন অথবা গুরুত্বহীন অনুষ্ঠান প্রচার করবেন তারপরও পুনঃপ্রচার করবেন না৷

কোন খাদ্যে কি পরিমাণ ভিটামিন উপাদান আছে এবং কোন খাদ্য কি পরিমাণ খেলে মানুষ ভাল থাকবে তা নিয়ে অনুষ্ঠান ভাল লেগেছে৷

এখন আর পত্রিকার শিরোনাম পর্যোলোচনা করা হয়না এটা ভাললাগে না৷ আশাকরি এটা আবার শুরু করবেন৷ রাতের অনুষ্ঠান যতটা গোছানো মনে হয়, সকালের অনুষ্ঠান ততটা মনে হয় না৷

বর্তমান আন্তর্জাতিক সংবাদের ভৌগলিক গুরুত্ব সহকারে অনুষ্ঠান প্রচার করলে অনুষ্ঠান আরো ফলপ্রসূ হবে বলে আশা করি৷ মোঃ জসীম উদ্দিন, কেন্দ্রীয় হিসাব বিভাগ-২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক