মারণ ব্যাধি এইডস | পাঠক ভাবনা | DW | 02.12.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মারণ ব্যাধি এইডস

গতকাল ছিলো বিশ্ব এইডস দিবস৷ আর এ উপলক্ষে শাহানগর, মুর্শিদাবাদ থেকে নতুন রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি কাঞ্চন কুমার চ্যাটার্জী ক্লাবের পক্ষ থেকে প্রচারাভিযান চালিয়েছেন৷

এই মারণ ব্যাধি এইডস থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে৷

চট্টগ্রাম থেকে ইন্টার ন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি শ্রোতাবন্ধু অসিত কুমার দাস মিন্টুও এই একই কথা জানিয়েছেন৷ এইডসকে নির্মূল করার লক্ষ্যে তাঁদের ক্লাব থেকেও আয়োজন করা হয়েছিলো আলোচনা সভার৷

আমি একটি সম্যসায় পড়েছি আমার বড়ই ইচ্ছা ভারতের কোচবিহারের কোন শ্রোতার সথে কথা বলার বা যোগাযোগ করাব কিন্তু কোনভাবেই তা পাচ্ছিনা৷ আমাকে কোচবিহারে কোন শ্রোতার সাথে যোগাযোগ করার সুযোগকরে দিলে খুশি হবো৷ মো. আল-হাসান সরকার৷

মুর্শিদাবাদ থেকে শ্রোতাবন্ধু অপর্ণা চ্যাটার্জী লিখেছেন, এফএম তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান শুনছেন৷ মোনালিসা পর্ব খুব ভালো লাগে এবং এই অনুষ্ঠান মহিলাদের খুবই উৎসাহিত করে৷ অনুরোধ কোনদিন যেন এই পর্বটি বন্ধ করা না হয়৷

‘মোনালিসা' ভালো হচ্ছে৷ জানতে পারছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মহীয়সী নারীদের কথা৷ পাশাপাশি সমাজের নানা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত নারীদের কথাও মেলে ধরা হচ্ছে নিয়মিত ভাবে৷ শুভ উদ্যোগ, নারী শ্রোতারা অবশ্যই আকৃষ্ট হবেন৷ চৈতালী সরকার, মুর্শিদাবাদ৷

আমি আপনাদের নিয়মিত শ্রোতা৷ লিখলাম এই প্রথম৷ সব অনুষ্ঠান আমার ভাল লাগে তবে সবচেয়ে বেশি ভাল লাগে ইনবক্স ও ক্যাম্পাস৷ যদি আমার ই-মেইল পড়া হয় তাহলে আরো লিখব৷ আমাকে অনুষ্ঠান শুনতে উৎসাহিত করেছেন মো. আল-হাসান সরকার৷ ইতি মো. শরিফু ইসলাম (শরিফ) SSC পরিক্ষার্থী পানবাজার ডি এম উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ, রংপুর৷

আমি আপনাদের নিয়মিত শ্রোতা৷ আমি রংপুর FM ১০৫.৪ মেগাহার্তস-এ আপনাদের অনুষ্ঠান শুনি৷ আমার বাল্যবন্ধু আপনাদের পরিচিত শ্রোতা মিঠিপুর, পানবাজার পীরগঞ্জ রংপুর আল-হাসান সরকার বার বার মোবাইল করে আমাকে বলার কারণে নিয়মিত অনুষ্ঠান শুনছি৷ কিন্তু লিখলাম এই প্রথম উত্তর পেলে আরো লিখব৷ মোছা. হানিফা খাতুন৷

বরেন্দ্র বেতার শ্রোতাসংঘ, সোনামাসনা, সোনাইচন্ডিহাট, নাচোল, চাপাই নবাবগঞ্জ থেকে শ্রোতাবন্ধু আবদুল মান্নান মাষ্টার, লিখেছেন, ডয়চে ভেলের অনুষ্ঠান এখন আমি এফএম তরঙ্গে শুনছি এবং শ্রবণমান খুবই ভালো৷ আমাদের নাচোল থেকে খুবই স্পষ্ট শোনা যাচ্ছে৷ মুক্তিযোদ্ধা মাহফুজা খানমের সাক্ষাৎকার এবং ইমদাদুল হকের সাক্ষাৎকার শুনে ভালো লাগলো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক