মাদক আজ আমাদের একটা বড় সমস্যা | পাঠক ভাবনা | DW | 05.09.2008
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মাদক আজ আমাদের একটা বড় সমস্যা

বিশ্বায়নের যুগে আমরা ডয়চে ভেলেকে পেয়েছি খুব কাছে৷ কারণ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল এবং আন্তর্জাতিক খবর বড় বেশি মজা করে শুনছি তাতে কোন সন্দেহ নেই৷ প্রশান্ত কুমার মন্ডল, গোয়ালবাথান৷

মাদককে না বলুন

মাদককে না বলুন

ডয়চে ভেলেকে অভিনন্দন , ভারতের বাংলাভাষী শ্রোতাদের জন্যও SMS চালু করায়৷ তাপস নাথ, কলকাতা ৷

ডয়চে ভেলে যদিও এখনো প্রত্যাশা অনুযায়ী সবকিছু আমাদের সামনে উপস্হিত করতে পারেনি তবুও ডয়চে ভেলের সমস্ত পরিকল্পনা আর প্রচেষ্টা কিন্তু অত্যন্ত শ্রোতাবান্ধব৷ আমি আশা করছি মি. লুকাস আমাদের যে প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন তা বাস্তবে প্রতিফলিত হবে৷ আমি আশা করি আগামী শ্রোতা সম্মেলনে এফ এম এর প্রতিশ্রুতি নয় , এফ এম এর সফলতা নিয়ে আলোচনা করবো৷ মোঃ লুত্‌ফর রহমান, গ্রীণ রোড, ধানমন্ডি, ঢাকা৷

সিঙ্গুরের টাটা কারখানা বন্ধ প্রসঙ্গে কলকাতার সর্বশেষ রিপোর্ট জানানোর জন্য ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম৷

সকালের অনুষ্ঠানে খেলার খবরে কিংবদন্তি জার্মান গোলরক্ষক অলিভার কানের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচের রিপোর্ট শুনে খুব ভালো লাগলো৷ প্রার্থনা করি তিনি টেলিভিশন ভাষ্যকার হিসেবেও সাফল্য লাভ করবেন৷ সুমিত চক্রবর্তী, কলকাতা, পঃবঃ ভারত৷

এ সপ্তাহের মেইলবক্স-এ কয়েকজন নারী শ্রোতার মতামত শুনে বেশ ভালো লাগলো৷ নারী শ্রোতাদের মতামতকে বেশি প্রাধান্য দেয়া উচিত৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া৷

মাদক বিষয়ক সুধী সমাজ সম্পর্কে বলবো , মাদক আজ আমাদের একটা বড় সমস্যা৷ যে কোনভাবে এর প্রতিরোধ করতে হবে আমাদের৷ যুব সমাজকে তথা জাতির মেরুদন্ড দূর্বল করে ফেলছে এই মাদক৷ আমার মনে হয় মাদক নির্মূলে সরকারকে নিতে হবে অগ্রণী ভূমিকা৷ সুমন্ত, আলুপট্টি, রাজশাহী৷

ডয়চে ভেলের একজন শ্রোতা হিসেবে সমস্ত মুসলমানকে রমজানের শুভেচ্ছা জানাই৷ আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি৷